বক্স অফিসে ‘গদর-২’ (Gadar-2) মুভির পাশাপাশি আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল-২’(Dream girl 2) এখন রীতিমতো সুপারহিট। সানি দেওলকে রীতিমতো টেক্কা দিচ্ছেন আয়ুষ্মান খুরানা। শাড়ি পরে নারী সেজে রীতিমতো কাঁপাচ্ছেন তিনি। তবে হিন্দি সিনেমার ইতিহাস বলছে, যখন কোনও অভিনেতা পর্দায় মেয়ে সেজেছেন, সেই ছবি সুপারহিট হয়েছে। আয়ুষ্মান খুরানার পাশাপাশি এই পাঁচ সুপারস্টার চরিত্রের জন্য শাড়ি পরে নারী হয়ে ছিলেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
কমল হাসান (Kamal Hasan): ১৯৯৭ সালে রিলিজ হয়েছিল কমল হাসানের ‘চাচি ৪২০’। এটি ১৯৯৩ সালের হলিউড ফিল্ম ‘মিসেস ডাউটফায়ার’ থেকে অনুপ্রাণিত। এই সিনেমায় মহিলা সেজে রীতিমতো তাক লাগিয়েছিলেন কমল হাসান। এছাড়া অভিনয় করেন অমরেশ পুরী, টাবু, ওম পুরী, পরেশ রাওয়াল, আয়েশা জুলেকা। সাড়ে চার কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিসে ২০ কোটির ব্যবসা করে ছিল।
গোবিন্দা (Govinda): ১৯৯৮ সালের ১লা মে রিলিজ হয় গোবিন্দার সিনেমা ‘আন্টি নম্বর ওয়ান’। মেয়ের পোশাকে গোবিন্দার মেক আপ সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গোবিন্দার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেন রবিনা ট্যান্ডন, কাদের খান। চার কোটি টাকার বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে ১১ কোটি টাকা তুলেছিল।
সালমান খান (Salman khan): ২০০৯ সালে রিলিজ হয় সালমান খানের ‘জানেমান’। এই সিনেমায় একটি দৃশ্যের জন্য মেয়ে সেজে সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেতা সালমান খান। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। সালমান ছাড়া এই সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, অনুপম খের।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): ১৯৮১ সালে রিলিজ হয় অমিতাভ বচ্চনের ‘লাওয়ারিশ’। সিনেমাটি বিগ বি’র কেরিয়ারে অন্যতম সেরা হিট ছিল। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে। এই সিনেমায় একটি গানে মেয়ে সেজে নাচেন অমিতাভ। গানটি আজও হিট। অমিতাভ ছাড়া অভিনয় করেছিলেন আমজাদ খান, রাখি গুলজার।
আয়ুষ্মান খুরানা ( Ayushmann Khurana): একবার নয়, বড় পর্দায় দুবার মেয়ে সেজে চমকে দিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০১৯-এ রিলিজ হয় ‘ড্রিম গার্ল’। ৩০ কোটি টাকা বাজেটের এই সিনেমা ১৬৫ কোটি কামিয়েছিল। ফের একবার পর্দায় পূজা বেবি সেজে তাক লাগালেন তিনি। তাঁর ড্রিম গার্ল -২ এখন চুটিয়ে ব্যবসা করছে।
কমল হাসান (Kamal Hasan): ১৯৯৭ সালে রিলিজ হয়েছিল কমল হাসানের ‘চাচি ৪২০’। এটি ১৯৯৩ সালের হলিউড ফিল্ম ‘মিসেস ডাউটফায়ার’ থেকে অনুপ্রাণিত। এই সিনেমায় মহিলা সেজে রীতিমতো তাক লাগিয়েছিলেন কমল হাসান। এছাড়া অভিনয় করেন অমরেশ পুরী, টাবু, ওম পুরী, পরেশ রাওয়াল, আয়েশা জুলেকা। সাড়ে চার কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিসে ২০ কোটির ব্যবসা করে ছিল।
গোবিন্দা (Govinda): ১৯৯৮ সালের ১লা মে রিলিজ হয় গোবিন্দার সিনেমা ‘আন্টি নম্বর ওয়ান’। মেয়ের পোশাকে গোবিন্দার মেক আপ সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গোবিন্দার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেন রবিনা ট্যান্ডন, কাদের খান। চার কোটি টাকার বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে ১১ কোটি টাকা তুলেছিল।
সালমান খান (Salman khan): ২০০৯ সালে রিলিজ হয় সালমান খানের ‘জানেমান’। এই সিনেমায় একটি দৃশ্যের জন্য মেয়ে সেজে সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেতা সালমান খান। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। সালমান ছাড়া এই সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, অনুপম খের।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): ১৯৮১ সালে রিলিজ হয় অমিতাভ বচ্চনের ‘লাওয়ারিশ’। সিনেমাটি বিগ বি’র কেরিয়ারে অন্যতম সেরা হিট ছিল। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে। এই সিনেমায় একটি গানে মেয়ে সেজে নাচেন অমিতাভ। গানটি আজও হিট। অমিতাভ ছাড়া অভিনয় করেছিলেন আমজাদ খান, রাখি গুলজার।
আয়ুষ্মান খুরানা ( Ayushmann Khurana): একবার নয়, বড় পর্দায় দুবার মেয়ে সেজে চমকে দিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০১৯-এ রিলিজ হয় ‘ড্রিম গার্ল’। ৩০ কোটি টাকা বাজেটের এই সিনেমা ১৬৫ কোটি কামিয়েছিল। ফের একবার পর্দায় পূজা বেবি সেজে তাক লাগালেন তিনি। তাঁর ড্রিম গার্ল -২ এখন চুটিয়ে ব্যবসা করছে।
No comments:
please do not enter any spam link in the comment box