Kar kache koi moner kotha Bengali serial: আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রধান অভিনেত্রীর, হতবাক দর্শকরা

Kar kache koi moner kotha Bengali serial: আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রধান অভিনেত্রীর, হতবাক দর্শকরা
জি বাংলার এই মুহূর্তের অন্যতম চর্চিত সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি নিয়ে চর্চার শেষ নেই। শিমুল, সুচরিতাদের জীবন সংগ্রাম দেখতে দর্শক খুব পচ্ছন্দ করছে। বাংলা সিরিয়ালের এক ঘেয়েমি কিছুটা ঝেড়ে ফেলে অন্য ধারার গল্প দেখানো হচ্ছে। মেয়েদের জীবন সংগ্রাম অন্যভাবে দেখানো হচ্ছে। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে এই সিরিয়াল। শিমুল, সুচরিতা ও পুতুলদের জীবনের কাহিনী এখন সবার প্রিয়। অনেক মহিলা দর্শক এই কাহিনীর মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছে। নিজেদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন অনেকে। আবার অনেকে দাবি করছেন, TRP-এর লোভে শাশুড়ি ও বউমার সম্পর্ক তিক্তভাবে দেখানো হচ্ছে। দর্শকদের চাপে পড়ে সিরিয়ালের ট্রাক আস্তে আস্তে পাল্টানো হচ্ছে। শিমুলের সঙ্গে তাঁর শাশুড়ির সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিমুলকে বাইরে বেরতে যাওয়ার অনুমতি দিয়েছেন শাশুড়ি। গল্প যখন একটু একটু করে বদলাচ্ছে তখন শোনা যাচ্ছে, ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে গিয়েছেন প্রধান অভিনেত্রী।

যাঁরা প্রতিদিন সিরিয়াল দেখেন তাঁরা জানেন, ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha Bengali serial) সিরিয়ালের প্রধান স্তম্ভ হল শিমুলের সঙ্গে পাড়ার চার বান্ধবী সুচরিতা, বিপাশা, শীর্ষা ও প্রতীক্ষা। এই পাঁচ জনের গল্প নিয়ে এগবে সিরিয়ালের গল্প তা প্রোমোতেই বোঝা গিয়েছিল। কিন্তু স্টুডিও পাড়ায় গুঞ্জন, এই পাঁচ জনের মধ্যে একজন সিরিয়াল ছেড়ে বেড়িয়ে গিয়েছেন। জি বাংলার এই সিরিয়ালে গল্প অনুযায়ী, শিমুলের দেওরের প্রেমিকা প্রতীক্ষার ভূমিকায় অভিনয় করছেন কুয়াশা বিশ্বাস। কিন্তু বহুদিন ধরে তাঁকে আর সিরিয়ালে দেখা যাচ্ছে না। সেখান থেকে অনেকের মনে প্রশ্ন জাগছে, তাহলে কী সিরিয়াল ছেড়ে বেড়িয়ে গিয়েছেন তিনি ?
kar-kache-koi-moner-kotha-kuyasa-

সম্প্রতি এই বিষয়টি নিয়ে পর্দার প্রতীক্ষার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে কোনও কলটাইম দেওয়া হয়নি। তবে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কোনও কথা তিনি জানাননি। সোশ্যাল মিডিয়ায় যে রটনা চলছে, তা সত্যি নয় বলে জানিয়েছেন কুয়াশা বিশ্বাস। তিনি সিরিয়াল ছাড়েননি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.