Shahrukh khan at Tirupati mandir: ছবি রিলিজের আগে তিরুপতি বালাজি মন্দিরে শাহরুখ খান, সাউথে ব্যবসা বাড়ানোর নয়া কৌশল ?

Shahrukh khan at Tirupati mandir: ছবি রিলিজের আগে তিরুপতি বালাজি মন্দিরে শাহরুখ খান, সাউথে ব্যবসা বাড়ানোর নয়া কৌশল ?
আর দু’দিনের অপেক্ষা। তারপর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। উত্তেজনার পারদ চড়ছে। ভোর ৫টার শোতেও হাউসফুল। এতটা পাগলামি হিন্দি সিনেমাকে নিয়ে সাধারণত হয় না। এটা সাউথের বিশেষ করে সুপারস্টার রজনীকান্তের সিনেমার ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, ‘পাঠান’ হাজার কোটির ব্যবসা করে প্রত্যাশার পারদ এই জায়গায় নিয়ে গিয়েছে। এখন ‘জাওয়ান’ তা পূরণ করতে পারে কিনা, সেটাই দেখার। শাহরুখ (Shahrukh khan) নিজেও যে টেনশনে আছেন, তা বোঝা যাচ্ছে। তাই সিনেমা রিলিজের আগে মন্দিরে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে। দু’দিন আগেই মুখ ঢেকে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের বৈষ্ণ দেবী মন্দিরে। এবার গেলেন তিরুপতি বালাজি (Tirupati mandir) মন্দিরে। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা ও ছবির নায়িকা নয়নতারা। মঙ্গলবার সকালে ভক্তি ভরে পুজো দিয়েছেন তিনি। পড়নে ছিল দক্ষিণী স্টাইলে কুর্তা ও সোনালী রংয়ের উত্তরীয়। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন চুমু । জানিয়েছেন প্রীতি নমস্কার।

কেন মন্দিরে শাহরুখ ?

‘জাওয়ান’ হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় রিলিজ হবে। ইতিমধ্যেই ৫ লক্ষ ৭৭ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে শুধু ৫ লক্ষ ২৯ হাজার হিন্দি বেল্টে। বাকি তামিল, তেলেগু। তুলনামূলকভাবে বলিউডের সিনেমা হিন্দি বলয় ছাড়া বাকি সাউথে খুব ভালো ব্যবসা করতে পারে না। ১১ আগস্ট রিলিজ হয়েছে রজনীকান্তের ‘জেলার’। একমাস পরেও সিনেমাটি নিয়ে উত্তেজনা কিছুমাত্র কমেনি। বিরাট ব্যবসা করছে ‘জেলার’। রজনীকান্তের প্রভাবে দক্ষিণে জায়গা ধরা একটু কঠিন। এই পরিস্থিতিতে বালাজি মন্দিরে গিয়ে কিছুটা সাউথ আবেগ ছুঁয়ে দিলেন শাহরুখ। এতে ব্যবসা কতটা বাড়ে সেটাই দেখার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.