Tollywood actress choose Bangladeshi film: এখানে কাজ নেই ‘মহানায়িকা’ সায়ন্তিকার, অভিমানে ছুটলেন বাংলাদেশ

ক’টা বাংলা ছবি করেছেন, তার হিসেব না করতেই যাওয়া ভালো। তবে বিগত কিছু সময়ে রাজনীতিতে জড়িয়ে শিরোনামে থেকেছেন। আবার রাজ্য সরকারের বদান্যতায় পেয়েছেন ‘মহানায়িকা’ সম্মান। এখন তিনি শাসক দলের অন্যতম নেত্রী। কিন্তু হলে কী হবে ? বাংলায় কাজ পাচ্ছেন না। বেশ কয়েক বছর কোনও সিনেমায় মুখ দেখা যায়নি ‘মহানায়িকা’ সায়ন্তিকাকে। বিধানসভা ভোটেও জিততে পারেননি। চলবে কী করে ? তাই কাজ খুঁজতে বাংলাদেশ গেলেন অভিনেত্রী সায়ন্তিকা। অনেকেই বলছেন, কিছুটা অভিমানে বাংলাদেশ গিয়েছেন। শেষ ছবিতে অভিনয় করেছিলেন ২০১৯ সালে। ছবির নাম ‘শেষ থেকে শুরু’। তাও অতিথি শিল্পী। রাজনীতিতে ঢুকে স্টুডিও পাড়ায় আসা যাতায়াত কিছুটা কমে গিয়েছে। তাই হাতে কাজ নেই। শাসক দলের প্রভাবশালী নেত্রী হয়েও কাজ পাচ্ছেন না। তাই কী বাংলাদেশে সিনেমা করা বাছলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ?

কিছুদিন আগেই বাংলাদেশের নায়ক জায়েদ খানের সঙ্গে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে। দুজনে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাই দেখে সবাই দুয়ে দুয়ে চার করেছেন। সায়ন্তিকা আগেও নাকি জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে কাজ করবেন। যার নায়ক জায়েদ খান। এই অভিনেতাকে নিয়ে নানা ধরণের আলোচনা থাকে বাংলাদেশে। কখনও বিতর্ক, কখনও জল্পনা। কিছুদিন আগে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে জড়িয়ে রটেছিল ভয়ঙ্কর রটনা। যাই হোক, সে সব এখন মিটে গিয়েছে।

তৃণমূলের পরিচিত মুখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। হেরে যান সেকথা অন্য। তবে পার্টিতে গুরুত্ব বেড়েছে। পেয়েছেন ‘মহানায়িকা’ সম্মান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়। সায়ন্তিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। বাংলা সিনেমার প্রতি তাঁর কী এমন অবদান আছে ? তা নিয়েও প্রশ্ন ওঠে। এখন নাকি তাঁর কাজ নেই। তাই বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন। জানা গিয়েছে, ছবির নাম ‘ছায়াবাজ’। শ্যুটিং হবে কক্স বাজারে। যদিও ছবির পরিচালক তাজু কামরুল জানিয়েছেন, তিনি নুসরাত বা শ্রাবন্তীকে চেয়েছিলেন। কিন্তু তাঁদের নভেম্বর পর্যন্ত ডেট নেই। তাই অগত্যা সায়ন্তিকাকে নিয়ে কাজ করতে রাজি হয়েছেন তিনি। অবশ্য হিরো জায়েদ খান খুব উচ্ছ্বসিত। এই প্রথম কলকাতার কারও সঙ্গে কাজ করবেন তিনি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.