Dolly Sohi cancer survivor: মারণ রোগের সঙ্গে লড়ছেন, হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থতার খবর নিজেই জানালেন অভিনেত্রী

Dolly Sohi cancer survivor: মারণ রোগের সঙ্গে লড়ছেন, হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থতার খবর নিজেই জানালেন অভিনেত্রী
ক্রমশ মহামারীর আকার নিচ্ছে ক্যান্সার। অনিয়মিত জীবন যাপন ও অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলে ক্যান্সারকে আমরা নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের (Bollywood) অনেক তারকা এই রোগে আক্রান্ত হয়েছেন। লড়াই করে আবার ফিরে এসেছেন। ফের বলিউড থেকে এল খারাপ খবর। ক্যান্সার আক্রান্ত হয়েছেন ‘কুমকুম ভাগ্য’ সিরিয়াল খ্যাত ডলি সোহি (Dolly Sohi)। সিনেমা জগতে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার অনেক কাহিনী আছে। ক্যান্সারের বিরুদ্ধে লড়ে ফিরে এসেছেন সোনালি বেন্দ্রে, মণীষা কৈরালা, কিরণ খের, সঞ্জয় দত্ত থেকে যুবরাজ সিং । আবার জীবন যুদ্ধে হেরে গিয়েছেন নার্গিস দত্ত, ইরফান খান, ঋষি কাপুর, বিনোদ খান্না থেকে আরও অনেকে। ফের আর এক সেলিব্রিটির ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
Dolly Sohi cancer survivor: মারণ রোগের সঙ্গে লড়ছেন, হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থতার খবর নিজেই জানালেন অভিনেত্রী

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার খবর জানান অভিনেত্রী ডলি সোহি। ন্যাড়া মাথার ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, সদ্য বিয়ে ভেঙে গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শারীরিক অসুস্থতা তাঁকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে অভিনেত্রী লিখেছেন, যত বড় ঝড় ঝাপ্টা আসুক না কেন তিনি হেরে যাবেন না। সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবেন। দেব কা দেব মহাদেব, হাতিম, পরিণীতি, কুমকুম ভাগ্য ইত্যাদি সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন ডলি সোহি।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছ’মাস আগেই শরীরে ক্যান্সারের লক্ষ্মণ দেখা দিয়েছিল। কিন্তু তখন এড়িয়ে যান। এই এড়িয়ে যাওয়ায় কাল হল। শেষে জরায়ুর ভীষণ ব্যাথা নিয়ে স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখানেই জানতে পারেন, তিনি সারজিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। একথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন। কাউকে কিছু বলার সাহস পাননি। এখন নিজেকে সামলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, আমাকে শক্ত হতেই হবে। আর কোনও উপায় নেই। আমার ১৪ বছরের মেয়েকে অসুস্থতার খবর জানানো সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। ভেবেছিলাম কাউকে কিছু জানব না। এখন সব খুলে বলতে পেরে অনেক হাল্কা লাগছে। দীপাবলির আনন্দে যখন গোটা দেশ মেতে উঠেছে, তখন হাসপাতালের বিছানায় শুয়ে মারণ রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। কেমোথেরাপি চলছে। হাসপাতাল থেকেই ভক্তদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে রোগ হলে ফেলে না রাখার অনুরোধ করেছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.