Jawan movie review Shahrukh khan: শুধু শাহরুখ ম্যাজিক নয়, Jawan সুপারহিট হওয়ার পিছনে আছে এই পাঁচটি কারণ

Jawan movie review Shahrukh khan: শুধু শাহরুখ ম্যাজিক নয়, Jawan সুপারহিট হওয়ার পিছনে আছে এই পাঁচটি কারণ
‘পাঠান’ ছবি দিয়েই হাজার কোটির গণ্ডি টপকে ছিলেন শাহরুখ খান (Shahrukh khan)। তৈরি হয়েছিল নতুন ইতিহাস। সাত মাসের মাথায় রিলিজ হয়েছে জওয়ান (jawan)। অনেকেই অনুমাণ করছেন, খুব দ্রুত ‘পাঠান’ সিনেমার রেকর্ড ভেঙে ফেলবে ‘জওয়ান’। কারণ প্রথম দিনেই সিনেমাটি রোজগার করেছে ৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপি সংখ্যাটা ১৫০ কোটির বেশি। আগামী কিছুদিনের মধ্যেই আরও বড় ধামাকা হতে চলেছে, তা সহজেই বলা যায়। কারণ ‘জওয়ান’ হলে দর্শক টানতে পারছে ভালোই। কেন ‘জওয়ান’ প্রথম থেকেই ব্লকবাস্টার ওপেনিং পেয়েছে (why jawan is a blockbuster movie) ? কারণ কী শুধুই শাহরুখ খান ? নাকি আছে আরও অনেক কারণ ?
Jawan movie review Shahrukh khan: শুধু শাহরুখ ম্যাজিক নয়, Jawan সুপারহিট হওয়ার পিছনে আছে এই পাঁচটি কারণ

Jawan movie review

ছবির কাস্টিং (Jawan cast and crew): একটি সিনেমা হিট হওয়ার জন্য তারকাদের ভূমিকা অনেক বেশি। কেমন কাস্টিং তা ভীষণ গুরুত্বপূর্ণ। জওয়ান-এ শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত বড় ভূমিকা পালন করেছেন। দক্ষিণের দর্শক টানতে সাউথের অনেক তারকাকে ব্যবহার করা হয়েছে। যেমন বিজয় সেতুপতি, নয়নতারা এবং প্রিয়ামনি।

ছবির গল্প ( Jawan movie story): জওয়ান সিনেমার গল্প সবথেকে বেশি উল্লেখযোগ্য। টানটান গল্প আর চিত্রনাট্যের বুনট সিনেমাটিকে টেনে নিয়ে গিয়েছে। ২ ঘণ্টা ৪৬ মিনিটের সিনেমা হলেও দেখতে এক ফোঁটা বিরক্তি লাগেনি দর্শকের। একের পর এক গল্প, একাধিক ট্যুইস্ট সিনেমাটি থেকে চোখ সরাতে দেয় না।
Jawan movie review Shahrukh khan: শুধু শাহরুখ ম্যাজিক নয়, Jawan সুপারহিট হওয়ার পিছনে আছে এই পাঁচটি কারণ

শাহরুখ খানের লুক ( Shah rukh khan looks in jawan): এই সিনেমায় নায়ক শাহরুখ খানকে ১১টি অবতারে দেখা গিয়েছে। একসঙ্গে এতগুলি রূপে শাহরুখ খানকে আগে কোনও সিনেমাতে দেখেনি দর্শক। ছবিতে শাহরুখের ডবল রোল তো ছিলই, সেই সঙ্গে বিভিন্ন দৃশ্যে নানা মেকআপে কিংখানকে দেখে হতবাক হয়েছে সিনেমাপ্রেমীরা।
Jawan movie review Shahrukh khan: শুধু শাহরুখ ম্যাজিক নয়, Jawan সুপারহিট হওয়ার পিছনে আছে এই পাঁচটি কারণ

ব্যাকগ্রাউন্ড মিউজিক ( Jawan BGM) : জওয়ান সিনেমাতে গান তেমন নজর কাড়তে পারেনি। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেই অভাব মিটিয়ে দিয়েছেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। প্রতিটি দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, তা দর্শককে আসনের সঙ্গে টানটান করে বেঁধে রেখেছে।

সামাজিক বার্তা (Social message): এই সিনেমাতে শাহরুখের রবিনহুড ইমেজ তুলে ধরা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে তাঁর লড়াই। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। রাজনীতির কালো দিক তুলে ধরা হয়েছে। ছবি শেষে সেই বার্তা আপনাকে ভাবাবে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.