Mithun Chakraborty’s daughter: আমি আর আমার স্ত্রী মারা যাবো, মেয়ের কথা উঠতেই কেন ভরা মঞ্চে কেঁদে ফেললেন মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, সারা দেশের। দেশ ছাড়িয়ে বিদেশের ছড়িয়ে আছে তাঁর ফ্যান। ৭০ অতিক্রান্ত করে ফেলেছেন। এই বয়সে অনুরাগীর সংখ্যা বিন্দুমাত্র কমেনি, বরং দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখনও সমানভাবে অভিনয় করে চলেছেন তিনি। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ভীষণ সফল মিঠুন চক্রবর্তী। অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেছেন। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে ভরা সংসার তাঁর। অনেকেই জানেন, মিঠুন চক্রবর্তীর মেয়ে তাঁর নিজের নয়। দত্তক নিয়েছিলেন। কারণ তিন ছেলে হওয়ার পর একটি ছোট্ট পরীর অভাব খুব অনুভব করতেন। ভগবানের আশীর্বাদে সেই অভাবও পূরণ হয়ে গিয়েছে। একটি কন্যা সন্তান (daughter) দত্তক নিয়েছেন তিনি ও স্ত্রী যোগিতা বালি। শোনা যায়, মেয়েটিকে আস্তাকুঁড়ে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এখন সে সবার নয়নের মণি। নাম দিশানী চক্রবর্তী। রূপে-গুণে তিনি যেকোনো নায়িকাকে মাত দিতে পারেন।
সেই সময় আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তীর উদ্দেশে অভিনেত্রী শ্রাবন্তী প্রশ্ন করেন, তোমার সঙ্গে মেয়ের সম্পর্ক কেমন? এরপর মিঠুন চক্রবর্তীকে বলতে শোনা যায়, যেদিন এটা হবে আমি আর আমার স্ত্রী মারা যাব। কিন্তু কেন মিঠুন এই কথা বললেন তা প্রোমোতে স্পষ্ট নয়।
কেন কাঁদলেন মিঠুন ?
Dance Bangla dance -এর মঞ্চে মহাগুরুর আসনে আছেন মিঠুন চক্রবর্তী। সেখানে বনগাঁর মেয়ে দিশা ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর নাচ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন। মেয়ের কথা উঠতেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। অনুষ্ঠানটি পুরো সম্প্রচার হয়নি। শুধু প্রোমো দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কভি খুশি কভি গম-এর টাইটেল ট্রাকে কনকাঞ্জলির দৃশ্য ফুটিয়ে তোলেন দুই শিল্পী। যা দেখে আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী বলেন, মায়ের ঋণ কোনওদিন শোধ করা যায় না।সেই সময় আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তীর উদ্দেশে অভিনেত্রী শ্রাবন্তী প্রশ্ন করেন, তোমার সঙ্গে মেয়ের সম্পর্ক কেমন? এরপর মিঠুন চক্রবর্তীকে বলতে শোনা যায়, যেদিন এটা হবে আমি আর আমার স্ত্রী মারা যাব। কিন্তু কেন মিঠুন এই কথা বললেন তা প্রোমোতে স্পষ্ট নয়।
No comments:
please do not enter any spam link in the comment box