Tapas Paul’s daughter Sohini Paul: কাজ দেয়নি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, কোথায় হারিয়ে গেলেন তাপস পালের মেয়ে
কোয়েল মল্লিকের মতো তিনিও সুপারস্টার। একজন মেগাস্টারের মেয়ে তিনি। কিন্তু কোয়েল মল্লিকের মতো ভাগ্য তাঁর হয়নি। তিনি প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল। বাবা মারা যাওয়ার পর বাংলা ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার হারিয়ে গিয়েছেন সোহিনী। টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) অভিনয় শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সোহিনী কোথায় ? কোথায় থাকেন তিনি ?
১৯৮৬ সালের ৩১শে ডিসেম্বর কলকাতায় জন্মান সোহিনী। বাবা তাপস পাল তখন ইন্ডাস্ট্রির সুপারস্টার। যাঁকে আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। মা নন্দিনী পাল সুগৃহিনী। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অঞ্জন দত্তের ‘বো ব্যারাক ফরএভার’-এ প্রথম অভিনয় করেন। ইংরেজি ভাষায় নির্মিত হয়েছিল ছবিটি। তবে সোহিনী খ্যাতি পান কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘জ্যাকপট’ ছবিতে অভিনয় করেন। রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা ও হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন সোহিনী। এরপর ‘অটোগ্রাফ’, ‘হ্যাংওভার’, ‘একটি মেয়ে তমসী’, ‘ওগো বিদেশিনী’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
২০১৫ সালে হিন্দি ছবি ‘হাম তুম দুশমন দুশমন’ -এ কাজ করার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। বলিউডে সোহিনী ‘চিড়িয়াঘর’, ‘পারটনারস’, ‘আপকে আ জানে সে’ ইত্যাদি ধারাবাহিকে কাজ করেন। একসময় বলিউডে কাজ করলেও এখন পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। ২০২০ সালে বাবা তাপস পালের মৃত্যুর পর মায়ের একমাত্র ভরসা হয়ে ওঠেন সোহিনী। কুমন্তব্যের জেরে বাবা যখন চরম বিতর্কে জড়িয়েছিলেন তখন পরিবারকে সামলেছিলেন। চারিদিকে যখন স্বজন পোষনের জামানা। তখন সোহিনী সেখানে ব্যতিক্রম। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যেতে হচ্ছে তাঁকে। যদি বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে ঢুকতেন তাহলে সোহিনীর ভাগ্য আজ অন্যরকম লেখা হত। বাবা মারা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন সোহিনী। মাঝে মাঝে বাবার ছবি পোস্ট করেন। এখন মাকে নিয়ে মুম্বাইয়ে থাকেন সোহিনী। প্রতিনিয়ত ভাগ্য পরীক্ষা করে চলেছেন।
১৯৮৬ সালের ৩১শে ডিসেম্বর কলকাতায় জন্মান সোহিনী। বাবা তাপস পাল তখন ইন্ডাস্ট্রির সুপারস্টার। যাঁকে আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। মা নন্দিনী পাল সুগৃহিনী। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অঞ্জন দত্তের ‘বো ব্যারাক ফরএভার’-এ প্রথম অভিনয় করেন। ইংরেজি ভাষায় নির্মিত হয়েছিল ছবিটি। তবে সোহিনী খ্যাতি পান কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘জ্যাকপট’ ছবিতে অভিনয় করেন। রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা ও হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন সোহিনী। এরপর ‘অটোগ্রাফ’, ‘হ্যাংওভার’, ‘একটি মেয়ে তমসী’, ‘ওগো বিদেশিনী’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
২০১৫ সালে হিন্দি ছবি ‘হাম তুম দুশমন দুশমন’ -এ কাজ করার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। বলিউডে সোহিনী ‘চিড়িয়াঘর’, ‘পারটনারস’, ‘আপকে আ জানে সে’ ইত্যাদি ধারাবাহিকে কাজ করেন। একসময় বলিউডে কাজ করলেও এখন পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। ২০২০ সালে বাবা তাপস পালের মৃত্যুর পর মায়ের একমাত্র ভরসা হয়ে ওঠেন সোহিনী। কুমন্তব্যের জেরে বাবা যখন চরম বিতর্কে জড়িয়েছিলেন তখন পরিবারকে সামলেছিলেন। চারিদিকে যখন স্বজন পোষনের জামানা। তখন সোহিনী সেখানে ব্যতিক্রম। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যেতে হচ্ছে তাঁকে। যদি বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে ঢুকতেন তাহলে সোহিনীর ভাগ্য আজ অন্যরকম লেখা হত। বাবা মারা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন সোহিনী। মাঝে মাঝে বাবার ছবি পোস্ট করেন। এখন মাকে নিয়ে মুম্বাইয়ে থাকেন সোহিনী। প্রতিনিয়ত ভাগ্য পরীক্ষা করে চলেছেন।
No comments:
please do not enter any spam link in the comment box