Aditi munshi kirtan: হারিয়েছেন কথা বলার ক্ষমতা, বন্ধ হল গান গাওয়া, ঠিক কী ঘটেছে অদিতি মুন্সির

Aditi munshi kirtan: হারিয়েছেন কথা বলার ক্ষমতা, বন্ধ হল গান গাওয়া, ঠিক কী ঘটেছে অদিতি মুন্সির
তাঁর কণ্ঠে কীর্তন গান ফের নতুন করে ভক্তিগীতিকে জনপ্রিয় করে তুলেছে। যেমন মিষ্টি দেখতে, তেমন মিষ্টি গানের গলা। বাংলার কীর্তন গানের নতুন দিশারি অদিতি মুন্সি। ২০১৫ সালে জি বাংলার সা রে গা মা পা থেকে উত্থান। সেই শোতে বিজয়ী না হলেও অদিতি মুন্সির জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। এখন তিনি শাসক দলের বিধায়ক। কিন্তু কী এমন ঘটল অদিতি মুন্সির গান গাওয়া বন্ধ হয়ে গেল ?

গায়িকা ও বিধায়ক অদিতি মুন্সি

৩৫ বছর বয়সী এই সংগীতশিল্পীর জন্ম বাগুইহাটিতে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিককে একের এক ভক্তিমূলক গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন বিধায়কও। ২০১৮ সালের ২৪ জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে বিবাহ করেন তিনি। কাজের পাশাপাশি সংসার, তার ওপর রাজনৈতিক জীবন সবকিছুই সামলাচ্ছেন তিনি নিপুণভাবে। তাহলে কি ব্যক্তিগত কারণেই গান ছেড়ে দিচ্ছেন তিনি?
Aditi munshi kirtan: হারিয়েছেন কথা বলার ক্ষমতা, বন্ধ হল গান গাওয়া, ঠিক কী ঘটেছে অদিতি মুন্সির

সব শো বাতিল করে দিলেন অদিতি

গত ২০ নভেম্বর সোমবার অদিতির ডানকুনির ষষ্ঠী তলা উল্কা সংঘ ক্লাবে, ২২ নভেম্বর চন্দননগরের কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনক পুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর কদমতলা ঘাট এবং বাবুঘাটে গান গাওয়ার কথা ছিল অদিতির। কিন্তু একের পর এক সমস্ত বাতিল করতে বাধ্য হন তিনি। অদিতির শো বাতিল হয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে উদ্যোক্তাদের। জগদ্ধাত্রী পূজার আগেই কেন অদিতি সব শো বাতিল করে দিলেন? অনেকেই ভাবছেন রাজনৈতিক কাজের চাপের কারণে হয়তো অদিতি আপাতত সংগীত জগত থেকে বিরতি নিচ্ছেন আবার অনেকেই ভাবছেন অদিতি হয়তো মা হতে চলেছেন তাই এই মুহূর্তে তিনি বিশ্রাম নিচ্ছেন নিজের বাড়িতে। তবে সবকিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অদিতি নিজেই জানালেন কি কারণে তিনি শো বাতিল করে দিচ্ছেন। রাজনৈতিক টানাপোড়েন নাকি ব্যক্তিগত কারণ?

না, ব্যাপারটা একেবারেই তা নয়। আসলে অদিতির গলায় সংক্রমণ হয়েছে আর তাই চিকিৎসকের পরামর্শ মেনে বেশ কিছু দিনের জন্য গান গাওয়া বন্ধ করে রেখেছেন তিনি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে অদিতি লেখেন, “শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের সমস্ত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা এবং শ্রোতা বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই আমি আপনাদের গান শোনাতে পারব এমনটাই আশা করছি।” অদিতি জানিয়েছেন, তার গলার অবস্থা এখন এতটাই খারাপ যে তিনি কথাও ভালো করে বলতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে তাই আপাতত গান গাওয়া বন্ধ রেখেছেন তিনি। বাড়িতে কথাও তেমন ভাবে বলছেন না অদিতি। তবে গায়িকা আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্র তিনি আবার সুস্থ হয়ে উঠবেন এবং সকলকে হরিনাম শোনাবেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.