Jawan movie Shahrukh khan remuneration: ‘জওয়ান’ ছবির তারকারা কে কত টাকা পেলেন ? শাহরুখের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন
বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh khan) প্রতিক্ষিত ছবি ‘জওয়ান’ (Jawan)। ভারতের নানা শহরে রাত ২টোর শো হাউসফুল ছিল। আবার অনেক জায়গায় ভোরবেলা সিনেমা দেখতে হলের বাইরে ভিড় জমিয়েছেন দর্শকরা। এতটাই উন্মাদনা তৈরি করতে পেরেছে ‘জওয়ান’। অনেক সিনেমা প্রেমীর বক্তব্য, শাহরুখের ‘পাঠান’কে ছাপিয়ে যাবে ‘জওয়ান’। সিনেমাটি নিয়ে উন্মাদনার যেমন অন্ত নেই, তেমনি জওয়ান-এর প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী কত টাকা পারিশ্রমিক (remuneration) পেলেন তা নিয়েও চর্চার শেষ। চলুন জেনে নেওয়া যাক কত করে পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ, দীপিকা থেকে অন্য অভিনেতা-অভিনেত্রীরা ?
শাহরুখ খান (Shahrukh khan): আগের সিনেমা ‘পাঠান’ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর থেকেই কিংখান তাঁর সিনেমা প্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন কোনও বড় তারকা সিনেমায় অভিনয় করে টাকা নেন না। তাঁরা নিয়ে থাকেন লাভের অংশ। জানা গিয়েছে, ‘জওয়ান’ সিনেমার যা লাভ হবে তার ৪০ শতাংশ কিংখানকে দিতে হবে প্রযোজককে। তেমনি শর্তে কাজ করেছেন শাহরুখ খান।
দীপিকা পাড়ুকোন ( Dipika Padukone): ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ফাটিয়ে অভিনয় করেছিলেন দীপিকা। সেই জুটিকে ‘জওয়ান’ ছবিতেও দেখা গিয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে লাল শাড়ি পড়ে শাহরুখের সঙ্গে অ্যাকশন করছেন তিনি। তবে দীপিকা এখানে নায়িকা নয়। এই সিনেমায় তিনি কেমিও চরিত্র করছেন মানে অতিথি শিল্পী। আর অতিথি হিসেবে আসার জন্য দীপিকা ১৫ কোটি টাকা নিয়েছেন বলে খবর।
বিজয় সেতুপতি ( Vijay Sethupathi): দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এটাই তাঁর প্রথম হিন্দি সিনেমা। অবশ্য হিন্দিতে কাজ প্রথম নয়। শাহিদ কাপুরের সঙ্গে ‘ফরজি’ সিরিজে দেখা গিয়েছে তাঁকে। জওয়ান-এ ভিলেন বিজয়। জানা গিয়েছে, শাহরুখের সঙ্গে কাজ করার জন্য ২১ কোটি টাকা নিয়েছেন বিজয় সেতুপতি।
নয়নতারা (Nayantara): জওয়ান ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হচ্ছে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার। এই সিনেমায় একজন মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। যদিও শাহরুখের তুলনায় নয়নতারার পারিশ্রমিক অনেক কম। তিনি ১১ কোটি টাকা পেয়েছেন।
প্রিয়মণি ( Priyamani): the family man খ্যাত দক্ষিণের সুপারস্টার প্রিয়মণিকে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। এর আগে শাহরুখের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির একটি গানে নেচে ছিলেন তিনি। জওয়ান-এ কাজ করার জন্য এক কোটি টাকা দেওয়া হয়েছে।
শাহরুখ খান (Shahrukh khan): আগের সিনেমা ‘পাঠান’ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর থেকেই কিংখান তাঁর সিনেমা প্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন কোনও বড় তারকা সিনেমায় অভিনয় করে টাকা নেন না। তাঁরা নিয়ে থাকেন লাভের অংশ। জানা গিয়েছে, ‘জওয়ান’ সিনেমার যা লাভ হবে তার ৪০ শতাংশ কিংখানকে দিতে হবে প্রযোজককে। তেমনি শর্তে কাজ করেছেন শাহরুখ খান।
দীপিকা পাড়ুকোন ( Dipika Padukone): ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ফাটিয়ে অভিনয় করেছিলেন দীপিকা। সেই জুটিকে ‘জওয়ান’ ছবিতেও দেখা গিয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে লাল শাড়ি পড়ে শাহরুখের সঙ্গে অ্যাকশন করছেন তিনি। তবে দীপিকা এখানে নায়িকা নয়। এই সিনেমায় তিনি কেমিও চরিত্র করছেন মানে অতিথি শিল্পী। আর অতিথি হিসেবে আসার জন্য দীপিকা ১৫ কোটি টাকা নিয়েছেন বলে খবর।
বিজয় সেতুপতি ( Vijay Sethupathi): দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এটাই তাঁর প্রথম হিন্দি সিনেমা। অবশ্য হিন্দিতে কাজ প্রথম নয়। শাহিদ কাপুরের সঙ্গে ‘ফরজি’ সিরিজে দেখা গিয়েছে তাঁকে। জওয়ান-এ ভিলেন বিজয়। জানা গিয়েছে, শাহরুখের সঙ্গে কাজ করার জন্য ২১ কোটি টাকা নিয়েছেন বিজয় সেতুপতি।
নয়নতারা (Nayantara): জওয়ান ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হচ্ছে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার। এই সিনেমায় একজন মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। যদিও শাহরুখের তুলনায় নয়নতারার পারিশ্রমিক অনেক কম। তিনি ১১ কোটি টাকা পেয়েছেন।
প্রিয়মণি ( Priyamani): the family man খ্যাত দক্ষিণের সুপারস্টার প্রিয়মণিকে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। এর আগে শাহরুখের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির একটি গানে নেচে ছিলেন তিনি। জওয়ান-এ কাজ করার জন্য এক কোটি টাকা দেওয়া হয়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box