Tollywood star break up: ভাঙল চার বছরের সম্পর্ক, টলিউড তারকাদের ব্রেক আপের খবরে তোলপাড় স্টুডিও পাড়া

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না…।
Tollywood star break up: ভাঙল চার বছরের সম্পর্ক, টলিউড তারকাদের ব্রেক আপের খবরে তোলপাড় স্টুডিও পাড়া


বাংলা সিনেমা জগতে তারকাদের মধ্যে প্রেম, বিয়ে, আবার বিয়ে থেকে বিচ্ছেদ নতুন কোনও ঘটনা নয়। রোজ কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীর মধ্যে নতুন প্রেম। আবার কিছুদিন পর বিচ্ছেদের খবর শোনা যায়। যেমনটা এখন স্টুডিও পাড়া মেতে উঠেছে সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর মধ্যে ব্রেক আপ নিয়ে। শোনা যাচ্ছে, শুধু বিচ্ছেদের জল্পনা নয়, পাকাপাকিভাবে আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। এইসব খবরে সবথেকে বেশি মন খারাপ হয় ভক্তদের। আবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয় ট্রোলিং।
Tollywood star break up: ভাঙল চার বছরের সম্পর্ক, টলিউড তারকাদের ব্রেক আপের খবরে তোলপাড় স্টুডিও পাড়া

কেন ভাঙল সম্পর্ক ?

সোহিনী আর রণজয় গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন। লক ডাউনের সময় থেকে তাঁরা লিভ-ইন শুরু করেন। দু’জনের বাড়ির মধ্যেও সম্পর্ক ভালো ছিল। একে অপরের বাড়িতে হামেশাই যাতায়াত করত। অবাধ ছিল গতিবিধি। তবে শোনা যায়, সম্পর্কটা প্রথম থেকেই নানা ঝামেলায় জড়িয়ে থাকত। খুঁটিনাটি বিষয়ে দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। আর সেই ঝামেলা ক্রমশ বাড়ছিল। ভুল বোঝাবুঝি এই পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা কেউ আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান না। তাই ক’দিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। এমনও শোনা গিয়েছে, সোহিনী আর রণজয় নাকি মুভ অন করে গিয়েছেন। অন্যত্র থাকতে শুরু করেছেন দুজনে। কেউ কারও মুখ দেখছেন না। শুধু এই টুকু নয়। শোনা গিয়েছে, ইতিমধ্যে দুজনের লাইফে নতুন মানুষের আগমন ঘটেছে।
Tollywood star break up: ভাঙল চার বছরের সম্পর্ক, টলিউড তারকাদের ব্রেক আপের খবরে তোলপাড় স্টুডিও পাড়া

ইন্ডাস্ট্রির অন্দরে খবর, সোহিনী তাঁর এক সহ-অভিনেতার প্রেমে পড়েছেন। আর রণজয় এক সিরিয়াল অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রণজয় বর্তমানে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করছেন। তবে জীবনে নতুন প্রেম নিয়ে কেউ মুখ খোলেননি। তবে এটা নিশ্চিত, সোহিনী আর রণজয় আর সম্পর্কে নেই। ব্রেক আপ (dealing with a breakup) হয়ে গিয়েছে। সোহিনী এবং রণজয় যে যার নিজের নিজের ক্ষেত্রে কাজে ব্যস্ত। সোহিনী এখন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অমর সঙ্গী’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। আর রণজয় ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করছেন শামৌপ্তির সঙ্গে। যদিও শোনা গিয়েছে, আগামী সপ্তাহে ‘গুড্ডি’ সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। সেই জায়গায় আসছে নতুন সিরিয়াল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.