Flop star Fardeen khan: বলিউডের সবথেকে ফ্লপ নায়ক, বাবার নাম ভাঙিয়ে ইন্ডাস্ট্রি দেওলিয়া করেছে এই অভিনেতা
বাবা ছিলেন ৭০ এবং ৮০ দশকের বলিউডের সুপারস্টার। কিন্তু ছেলে কুড়িটির বেশি ছবিতে অভিনয় করলেও হিট পেয়েছেন মাত্র একটি। অভিনয় ক্যারিয়ারের এমন ব্যর্থতা হিন্দি সিনেমা জগতে কোন হিরো দেখেনি। বিগত ১৩ বছর ধরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন তিনি। এতক্ষণে বুঝতে পেরেছেন কার কথা বলছি, ঠিকই ধরেছেন ফিরোজ খানের পুত্র ফারদিন খান (Fardeen khan)।
১৯৯৮ সালের রিলিজ হয়েছিল ফিরোজ খান পরিচালিত 'প্রেম আগান' সিনেমাটি। এই ছবি নিয়ে বেশ আলোচনা হলেও বক্স অফিসে ছিল চূড়ান্ত ব্যর্থ। কিন্তু প্রথম সিনেমাটি অসফল হলেও আশা ছাড়তে নারাজ ছিলেন ফারদিন খান। অনেকেরই তো প্রথম সিনেমা অসফল হয়। এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু ছেলের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।
প্রথম সিনেমাটি ফ্লপ হওয়ার পর ২০০৬ সাল অব্দি একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। 'পেয়ার তুনে কেয়া কিয়া', 'লাভ কে লিয়ে কুচ ভি করেগা', 'ওম জয় জগদীশ', 'ভূত', 'দেব', 'ফিদা', 'নো এন্ট্রি', 'শাদি নাম্বার ওয়ান' সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একক হিরো হিসেবে সিনেমাতে অভিনয় করা ছাড়াও মাল্টি স্টার সিনেমাতেও কাজ করেছিলেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ২০০৬ সাল পর্যন্ত টানা ১৫ টি সিনেমা ফ্লপ হওয়ার পর অবশেষে ২০০৭ সালের 'হে বেবি' দুর্দান্ত সফল হয়। যদিও এই সিনেমায় ফারদিন খান ছাড়া অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ। এছাড়া ছিলেন বিদ্যা বালান, অনুপম খের এবং বোমান ইরানি। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ খান। বক্স অফিস থেকে ৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।
‘হে বেবি’ সিনেমাটি হিট হবার পর আরো একবার নতুন উদ্যমে কাজ করা শুরু করেন ফারদিন। বলিউডে হয়তো তার জার্নি এখানেই শেষ ছিল না, তাই নিজের ক্যারিয়ারকে বাঁচানোর জন্য একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু ফারদিন অভিনীত ‘ডার্লিং’, ‘জয় বিরু’ এবং ‘লাইফ পার্টনার’, এই তিনটি সিনেমাই পর পর ব্যর্থ হয়। এরপর ২০০৯ সালে ‘অল দ্যা বেস্ট’ সিনেমাটিও যখন খুব ভালো ব্যবসা করতে পারল না তখন বলিউড থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন ফারদিন। আজ ১৩ বছর তিনি সিনেমা জগত থেকে দূরে রয়েছেন কিন্তু তাও নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা করে চলেছেন। ৪৯ বছর বয়সে এসে ফের আবারো সিনেমায় অভিনয় করতে চলেছেন ফারদিন খান। ‘বিস্ফোট’ নামক একটি সিনেমার হাত ধরে ফিরতে চলেছেন অভিনেতা। ফারদিন যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেই চরিত্রটি একজন পাইলটের ছেলেকে অপহরণ করবে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হবে গোটা সিনেমাটি। এই সিনেমাটির হাত ধরে ফারদিন কি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন? দেখা যাক।
১৯৯৮ সালের রিলিজ হয়েছিল ফিরোজ খান পরিচালিত 'প্রেম আগান' সিনেমাটি। এই ছবি নিয়ে বেশ আলোচনা হলেও বক্স অফিসে ছিল চূড়ান্ত ব্যর্থ। কিন্তু প্রথম সিনেমাটি অসফল হলেও আশা ছাড়তে নারাজ ছিলেন ফারদিন খান। অনেকেরই তো প্রথম সিনেমা অসফল হয়। এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু ছেলের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।
প্রথম সিনেমাটি ফ্লপ হওয়ার পর ২০০৬ সাল অব্দি একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। 'পেয়ার তুনে কেয়া কিয়া', 'লাভ কে লিয়ে কুচ ভি করেগা', 'ওম জয় জগদীশ', 'ভূত', 'দেব', 'ফিদা', 'নো এন্ট্রি', 'শাদি নাম্বার ওয়ান' সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একক হিরো হিসেবে সিনেমাতে অভিনয় করা ছাড়াও মাল্টি স্টার সিনেমাতেও কাজ করেছিলেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ২০০৬ সাল পর্যন্ত টানা ১৫ টি সিনেমা ফ্লপ হওয়ার পর অবশেষে ২০০৭ সালের 'হে বেবি' দুর্দান্ত সফল হয়। যদিও এই সিনেমায় ফারদিন খান ছাড়া অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ। এছাড়া ছিলেন বিদ্যা বালান, অনুপম খের এবং বোমান ইরানি। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ খান। বক্স অফিস থেকে ৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।
‘হে বেবি’ সিনেমাটি হিট হবার পর আরো একবার নতুন উদ্যমে কাজ করা শুরু করেন ফারদিন। বলিউডে হয়তো তার জার্নি এখানেই শেষ ছিল না, তাই নিজের ক্যারিয়ারকে বাঁচানোর জন্য একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু ফারদিন অভিনীত ‘ডার্লিং’, ‘জয় বিরু’ এবং ‘লাইফ পার্টনার’, এই তিনটি সিনেমাই পর পর ব্যর্থ হয়। এরপর ২০০৯ সালে ‘অল দ্যা বেস্ট’ সিনেমাটিও যখন খুব ভালো ব্যবসা করতে পারল না তখন বলিউড থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন ফারদিন। আজ ১৩ বছর তিনি সিনেমা জগত থেকে দূরে রয়েছেন কিন্তু তাও নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা করে চলেছেন। ৪৯ বছর বয়সে এসে ফের আবারো সিনেমায় অভিনয় করতে চলেছেন ফারদিন খান। ‘বিস্ফোট’ নামক একটি সিনেমার হাত ধরে ফিরতে চলেছেন অভিনেতা। ফারদিন যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেই চরিত্রটি একজন পাইলটের ছেলেকে অপহরণ করবে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হবে গোটা সিনেমাটি। এই সিনেমাটির হাত ধরে ফারদিন কি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন? দেখা যাক।
No comments:
please do not enter any spam link in the comment box