Jitu-Nabanita divorce: বিচ্ছেদ ঘোষণার দু’মাসের মধ্যেই নতুন প্রেম, স্নেহালের সঙ্গে পাহাড়ে নিশিযাপন নবনীতার
ঠিক দু’মাস আগের কথা। ২৯ জুন, ২০২৩। ঘটা করে সোশ্যাল মিডিয়ায় একটি মন ভেঙে দেওয়ার মতো পোস্ট করেছিলেন অভিনেত্রী নবনীতা। অভিনেতা জিতু কমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের (divorce) ঘোষণা নাটকীয় ভঙ্গিতে করেছিলেন তিনি। লেখা পড়ে মনে হবে, কত না কষ্ট পেয়েছেন তিনি। কিন্তু কেন বিচ্ছেদ ? এটাই ছিল লাখ টাকার প্রশ্ন। অনেকেই জিতুর সঙ্গে শ্রাবন্তীকে জড়িয়ে নানা ধরণের কথা বলতে শুরু করেন। কিন্তু দেখা গেল শ্রাবন্তী নয়, বিয়ে ভাঙার আসল কারণ নবনীতার গোপন প্রেম। ধীরে ধীরে তা প্রকাশ্যে এসেছে। বিচ্ছেদ নিয়ে তখন কান্নায় ভেঙে পড়ে ছিলেন। কিন্তু দুই মাসের মধ্যেই ভোল বদল। পাহাড় থেকে সাগরে চর্চিত বন্ধুর সঙ্গে দিব্যি দিন-নিশি দুটোই যাপন করছেন অভিনেত্রী। কিছুদিন আগে বৃষ্টি উপভোগ করতে পাহাড়ে গিয়েছিলেন। এখন উইকেন্ড কাটাতে গোয়ায় গিয়েছেন। সঙ্গী বিশেষ বন্ধু স্নেহাল অধিকারী।
নবনীতার গোপন প্রেম
অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা গিয়েছিল, এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী নবনীতা। কিন্তু বিষয়টি প্রথম দিকে ধোঁয়াশা ছিল। সময় যত গড়িয়েছে ছবিটা স্পষ্ট হয়েছে। সদ্য গোয়া ঘুরে এসেছেন। একই হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন দুজনে। তবে একসঙ্গে কোনও ছবি দেননি ঠিকই। তবে দেখলে বোঝা যাচ্ছে অভিনেত্রী নবনীতার জীবনে নব বসন্ত আগত। তাঁর হট প্যান্ট পরে ছবি দেখে অনেকেই অবাক। অবশ্য, নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি নবনীতা। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত দিয়েছেন শুধু।একটি সিরিয়াল একসঙ্গে করতে গিয়ে জিতুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নবনীতা। বয়সে অনেকটাই ফারাক ছিল দুজনের। তাই নবনীতাকে বাচ্চা বউ বলে ডাকতেন স্বামী জিতু কমল। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়ে যেত। দর্শকদের খুব পচ্ছন্দের ছিল এই জুটি। কিন্তু এখন সেসব অতীত।
No comments:
please do not enter any spam link in the comment box