Shahrukh khan at Tirupati mandir: ছবি রিলিজের আগে তিরুপতি বালাজি মন্দিরে শাহরুখ খান, সাউথে ব্যবসা বাড়ানোর নয়া কৌশল ?
আর দু’দিনের অপেক্ষা। তারপর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। উত্তেজনার পারদ চড়ছে। ভোর ৫টার শোতেও হাউসফুল। এতটা পাগলামি হিন্দি সিনেমাকে নিয়ে সাধারণত হয় না। এটা সাউথের বিশেষ করে সুপারস্টার রজনীকান্তের সিনেমার ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, ‘পাঠান’ হাজার কোটির ব্যবসা করে প্রত্যাশার পারদ এই জায়গায় নিয়ে গিয়েছে। এখন ‘জাওয়ান’ তা পূরণ করতে পারে কিনা, সেটাই দেখার। শাহরুখ (Shahrukh khan) নিজেও যে টেনশনে আছেন, তা বোঝা যাচ্ছে। তাই সিনেমা রিলিজের আগে মন্দিরে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে। দু’দিন আগেই মুখ ঢেকে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের বৈষ্ণ দেবী মন্দিরে। এবার গেলেন তিরুপতি বালাজি (Tirupati mandir) মন্দিরে। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা ও ছবির নায়িকা নয়নতারা। মঙ্গলবার সকালে ভক্তি ভরে পুজো দিয়েছেন তিনি। পড়নে ছিল দক্ষিণী স্টাইলে কুর্তা ও সোনালী রংয়ের উত্তরীয়। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন চুমু । জানিয়েছেন প্রীতি নমস্কার।
#WATCH | Andhra Pradesh: Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkateshwara Swamy in Tirupati pic.twitter.com/KuN34HPfiv
— ANI (@ANI) September 5, 2023
No comments:
please do not enter any spam link in the comment box