Bachchan family struggle story: পড়াশোনা ছেড়ে সেটে চা ফেরি করতে হয়েছে, বচ্চন পরিবারের আর্থিক লড়াই নিয়ে মুখ খুললেন অভিষেক

Bachchan family struggle story: পড়াশোনা ছেড়ে সেটে চা ফেরি করতে হয়েছে, বচ্চন পরিবারের আর্থিক লড়াই নিয়ে মুখ খুললেন অভিষেক
বিত্তবান হিসেবে যে পরিবারের উদাহরণ সবসময় আগে থাকে তাঁরা হলেন বচ্চন পরিবার। অথচ শুনলে অবাক লাগবে এই পরিবারকে একটা সময় আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারের জীবনের সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। ৮০ বছর হয়ে গিয়েছে বয়স অথচ এখনো বলিউডের সেরা নায়কদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। অথচ জীবনের এমন একটা সময় এসেছিল যখন একটি ভুল সিদ্ধান্তের জন্য প্রায় দেউলিয়া হতে বসেছিলেন তিনি। একটি প্রযোজনা সংস্থা খুলে ১০০ কোটি টাকা ঋণের জর্জরিত হয়ে গিয়েছিলেন। যদিও পরবর্তীকালে অনেক কষ্ট করে সেই আর্থিক সংকট কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। কিন্তু অমিতাভের এই সিদ্ধান্তের ফলে বড়সড় ধাক্কা লেগেছিল তাঁর পরিবারেও।

সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান, ওই সময়টা আমাদের কাছে ছিল দুঃস্বপ্নের মত। আমি তখন বিদেশে কলেজ ছেড়ে দেশে ফিরে আসি। বাবা একটা কোম্পানি খুলেছিলেন। যা ক্ষতির মুখে পড়েছিল। তখন বাবা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমাদের মনে হয়েছিল এই সময় বাবার পাশে থাকা উচিত। পড়াশোনা ছেড়ে তখন সেটে প্রোডাকশন বয়ে কাজ করতে শুরু করি। আমার অভিনয়ের ইচ্ছা থাকলেও তখন কোন পরিচালক অমিতাভ পুত্রকে নিয়ে সিনেমা করতে রাজি হননি।
Bachchan family struggle story: পড়াশোনা ছেড়ে সেটে চা ফেরি করতে হয়েছে, বচ্চন পরিবারের আর্থিক লড়াই নিয়ে মুখ খুললেন অভিষেক

অভিষেক আরো বলেন, কুড়ি বছর আগে যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, তখন কয়েক মাস আগে থেকেই তার তোড়জোড় শুরু হয়ে যেত। অনুষ্ঠানে কি ধরনের পারফরম্যান্স হবে বা কে কি ধরনের পোশাক পড়বে? তা নিয়ে আলাপ আলোচনা চলতে। সেটা একটা বিশাল ব্যাপার ছিল। এক রাতের জন্য গোটা ইন্ডাস্ট্রি একটি ছাদের তলায় চলে আসতো। কিন্তু সেই সময় আমাদের একটা পোশাক কেনার পয়সা ছিল না। শুনলে অদ্ভুত লাগবে দিদির বিয়ের শেরওয়ানি পড়ে আমি ফিল্মফেয়ারে গিয়েছিলাম।
Bachchan family struggle story: পড়াশোনা ছেড়ে সেটে চা ফেরি করতে হয়েছে, বচ্চন পরিবারের আর্থিক লড়াই নিয়ে মুখ খুললেন অভিষেক

ছোট থেকেই বাবার মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিষেক। সেই স্বপ্ন পূরণ হয় এই ফিল্মফেয়ারের অনুষ্ঠানেই। ফিল্মফেয়ার মঞ্চে অমিতাভের পাশে অভিষেককে দেখে পরিচালক জেপি দত্তা নিজের সিনেমার নায়ক হিসাবে বেছে নেন অভিষেককে। ফিল্মফেয়ার অনুষ্ঠানের মাত্র দুদিনের মাথায় অভিষেকের কাছে ফোন যায় তার প্রথম সিনেমার জন্য। অভিষেকের প্রথম কাজ ‘রিফিউজি’ শুরু হয়ে যায় মাসখানেকের মধ্যেই। কারিনা কাপুর খানের বিপরীতে কাজ করেন অভিষেক। সিনেমাটি হয়তো বক্স অফিসে ফ্লপ হয়ে যায় কিন্তু বলিউডে অভিষকের একটি পরিচিতি গড়ে ওঠে। এরপর একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে অমিতাভ পুত্রের কাছে। বাবার মত সফলতা অর্জন না করতে পারলেও গত ২৩ বছরে কিছুটা হলেও বলিউডের দুনিয়ায় নিজের মাটি শক্ত করেছেন অভিষেক।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.