প্রথম দিনেই ১০০ কোটির ঝক্কা হাঁকিয়েছে শাহরুখ খানের (Shah rukh khan) জওয়ান (Jawan)। এটা হিন্দি সিনেমার ইতিহাসে বড় রেকর্ড। বলতে গেলে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছেন কিং খান। বড় পর্দায় বলিউডের বাদশাকে দেখতে ভিড় উপচে পড়েছে। মধ্যরাত, ভোরবেলার শোতেও হাউসফুল। কলকাতা থেকে আমেদাবাদ, কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একচিত্র। সিনেমা পণ্ডিতদের মতে, অ্যাকশন দৃশ্যে তরুণ অভিনেতাদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ৫৭-এর শাহরুখ খান। এই বয়সে যেখানে অন্য অভিনেতারা বাবা-কাকার রোল করেন, সেখানে এখনও ফাটিয়ে অ্যাকশন, রোমান্স করছেন বলিউডের বাদশা। কিন্তু জানেন কী কীভাবে নিজেকে এই বয়সেও ফিট রাখেন কিংখান ? চলুন জানি সেই রহস্য।
সাত মাস আগেই ‘পাঠান’ সারা বিশ্বে হাজার কোটির ব্যবসা ছাড়িয়েছিল। অনেকেই ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, ‘জওয়ান’ সেই রেকর্ড ছাপিয়ে যাবে। ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটিতে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমা রিলিজের আগেই ট্রেলার ও গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলছেন, তাঁরা জানেন এই সিনেমা অ্যাকশন দৃশ্যে ভরপুর। জানা গিয়েছে, এই দৃশ্যগুলি করার জন্য হলিউড থেকে পাঁচজন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছিল নির্মাতারা। আর সেই সব দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা। এই সিনেমাতে দেখলে একফোঁটা মনে হবে না, শাহরুখ খান ৫৭-এর গণ্ডি পার করে ফেলেছেন। এত ফিট তিনি। রীতিমতো তরুণ লেগেছে তাঁকে।
সাত মাস আগেই ‘পাঠান’ সারা বিশ্বে হাজার কোটির ব্যবসা ছাড়িয়েছিল। অনেকেই ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, ‘জওয়ান’ সেই রেকর্ড ছাপিয়ে যাবে। ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটিতে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমা রিলিজের আগেই ট্রেলার ও গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলছেন, তাঁরা জানেন এই সিনেমা অ্যাকশন দৃশ্যে ভরপুর। জানা গিয়েছে, এই দৃশ্যগুলি করার জন্য হলিউড থেকে পাঁচজন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছিল নির্মাতারা। আর সেই সব দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা। এই সিনেমাতে দেখলে একফোঁটা মনে হবে না, শাহরুখ খান ৫৭-এর গণ্ডি পার করে ফেলেছেন। এত ফিট তিনি। রীতিমতো তরুণ লেগেছে তাঁকে।
No comments:
please do not enter any spam link in the comment box