Dance Bangla dance: মিঠুন চক্রবর্তীর কাছের মানুষ, ডান্স বাংলা ডান্স-এর হাম্পটির আসল পরিচয় জানেন ?

Dance Bangla dance: মিঠুন চক্রবর্তীর কাছের মানুষ, ডান্স বাংলা ডান্স-এর হাম্পটির আসল পরিচয় জানেন ?

Zee bangla চ্যানেলের সাম্প্রতিককালের অন্যতম হিট শো ডান্স বাংলা ডান্স। TRP তালিকায় সবসময় উপরের দিকে থাকে এই রিয়ালিটি শো। প্রায় প্রত্যেক সিজনে শোটি জমিয়ে রাখে খুদে শিল্পীরা। কখনও প্রতিযোগী হিসেবে, তো কখনও সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করে তারা। সঙ্গে থাকেন মিঠুন চক্রবর্তী। এবার যেমন মহাগুরু মিঠুনের পাশে প্রায় বসে থাকতে দেখা যায় গোলুমোলু হাম্পটিকে। যার মজার কাণ্ডকারখানা দর্শকদের মাতিয়ে রাখেন। ছোট্ট, মিষ্টি এই খুদেকে দর্শক খুব পচ্ছন্দ করে। তাই তো প্রথম থেকেই সে শোর নয়নের মণি। বিশেষ করে মিঠুন চক্রবর্তী তো তাকে আগলে রাখার চেষ্টা করেন। তার আধো আধো কথা, মিঠুন, অঙ্কুশ ও অন্য নায়িকাদের সঙ্গে খুনসুটি টিআরপি বাড়াতে সাহায্য করে। তবে জানেন কী কে এই হাম্পটি ?

Dance Bangla dance: মিঠুন চক্রবর্তীর কাছের মানুষ, ডান্স বাংলা ডান্স-এর হাম্পটির আসল পরিচয় জানেন ?

ডান্স বাংলা ডান্সকে শুধুমাত্র একটি নাচের প্রতিযোগিতার শো বললে ভুল হবে। এর মধ্যে বিনোদন ঠাসা থাকে। আর দর্শকদের বিনোদন জোগাতে বড় ভূমিকা পালন করে তিন বছরের আদর্শ দাস। হ্যাঁ, ছোট্ট হাম্পটির নাম আদর্শ দাস। শোতে তার উপস্থিতি দর্শকদের চোখ সরাতে দেয় না। আদর্শদের আসল বাড়ি কলকাতায়। ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শো তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। মাত্র তিন বছর বয়সে অন্য তারকাদের থেকে আদর্শের জনপ্রিয়তা কিছু কম নয়। এই বয়সেই গড়ে উঠেছে তার ফ্যানবেস। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চা চলছে।
Dance Bangla dance: মিঠুন চক্রবর্তীর কাছের মানুষ, ডান্স বাংলা ডান্স-এর হাম্পটির আসল পরিচয় জানেন ?

জি বাংলার একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। কয়েক দিন আগে সোনার সংসার অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয় সে। মাত্র তিন বছর বয়সে তার নাচ দেখে দর্শক হেসে গড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখেন, আসলে মোটা বলে আদর্শকে শোতে হাসির খোরাক হিসেবে ব্যবহার করে জি বাংলা। মোটাসোটা আদর্শকে নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে। যা হয়ত টিআরপি বাড়াতে সাহায্য করে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.