Bengali actress Sanjeeta Bhattacharya: শাহরুখের জওয়ান-এ বাঙালি নায়িকার জয়জয়কার, জেনে নিন বাঙালি কন্যার আসল পরিচয়
৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত জাগল দেশ। না, ভারত-পাকিস্তানের খেলার জন্য নয়। বরং একটি সিনেমার জন্য। মধ্যরাতেও সিনেমা হলের বাইরে চিৎকার চেঁচামেচি। দেশের একাধিক শহরে এই চিত্র দেখা গিয়েছে। এখন একটাই প্রশ্ন কেমন হল শাহরুখ খানের ‘জওয়ান’? এটা কী ‘পাঠান’কে ছাপিয়ে যেতে পারবে ? প্রশ্ন অনেক। তবে এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও চর্চার শেষ নেই। জওয়ান-এ অভিনয় করেছেন এক বাঙালি কন্যা। নাম সঞ্জিতা ভট্টাচার্য (Sanjeeta Bhattacharya)। এটাই তাঁর প্রথম বড় প্রজেক্ট। তাও আবার শাহরুখ খানের সঙ্গে অভিনয়। কেমন ছিল এই জার্নি ? একটি সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
বলিউডে (Bollywood) নবাগতা অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্য। বলতে গেলে শাহরুখ খানের হাত ধরেই পা রাখলেন তিনি। জওয়ান-এ দীপিকা, নয়নতারাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। ‘জওয়ান’ শাহরুখ খানের লেডি গ্যাংয়ের অংশ তিনি। এত বড় প্রজেক্টে কাজ করতে পেরে রীতিমতো আপ্লুত সঞ্জিতা। আর প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি। সঞ্জিতা প্রবাসী বাঙালি। জন্মসূত্রে বাঙালি হলেও বড় হয়েছেন দিল্লিতে। তবে বাংলায় বেশ সড়গড় সঞ্জিতা। জওয়ান ছবিতে অভিনয়ের সুবাদে বেশ কিছু সংবাদপত্রে ইন্টারভিঊ দিয়েছেন তিনি। সেখানে সঞ্জিতা জানিয়েছেন, তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে। কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
সঞ্জিতা অভিনীত সিরিজগুলি হচ্ছে দ্য ব্রোকেন নিউজ। ফিল লাইক ইশক ইত্যাদি। প্রতিটি সিরিজে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। তাই সেইভাবে নজরে পড়েননি। তবে নজরে পড়েছিলেন জওয়ান-এর নির্মাতাদের। শাহরুখ খানের হাত ধরে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তিনি। কারণ তাঁর অভিনীত চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমাতে অভিনয়ের আগে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন সঞ্জিতা। তাঁর বাবা কলকাতার বাসিন্দা। মা বাংলাদেশের মেয়ে। এখন কর্মসূত্রে দিল্লিতে থাকলেও বাড়িতে বাংলায় কথা বলেন তাঁরা। সঞ্জিতা বারকলি কলেজ অফ মিউজিকে পড়াশোনা করেছেন। একবার সেখানে এ আর রহমানকে ট্রিবিউট দেওয়া হয়। সেখানে গান গেয়েছিলেন তিনি।
অভিনয় ছাড়া গান সঞ্জিতার আর এক প্যাশন। ছোটবেলা থেকেই বাবা রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। তাছাড়া বাংলার সঙ্গে পরিচয় করাতে প্রতিবছর নিয়ম করে শান্তিনিকেতন আসতেন তাঁরা। সেখানে বাউল গান শুনতে খুব পচ্ছন্দ করতেন সঞ্জিতা। জওয়ান সিনেমার নির্মাতাদের কাছ থেকে ২০২১ সালে প্রথম অভিনয়ের প্রস্তাব পান। অডিশনে নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন শাহরুখ খানের গার্লস গ্যাংয়ের সদস্য।
বলিউডে (Bollywood) নবাগতা অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্য। বলতে গেলে শাহরুখ খানের হাত ধরেই পা রাখলেন তিনি। জওয়ান-এ দীপিকা, নয়নতারাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। ‘জওয়ান’ শাহরুখ খানের লেডি গ্যাংয়ের অংশ তিনি। এত বড় প্রজেক্টে কাজ করতে পেরে রীতিমতো আপ্লুত সঞ্জিতা। আর প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি। সঞ্জিতা প্রবাসী বাঙালি। জন্মসূত্রে বাঙালি হলেও বড় হয়েছেন দিল্লিতে। তবে বাংলায় বেশ সড়গড় সঞ্জিতা। জওয়ান ছবিতে অভিনয়ের সুবাদে বেশ কিছু সংবাদপত্রে ইন্টারভিঊ দিয়েছেন তিনি। সেখানে সঞ্জিতা জানিয়েছেন, তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে। কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
সঞ্জিতা অভিনীত সিরিজগুলি হচ্ছে দ্য ব্রোকেন নিউজ। ফিল লাইক ইশক ইত্যাদি। প্রতিটি সিরিজে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। তাই সেইভাবে নজরে পড়েননি। তবে নজরে পড়েছিলেন জওয়ান-এর নির্মাতাদের। শাহরুখ খানের হাত ধরে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তিনি। কারণ তাঁর অভিনীত চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমাতে অভিনয়ের আগে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন সঞ্জিতা। তাঁর বাবা কলকাতার বাসিন্দা। মা বাংলাদেশের মেয়ে। এখন কর্মসূত্রে দিল্লিতে থাকলেও বাড়িতে বাংলায় কথা বলেন তাঁরা। সঞ্জিতা বারকলি কলেজ অফ মিউজিকে পড়াশোনা করেছেন। একবার সেখানে এ আর রহমানকে ট্রিবিউট দেওয়া হয়। সেখানে গান গেয়েছিলেন তিনি।
অভিনয় ছাড়া গান সঞ্জিতার আর এক প্যাশন। ছোটবেলা থেকেই বাবা রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। তাছাড়া বাংলার সঙ্গে পরিচয় করাতে প্রতিবছর নিয়ম করে শান্তিনিকেতন আসতেন তাঁরা। সেখানে বাউল গান শুনতে খুব পচ্ছন্দ করতেন সঞ্জিতা। জওয়ান সিনেমার নির্মাতাদের কাছ থেকে ২০২১ সালে প্রথম অভিনয়ের প্রস্তাব পান। অডিশনে নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন শাহরুখ খানের গার্লস গ্যাংয়ের সদস্য।
No comments:
please do not enter any spam link in the comment box