Chumki Chowdhury upcoming serial: বড় পর্দায় কাজ মিলছে না, ছোট পর্দায় আদর্শ শাশুড়ি হয়ে কামব্যাক করছেন চুমকি চৌধুরী

৯০-এর দশকে বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম নায়িকা ছিলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। মেজবউ, সংঘর্ষ, গীত সঙ্গীত বা হীরক জয়ন্তী। প্রতিটি সিনেমা ছিল হাউস ফুল। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে হল কাঁপিয়েছে এইসব ছবি। চুমকি ও তাঁর বোন রীনা চৌধুরী ছিলেন মূলত বাবা অঞ্জন চৌধুরীর সিনেমার নায়িকা। এর বাইরে অন্যকোনও পরিচালকের ছবিতে তাঁদের দেখা যায়নি। তা সত্ত্বেও দর্শকের মনের মণিকোঠায় তাঁরা জায়গা করে নিয়েছেন। চুমকি চৌধুরীর ভক্তরা চেয়েছেন, আবার নতুন করে ফিরে আসুন তিনি। কিন্তু বাবা অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পর আর সেভাবে তাঁকে কোথায় দেখা যায়নি। তবে ছোট পর্দায় কিছু কিছু কাজ করেছেন। ফের তাঁকে নতুনভাবে দেখতে পাবেন দর্শকরা।

বড় পর্দায় কামব্যাক না করলেও ছোট পর্দায় অভিনয় করে গিয়েছেন। শেষ দেখা গিয়েছিল ‘আলতা ফড়িং’ সিরিয়ালে। সেখানে নায়ক অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার আদর্শ শাশুড়ি হয়ে ফিরছেন চুমকি চৌধুরী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’ এর প্রোমো ভিডিও। যেখানে চিরাচরিত দজ্জাল শাশুড়ির একেবারে বিপরীত অর্থাৎ আদর্শ শাশুড়ি রূপে দেখা যাবে চুমকি চৌধুরীকে। প্রোমোতে দেখা যাচ্ছে মোবাইলে ছবি দেখে পাত্র পছন্দ করছেন তিনি। তবে নিজের ছোট বা বড় মেয়ের জন্য নয় বরং পাত্র খুঁজছেন নিজের বৌমার জন্য।

কি অবাক হলেন? শাশুড়ি কেন বৌমার জন্য পাত্র খুঁজছে? যেমনটা জানা যাচ্ছে সিরিয়ালে দ্বিতীয় বিয়ে করেছে চুমকি চৌধুরীর ছেলে। তাই ছেলে যদি পারে বৌমা কেন একা থাকবে, তাকে বিয়ে দিয়ে সুখী করতে চান শাশুড়ি। ইতিমধ্যেই প্রোমোটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এখন অপেক্ষা সিরিয়ালটি দর্শকদের কতটা মনে ধরে সেটাই দেখার। প্রসঙ্গত, সান বাংলার পর্দায় দেখা যাবে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকটি। যেখানে আদর্শ শাশুড়ির ভূমিকায় থাকবেন চুমকি চৌধুরী। আর বৌমার চরিত্রে থাকছেন ‘গঙ্গারাম’ সিরিয়ালের ‘টায়রা’ অভিনেত্রী সোহিনী গুহরায়। এছাড়াও নায়কের চরিত্রে দেখা যাবে ষ্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়ক রাজদীপ গুপ্ত। দেখুন প্রোমো।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.