Karan johar Shahrukh khan best friendship: শাহরুখ আমার জীবনে প্রথম পুরুষ বন্ধু, কেন এমন বললেন করণ জোহর

Karan johar Shahrukh khan best friendship: শাহরুখ আমার জীবনে প্রথম পুরুষ বন্ধু, কেন এমন বললেন করণ জোহর
করণ জোহর বলিউডের প্রথম সারির প্রযোজক ও পরিচালক। বড় পর্দায় তাঁর সৃজনশীলতার পরিচয় বারবার পাওয়া গিয়েছে। পরিচালক হিসেবে বলিউডে ২৫ বছর কাটিয়ে দিলেন তিনি। একের পর এক হিট সিনেমা বানিয়েছেন তিনি। করণ জোহরের হাত ধরে অনেক শিল্পীর উত্থান হয়েছে। ইন্ডাস্ট্রিকে অনেক তারকা দিয়েছেন তিনি। করণের হাত ধরে যেমন অনেকের ভাগ্য পেল্টেছে, ঠিক তিমনি এক বড় তারকার হাত ধরে উত্থান হয়েছিল করণ জোহরের। তিনি শাহরুখ খান। কিং খান আর করণের বন্ধুত্ব (best friendship) সর্বজন বিদিত। কিন্তু কীভাবে তৈরি হল এই বন্ধুত্ব ? করণের ‘কুছ কুছ হোতা হ্যায়’ হিল বিরাট হিট ছবি। এই সিনেমা শাহরুখের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শাহরুখের কেরিয়ারে যেমন করণের অব্দান আছে, তেমনি করণের জীবনেও শাহরুখের অবদান কম নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথা স্বীকার করেছেন করণ জোহর। তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন শাহরুখ খান?
Karan johar Shahrukh khan best friendship: শাহরুখ আমার জীবনে প্রথম পুরুষ বন্ধু, কেন এমন বললেন করণ জোহর

এখন করণ জোহর বড় পরিচালক। কিন্তু একসময় তেমনটা ছিল না। তাঁর মেয়েলি স্বভাবের জন্য ইন্ডাস্ট্রিতে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। খুব ছোটবেলা থেকেই সরাসরি অপমান সহ্য করতে হত। সমাজের নিম্ন মানসিকতার শিকার হয়েছেন তিনি। লোকের কটাক্ষের হাত থেকে বাঁচতে দশম শ্রেণীতে একটি মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়েছিল তাঁকে। করণ জানিয়েছেন, এখন আপনারা যাকে অবমাননাকরভাবে গে, হোমো ইত্যাদি বলেন তখন তাকে বলা হত প্যানসি। ইন্ডাস্ট্রিতে কেউ গুরুত্ব দিত না। প্রথম ছবি করতে চেয়ে অনেক বড় সুপারস্টারের কাছে গিয়েছিলেন। কিন্তু কেউ পাত্তা দেয়নি। শাহরুখের কাছে তিনি কৃতজ্ঞ যে তখন তাঁর উপর ভরসা রাখতে পেরেছিলেন বলে।
Karan johar Shahrukh khan best friendship: শাহরুখ আমার জীবনে প্রথম পুরুষ বন্ধু, কেন এমন বললেন করণ জোহর

শাহরুখ খান হলেন প্রথম বন্ধু যিনি কোনওদিন তাঁকে নিচু করেননি। বন্ধু হিসেবে পাশে থেকেছেন। ভালো পরামর্শ দিয়েছেন। কাজে উৎসাহ জুগিয়েছেন। সমাজ যাঁকে প্যানসি বলে অন্ধকার খাদের মধ্যে ফেলে দিতে চেয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। খুব ছোট থেকেই অপমান সহ্য করতে হত। যার হাত থেকে বাঁচার জন্য শালকা নামের একটি মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়েছিল। তাও কটাক্ষের হাত থেকে রক্ষা পাননি। সদ্য মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। করোনা ও লক ডাউনের পর ‘ব্রহ্মাস্ত্র’ আর রকি রানি দিয়ে কামব্যাক করেছেন তিনি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.