Rahul Banerjee and Priyanka sarkar reunited together: ‘সহজ’ হল মিলন সেতু, ফের স্বামী-স্ত্রী হিসেবে থাকা শুরু করলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘চিরদিনই তুমি যে আমার’। প্রিয়াঙ্কা সরকারকে দেখে ফের একবার এই লাইন বলছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিনেমাতে তাঁদের চির বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বাস্তবে বিচ্ছেদ হয়েও আবার মিলন হল। রাহুল এবং প্রিয়াঙ্কার গল্প সিনেমার থেকে কম কিছু নয়। ‘চিরদিনই তুমি যে আমার’ হিট হওয়ার পর পর্দার কাপল বাস্তবে রূপ নিয়েছিল। বিয়ে করেন রাহুল-প্রিয়াঙ্কা। কিছুদিন পর তাঁদের সন্তান হয়। নাম রাখেন সহজ। এই সহজ বাবা-মায়ের ফের মিলন অনেকটা সহজ করে দিয়েছে। দুটি আলাদা হয়ে যাওয়া মনকে মেলাতে অনুঘটকের মতো কাজ করেছে সহজ। আর ছেলের মুখ চেয়েই নিজেদের ফের একবার সুযোগ দিতে চাইছেন রাহুল-প্রিয়াঙ্কা (Rahul Banerjee and Priyanka sarkar reunited together) ।
দুই তারকার ভক্তরা অবশ্য এমন খবরের আশায় ছিল। তাই তো সোশ্যাল সাইটে খবর শেয়ার করতেই শুভেচ্ছাবার্তা উপছে পড়েছে। ফেসবুকে রাহুল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজ প্রবল বৃষ্টি। তাই বোধহয় ধারায় ধারায় কাটাকাটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসাথে’। জানা গিয়েছে, খুব শীঘ্র আবার একসঙ্গে থাকা শুরু করবে রাহুল-প্রিয়াঙ্কা। ভক্তদের মধ্যে খুশির জোয়ার। আগামী পদক্ষেপ কী হতে চলেছে ? এব্যাপারে রাহুল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার আবাসনে একটি ফ্ল্যাট কিনতে চলেছি। কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল, এখন মিটে গিয়েছে। আমি মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কা তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গে থাকি’।
এরপর অভিনেতাকে প্রশ্ন করা হয়, তাঁরা কী এখনও স্বামী-স্ত্রী আছেন ? উত্তরে রাহুল জানান, ‘আমরা স্বামী-স্ত্রী ছিলাম। সেটাই আছি এখনও’। কিছু আইনি জটিলতা ছিল, সেটা এখন মিটে গিয়েছে। সব বাধা কাটিয়ে জীবনের দ্বিতীয় ইনিংশ শুরু করতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা। ঝামেলা শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। তখন তাঁরা দুজনেই আইনের দ্বারস্থ হয়েছিলেন। মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আইনি ঝামেলা চললেও স্ত্রী-পুত্রের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন রাহুল বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে মামলার শুনানি হয়। তারপর ডেট পিছিয়ে জুলাইয়ে আসে। এখন দুজনেই মামলা প্রত্যাহার করে নিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box