Maa serial Jhilik: বিয়ের পিঁড়িতে বসছেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, পাত্র কে ?

Maa serial Jhilik: বিয়ের পিঁড়িতে বসছেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, পাত্র কে ?
‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’। স্টার জলসার ‘মা’ সিরিয়ালের এই টাইটেল শুনে মানুষের চোখে জল আসত। এই ধারাবাহিকের ঝিলিককে কে না চেনে ? অভিনেত্রীর নাম তিথি বসু। খুব ছোট বয়সে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। একটি ধারাবাহিক তাঁকে জনপ্রিয় স্টার বানিয়ে দিয়েছিল। যদিও বেশ কিছুদিন হল তিনি অভিনয় থেকে দূরে। কিন্তু এখন তিনি ফের খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলছেন তিনি। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে।
Maa serial Jhilik: বিয়ের পিঁড়িতে বসছেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, পাত্র কে ?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা ‘বন্ধু’তে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তবে জনপ্রিয়তা দিয়েছিল ‘মা’ সিরিয়াল। চরিত্রের নাম ছিল ঝিলিক। বেশিরভাগ মানুষ এখনও তাঁর প্রকৃত নাম জানেন না। অনেকেই ‘ঝিলিক’ বলেন। শিশুশিল্পী তিথি এখন আর ছোট নেই। রীতিমতো লেডি। ‘মা’ সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেন। বাংলাদেশের একটি টিভি নাটকেও অভিনয় করেন। তিথিকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘ময়ূরপঙ্খি’ সিরিয়ালে। তারপর পড়াশোনার জন্য অভিনয় থেকে নিজেই দূরে সরে গিয়েছেন।
Maa serial Jhilik: বিয়ের পিঁড়িতে বসছেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, পাত্র কে ?

অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় তিথি। কিছুদিন আগে ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে রোজ ভ্লগ পোস্ট করেন। ব্যক্তিগত জীবনও সেখানে শেয়ার করেন। ব্যক্তিগত জীবনের জন্যই মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসেন। এখন ফের খবরে তিথি। সদ্য একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখে নানা ধরনের জল্পনা ছড়িয়েছে। সবুজ শাড়িতে গা ভর্তি গয়না পরেছেন। হাতে শাঁখা-পলা। নববধূ সাজে সেজেছেন তিথি। তা দেখে অনেকেই ধারণা করে নিয়েছেন, হয়ত লুকিয়ে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী। তেমনটা কিছু নয়। একটি বিজ্ঞাপনের জন্য এই সাজ তিথির। ইনস্টাগ্রামের স্টোরিতে তিথি এই ভিডিও দেওয়ার পাশাপাশি তিথি লিখেছেন, দেখতেই পাচ্ছো, সব রেডি। আমি বিয়ের জন্য প্রস্তুত। শুধু একটা ছেলে পেলেই হয়। অর্থাৎ বিয়ের জন্য রীতিমতো প্রস্তুত হয়ে গিয়েছেন তিনি। শুধু ভালো পাত্র পাচ্ছেন না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.