Bollywood gossip: বিশ্বাস ঘাতকতা করেছিলেন বচ্চনরা, তাই অমিতাভ, ঐশ্বর্যদের সহ্য করতে পারেন না সানি দেওল

Bollywood gossip: বিশ্বাস ঘাতকতা করেছিলেন বচ্চনরা, তাই অমিতাভ, ঐশ্বর্যদের সহ্য করতে পারেন না সানি দেওল
বলিউডে (Bollywood) কেউ বন্ধু হয় না। এই কথাটি প্রতিটি তারকা খুব ভালো করেই জানেন। বিভিন্ন কারণে তারকাদের মধ্যে ঝুট ঝামেলা লেগেই থাকে। বিশেষ করে ধরমপুত্র সানি দেওলের (sunny deol) সঙ্গে অনেক অভিনেতার সম্পর্ক ভালো নয়। ১৯৯৩ সাল থেকে শাহরুখ খানের সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন তিনি। সেই ঝামেলা মিটল ৩০ বছর পর ২০২৩ সালে। তবে বচ্চন পরিবারের প্রতি তাঁর বিদ্বেষের শেষ নেই। বহু দিন ধরে এই পরিবারকে এড়িয়ে চলেন সানি দেওল। অমিতাভ বা অভিষেক বচ্চন (Amitabh Bachchan and Abhishek Bachchan) কারও সঙ্গে কথা বলেন না তিনি।
Bollywood gossip: বিশ্বাস ঘাতকতা করেছিলেন বচ্চনরা, তাই অমিতাভ, ঐশ্বর্যদের সহ্য করতে পারেন না সানি দেওল

কেন ঝামেলা ?

জানা যায়, অমিতাভ, অবিষেক বা ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) বিন্দুমাত্র সহ্য করতে পারেন না সানি। এর পিছনে আছে একটি গল্প। কারণ জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ২৬ বছর। ১৯৯৭ সালে বর্ডার (Border) রিলিজ করার পর সানি দেওলের অভিনয়ে মুগ্ধ ছিলেন পরিচালক জে পি দত্ত। তিনি তাঁর পরের ছবি ‘রিফিউজি’-এর জন্য নিতে চেয়েছিলেন সানিকে। কথা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল। শ্যুটিং শুরুর আগে তা ভেস্তে যায়। অমিতাভ বচ্চন তখন ছেলেকে সিনেমাতে নামানোর তোড়জোড় করছিলেন। চাইছিলেন, বড় কোনও সিনেমা দিয়ে সিনেমাতে অভিষেক হোক অভিষেক বচ্চনের।
Bollywood gossip: বিশ্বাস ঘাতকতা করেছিলেন বচ্চনরা, তাই অমিতাভ, ঐশ্বর্যদের সহ্য করতে পারেন না সানি দেওল

অমিতাভ বচ্চন জেপি দত্তের শরণাপন্ন হন। ছেলেকে নিতেই হবে, একপ্রকার আবদার করে বসেন। তিনি মনে প্রাণে চাইছিলেন অভিষেক রিফিউজিতে অভিনয় করুন। নানাভাবে অভিষেকের নাম সুপারিশ করতে থাকেন। শেষে একপ্রকার জোর করেই সানিকে বাদ দিয়ে অভিষেককে প্রধান চরিত্রে নিতে বাধ্য করেন। এই খবর সানি দেওলের কানে পৌঁছায়। তিনি বিষয়টি একদম হজম করতে পারেননি। প্রচণ্ড রেগে যান। সেই থেকে বচ্চন পরিবারের সঙ্গে শত্রুতার সূত্রপাত।
Bollywood gossip: বিশ্বাস ঘাতকতা করেছিলেন বচ্চনরা, তাই অমিতাভ, ঐশ্বর্যদের সহ্য করতে পারেন না সানি দেওল

ছবি কেড়ে নেওয়ার রাগ সামলে ওঠার আগেই ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সানি। ‘ইন্ডিয়ান’ নামে একটি ছবিতে একসঙ্গে দুজনের কাজ করার কথা ছিল। ঐশ্বর্যকে নিয়ে একটি গানের দৃশ্যের শ্যুটিং হয়। কিন্তু কোনও কিছু না জানিয়ে হঠাৎ করে সিনেমা থেকে বেরিয়ে যান ঐশ্বর্য। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন সানি দেওল। একটি সাক্ষাৎকারে ঐশ্বর্যের নাম নিয়ে তিনি বলেছিলেন, আমার জায়গায় শাহরুখ, সালমান থাকলে তিনি ঠিক কাজ করতেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.