Kar kache koi moner kotha Bengali serial: ‘রোজ রাতে আপনার ছেলে’…! শাশুড়ির কাছে স্বামীর কুকীর্তি ফাঁস করল শিমুল, মুখ ছোট হল পরাগের
জি বাংলার (zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha) সিরিয়াল ক্রমশ জনপ্রিয়তা বাড়াচ্ছে। ধীরে ধীরে TRP-তে TOP TEN-এর মধ্যে উঠে আসতে শুরু করেছে এই সিরিয়াল। গতানুগতিক গল্পের বাইরে গিয়ে অন্য ধারার কাহিনী পেশ করা হচ্ছে। শ্বশুরবাড়িতে মেয়েদের উপর নানা ধরনের অত্যাচার তুলে ধরেছে এই ধারাবাহিক। আর অন্য রকম গল্প দেখিয়ে দ্রুত দর্শকমনে স্থান করে নিয়েছেন ‘কার কাছে কই মনের কথা’। বিশেষ করে নায়িকা শিমুলের প্রতিবাদী ভাবমূর্তি দর্শকের খুব ভালো লাগছে। এবার সবার সামনে স্বামী পরাগের নোংরামি ফাঁস করে দিল সে।
কিন্তু তাতেও পরাগকে থামানো যায়নি। সে শিমুলের নামে মিথ্যা অপবাদ দিতেই থাকে। তারপর ধৈর্য ধরতে না পেরে শিমুল বলে ওঠে, যার মন নেই, তাকে বুঝিয়ে কোনও লাভ নেই। এই কথা শুনে রেগে যান শাশুড়ি।
শাশুড়ি তাঁর ছেলেকে সমর্থন করায় মেজাজ হারায় শিমুল। সে বলে ওঠে, সব কিছু নিয়ে তো অভিযোগ করি না মা। এই যে রোজ রাতে আপনার ছেলে আমার উপর পাশবিক অত্যাচার চালায়, তা নিয়ে আমি কিছু কারও কাছে বলেছি ? ছেলের কীর্তির কথা শুনে অবাক হয়ে যান পরাগের মা। এদিকে সবার সমানে এই কান্ড ফাঁস হয়ে যাওয়ায় মুখ ছোট হয়ে যায় পরাগের। এরপর কী হবে ? জানতে হলে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের আগামী পর্বে নজর রাখতে হবে।
শ্বশুরবাড়ির গঞ্জনা
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, শিমুল, সুচরিতা, বিপাশা ও শীর্ষা মিলে সমুদ্রে বেড়াতে গিয়েছিল। সঙ্গে ছিল পুতুল। সেখানে তাঁরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে। তবে সব কিছু মিটিয়ে আবার তারা সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসে। ফিরেও শান্তি নেই। শ্বশুরবাড়িতে গঞ্জনার মুখে পড়তে হয় শিমুলকে। বাড়ি ঢোকা মাত্রই শিমুলকে দেখে পরাগ বলে ওঠে, তাকে অনেকবার ফোন করা সত্ত্বেও সে ফোন ধরেনি। বেড়াতে গিয়ে ফুর্তি করতে ব্যস্ত ছিল, তাই ফোন ধরার সময় পায়নি। এর উত্তরে শিমুল সুচরিতা, টুইঙ্কেলের সঙ্গে ঘটা দুর্ঘটনার কথা জানায়। একইসঙ্গে বলে, তাড়াহুড়োতে ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছিল সে। তবে যতক্ষণ তার কাছে মোবাইল ছিল, ততক্ষণ কেউ ফোন করেনি।কিন্তু তাতেও পরাগকে থামানো যায়নি। সে শিমুলের নামে মিথ্যা অপবাদ দিতেই থাকে। তারপর ধৈর্য ধরতে না পেরে শিমুল বলে ওঠে, যার মন নেই, তাকে বুঝিয়ে কোনও লাভ নেই। এই কথা শুনে রেগে যান শাশুড়ি।
শাশুড়ি তাঁর ছেলেকে সমর্থন করায় মেজাজ হারায় শিমুল। সে বলে ওঠে, সব কিছু নিয়ে তো অভিযোগ করি না মা। এই যে রোজ রাতে আপনার ছেলে আমার উপর পাশবিক অত্যাচার চালায়, তা নিয়ে আমি কিছু কারও কাছে বলেছি ? ছেলের কীর্তির কথা শুনে অবাক হয়ে যান পরাগের মা। এদিকে সবার সমানে এই কান্ড ফাঁস হয়ে যাওয়ায় মুখ ছোট হয়ে যায় পরাগের। এরপর কী হবে ? জানতে হলে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের আগামী পর্বে নজর রাখতে হবে।
No comments:
please do not enter any spam link in the comment box