Reality of reality show: রিয়েলিটি নয়, মিথ্যার ভাণ্ডার, রিয়েলিটি শোগুলির ক্যামেরার পিছনে কী চলে জানলে অবাক হবেন

Reality of reality show: রিয়েলিটি নয়, মিথ্যার ভাণ্ডার, রিয়েলিটি শোগুলির ক্যামেরার পিছনে কী চলে জানলে অবাক হবেন
টিভিতে সিরিয়াল, সিনেমার পাশাপাশি রিয়েলিটি শোগুলির TRP সব সময় বেশি থাকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় শো সারেগামাপা। এক বছর অন্তর এই শো জি বাংলার পর্দায় আসে। বছর বছর নতুন প্রতিভাদের বেছে নেওয়া গানের মঞ্চে। সঙ্গীত জগতের দিগপালরা থাকেন বিচারকের আসনে। তাঁদের বিচারে সেরা গায়ক, গায়িকার হাতে শ্রেষ্ঠত্বের মুকুট পড়িয়ে দেওয়া হয়। কিন্তু সবকিছু যত সুন্দর করে পরিবেশন করা হয়, সবকিছু কি সত্যি থাকে ? রিয়েলিটি শোর পিছনে বাস্তব কী? নানা সময় অনেক রকম অভিযোগ উঠেছে। এবার অন্য অভিযোগ তুললেন সারেগামাপা জয়ী সঞ্চিতা ভট্টাচার্য।
Reality of reality show: রিয়েলিটি নয়, মিথ্যার ভাণ্ডার, রিয়েলিটি শোগুলির ক্যামেরার পিছনে কী চলে জানলে অবাক হবেন

২০০৬ সালে সারেগেমাপাতে অংশ নিয়েছিলেন সঞ্চিতা। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। সেই বছর বিজয়ী ছিলেন তিনি। তারপর লাইফ বদলে যায় হাওড়ার শিবপুরের মেয়ে সঞ্চিতার। সে বছর শো চলাকালীন গানের বিশেষ তালিম পেয়েছিলেন তিনি। বাপ্পি লাহিড়ী, কুমার শানু ও অলকা ঈয়াগ্নিকরা তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন। সেই বছর বিজয়ী হয়েছিলেন তিনি। শাহরুখ খান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সম্প্রতি রিয়ালিটি শো গুলির সত্যতা নিয়ে বিস্ফোরক কথা বলেছেন গায়িকা সঞ্চিতা। তিনি জানান, তাঁদের সময়ে গায়ক-গায়িকাদের সত্যিকারের পারফর্মেন্স দেখানো হত। কিন্তু এখন প্রতিযোগী ভুল করলে তা জানতে দেওয়া হয় না। বিচারকদের উপর হস্তক্ষেপ করে চ্যানেল। কোনও কোনও বিজয়ীকে স্মাইলি দিতে বলা হয়। কেউ আবার সোর্স খাটিয়ে এগিয়ে যান।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.