Where is Bollywood actress Meenakshi Seshadri: ৩০ বছরে আমূল বদলে গিয়েছে চেহারা, এখন মীনাক্ষী শেষাদ্রিকে আপনারা চিনতে পারবেন না

Where is Bollywood actress Meenakshi Seshadri: ৩০ বছরে আমূল বদলে গিয়েছে চেহারা, এখন মীনাক্ষী শেষাদ্রিকে আপনারা চিনতে পারবেন না
একটা সময় বলিউড রাজত্ব করতেন মীনাক্ষী শেষাদ্রি (Meenakshi Seshadri)। ৯০ ও ৮০-এর দশকে একচেটিয়া প্রভাব ছিল এই অভিনেত্রীর। হিন্দি সিনেমার দর্শক আজও ভুলতে পারে না মীনাক্ষীর অসাধারণ অভিনয় থেকে নাচ। মাত করে রেখেছিলেন আসমুদ্র হিমাচল। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে অভিনয় ছেড়ে চলে যান মীনাক্ষী। কিন্তু কেন ? এখন কোথায় থাকেন ‘দামিনী’ খ্যাত নায়িকা ?
Where is Bollywood actress Meenakshi Seshadri: ৩০ বছরে আমূল বদলে গিয়েছে চেহারা, এখন মীনাক্ষী শেষাদ্রিকে আপনারা চিনতে পারবেন না

হিরো, দামিনী, ঘাতক, ঘায়েল অসংখ্য হিট ছবির নায়িকা ছিলেন মীনাক্ষী। একই সঙ্গে নাচেও ছিলেন সমান পারদশী। ঋষি কাপুর থেকে সানি দেওল একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন। একসময় মিস ইন্ডিয়া হয়েছিলেন। শুধু অভিনয় নিয়ে নয়, ব্যক্তিগত জীবনও পেজ থ্রির চর্চার বিষয় ছিল। মীনাক্ষীর সঙ্গে একাধিক পুরুষের নাম জড়িয়েছিল। অনিল কাপুর, সুভাষ ঘাই, জ্যাকি শ্রফ থেকে কুমার শানু। প্রত্যেকের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। তবে সবথেকে বেশি চর্চিত ছিল কুমার শানুর সঙ্গে প্রেম। যখন এই প্রেম চলছে, তখন গায়ক রীতিমতো বিবাহিত। যদিও কুমার শানু অভিনেত্রীকে কথা দিয়েছিলেন, প্রথম স্ত্রীকে ছেড়ে তিনি তাঁকেই বিয়ে করবেন। কিন্তু মীনাক্ষী এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না। বিয়ের কথা উঠতেই তিনি পিছিয়ে যান। এই ধরণের সম্পর্ক তিনি চাইতেন না। এদিকে কুমার শানুর প্রথম বিয়েও বিপদের মুখে পড়ে। অবশ্য সামলে নিয়েছিলেন তিনি।
Where is Bollywood actress Meenakshi Seshadri: ৩০ বছরে আমূল বদলে গিয়েছে চেহারা, এখন মীনাক্ষী শেষাদ্রিকে আপনারা চিনতে পারবেন না

মীনাক্ষী শেষাদ্রি এখন কোথায়

এই অবস্থায় মীনাক্ষীর প্রেমে পাগল হয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন বলিউডের অন্যতম পরিচালক রাজকুমার সন্তোশী। কিন্তু মীনাক্ষী চাননি সন্তোশীকে বিয়ে করতে। তাই তিনি এই ঘটনায় এতটাই ভীতি হয়ে গিয়েছিলেন রাতারাতি অভিনয় জগৎ থেকে উধাও হয়ে গিয়েছিলেন। এরপর তিনি ১৯৯৫ তে মীনাক্ষি আমেরিকা বাসি ব্যাঙ্ককর্মী হরিশ মাইসোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।এরপরই তিনি রুপোলি দুনিয়া থেকে সরে আসেন। ২৭ বছর সিনেমার সঙ্গে আর তার কোনও যোগাযোগ নেই। মীনাক্ষী বর্তমানে টেক্সাসের বাসিন্দা। ভরতনাট্যম, কত্থক এবং ওডিসি নাচের প্রশিক্ষণ দেন তিনি। অভিনয় জগতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.