Madhuri dixit unknown story: ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী দীক্ষিত
আশির দশক থেকে হিন্দি সিনেমায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। বিনোদ খান্না, ঋষি কাপুর থেকে শাহরুখ খান-সকলের সঙ্গে কাজ করলেও কোনও দিন অমিতাভ বচ্চনের সঙ্গে নায়িকা হননি মাধুরী দীক্ষিত। শুধুমাত্র ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’ ছবিতে একটি গানে অমিতাভ বচ্চনের সঙ্গে নেচে ছিলেন মাধুরী। ব্যস, এই টুকুই। এর বাইরে কোনওদিন অমিতাভ বচ্চনের নায়িকা হননি তিনি। তবে এই তথ্য ঠিক নয়। টিনু আনন্দের একটি ছবিতে বিগ বির নায়িকা হওয়ার কথা হয়েছিল। শ্যুটিংও শুরু হয়। কিন্তু একটি কারণে সেই সিনেমা ছেড়ে বেরিয়ে যান মাধুরী দীক্ষিত। আজকের প্রতিবেদনে চলুন জেনে নিই সেদিন কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে।
বলিউডের একসময়ের নামজাদা অভিনেতা-পরিচালক ছিলেন টিনু আনন্দ। অমিতাভ বচ্চনকে নিয়ে অনেক সিনেমা তৈরি করেছেন তিনি। তেমনি একটি ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে সাইন করিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। এই ঘটনা মাধুরীর অভিনয় কেরিয়ারের প্রথম দিকের। শ্যুটিং শুরুর দিনই ঘটে গিয়েছিল বিপত্তি। পরিচালক টিনু আনন্দ চেয়েছিলেন, একটি দৃশ্যে শুধু ব্রা পরে অভিনয় করুন মাধুরী। কিন্তু অভিনেত্রী কিছুতেই রাজি হননি। এই নিয়ে দুজনের ঝগড়া হয়। যদিও পরিচালকের দাবি ছিল, সাইন করার সময় মাধুরীকে এই শর্ত জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও তিনি শেষ মুহূর্তে বেঁকে বসেন।
ছবির নাম ছিল ‘শানাখত’। যদিও এই ছবি দিনের আলো দেখেনি। শ্যুটিং ফ্লোরে যাওয়ার কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ হয়ে যায়। এতদিন পরে মাধুরীর সঙ্গে পোষাক নিয়ে ঝামেলার কথা ফাঁস করলেন পরিচালক টিনু আনন্দ। তিনি চেয়েছিলেন, অন্তর্বাস পরে শর্ট দিন মাধুরী দীক্ষিত। কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। শেষে সিনেমা ছেড়ে বেরিয়ে যান। তবুও নিজের আদর্শ বিসর্জন দেননি। দৃশ্যটি ছিল ভিলেনরা অমিতাভকে বেঁধে রেখে মারধর করছে। তখন মাধুরী তাঁকে বাঁচাতে নিজের পোষাক খুলে ফেলেন। টিনুর দাবি ছিল, চুক্তিপত্রে সই করানোর সময় দৃশ্যটির কথা মাধুরীকে বোঝানো হয়েছিল। তিনি তখন রাজি হন। কিন্তু ঠিক শ্যুটিং শুরুর আগে বেঁকে বসেন। সেট সাজিয়ে মাধুরীর জন্য সবাই ৪৫ মিনিট অপেক্ষা করেন। কিন্তু শেষে তিনি জানিয়েদেন, কিছুতেই ওই পোষাক পরে শর্ট দিতে পারবেন না। অমিতাভও টিনু আনন্দকে বলেন, ও যখন চাইছে না, তখন কেন জোর করছ। কিন্তু কারও কথা শোনেননি পরিচালক। শেষে শ্যুটিং স্পট ছেড়ে বেড়িয়ে যান মাধুরী দীক্ষিত। তবে এই সিনেমার শ্যুটিং বেশিদিন চলেনি। এই অভিজ্ঞতার পর টিনু আনন্দ ও মাধুরী দীক্ষিত কেউ কারও সঙ্গে কাজ করেননি।
বলিউডের একসময়ের নামজাদা অভিনেতা-পরিচালক ছিলেন টিনু আনন্দ। অমিতাভ বচ্চনকে নিয়ে অনেক সিনেমা তৈরি করেছেন তিনি। তেমনি একটি ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে সাইন করিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। এই ঘটনা মাধুরীর অভিনয় কেরিয়ারের প্রথম দিকের। শ্যুটিং শুরুর দিনই ঘটে গিয়েছিল বিপত্তি। পরিচালক টিনু আনন্দ চেয়েছিলেন, একটি দৃশ্যে শুধু ব্রা পরে অভিনয় করুন মাধুরী। কিন্তু অভিনেত্রী কিছুতেই রাজি হননি। এই নিয়ে দুজনের ঝগড়া হয়। যদিও পরিচালকের দাবি ছিল, সাইন করার সময় মাধুরীকে এই শর্ত জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও তিনি শেষ মুহূর্তে বেঁকে বসেন।
ছবির নাম ছিল ‘শানাখত’। যদিও এই ছবি দিনের আলো দেখেনি। শ্যুটিং ফ্লোরে যাওয়ার কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ হয়ে যায়। এতদিন পরে মাধুরীর সঙ্গে পোষাক নিয়ে ঝামেলার কথা ফাঁস করলেন পরিচালক টিনু আনন্দ। তিনি চেয়েছিলেন, অন্তর্বাস পরে শর্ট দিন মাধুরী দীক্ষিত। কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। শেষে সিনেমা ছেড়ে বেরিয়ে যান। তবুও নিজের আদর্শ বিসর্জন দেননি। দৃশ্যটি ছিল ভিলেনরা অমিতাভকে বেঁধে রেখে মারধর করছে। তখন মাধুরী তাঁকে বাঁচাতে নিজের পোষাক খুলে ফেলেন। টিনুর দাবি ছিল, চুক্তিপত্রে সই করানোর সময় দৃশ্যটির কথা মাধুরীকে বোঝানো হয়েছিল। তিনি তখন রাজি হন। কিন্তু ঠিক শ্যুটিং শুরুর আগে বেঁকে বসেন। সেট সাজিয়ে মাধুরীর জন্য সবাই ৪৫ মিনিট অপেক্ষা করেন। কিন্তু শেষে তিনি জানিয়েদেন, কিছুতেই ওই পোষাক পরে শর্ট দিতে পারবেন না। অমিতাভও টিনু আনন্দকে বলেন, ও যখন চাইছে না, তখন কেন জোর করছ। কিন্তু কারও কথা শোনেননি পরিচালক। শেষে শ্যুটিং স্পট ছেড়ে বেড়িয়ে যান মাধুরী দীক্ষিত। তবে এই সিনেমার শ্যুটিং বেশিদিন চলেনি। এই অভিজ্ঞতার পর টিনু আনন্দ ও মাধুরী দীক্ষিত কেউ কারও সঙ্গে কাজ করেননি।
No comments:
please do not enter any spam link in the comment box