Nachiketa on Ayodhya Ram Mandir: প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক, অযোধ্যা রাম জন্মভূমি নিয়ে বিতর্কিত মন্তব্য নচিকেতার
শনিবার অযোধ্যায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে সেজে উঠেছে গোটা শহর। শনিবার তিনি অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করেন। সঙ্গে দুটি অমৃত ভারত এবং ছটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগে রাজনৈতিক উত্তাপ চরমে। এরই মাঝে অযোধ্যা নিয়ে নচিকেতার সাম্প্রতিক কিছু মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতে ক'দিন আগে একটি সাংস্কৃতিক মঞ্চে দাঁড়িয়ে তরুণ সমাজের মোবাইলের ছবি তোলা নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই নিয়ে অনেকেরই রোষানলে আছেন এই গায়ক। আর তার মাঝে অযোধ্যা নিয়ে বলা কথা আগুনে ঘি পরার মত কাজ করল।
খড়র্দহের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য গুলি করেন নচিকেতা। আর সেখানেই রামের জন্মভূমি অযোধ্যা নিয়ে এমন মন্তব্য করলেন যা শুনে অনেকেই খচে লাল। স্টেজে নচিকেতা 'কোথায় জন্মেছে রাম' শীর্ষক একটি গান শোনান। আর তারপরেই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের গলা তুলে বলেন, এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ন্যাকামো চলে আমাদের দেশে। এসব কিছুই ধর্মের ব্যাপার নয়। পুরোটাই আসলে রাজনৈতিক খেলা।
এখানেই থেমে থাকেননি গায়ক। সঙ্গে আরো বলেন, রামের জন্মভূমি কি সেটা জানতে সবার আগে দশরথকে প্ল্যানচেট করে ডাকা হোক। তিনিই ভাল বলতে পারবেন রাম কোথায় জন্মেছিলেন। আর না হলে কখনো অযোধ্যা, কখনো ধর্মতলায় রাম জন্মাতে থাকবেন ঘন্টায় ঘণ্টায়। নচিকেতার এই কথাগুলির ভিডিও ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। একজন লিখেছেন, এই লোকটা মুখ খুললেই বাজে কথা বলে। কেন যে লোক পয়সা দিয়ে এর গান শোনে? অন্য আরেকজন লিখেছেন, হিন্দুদের গালিগালাজ করলে সবাই মুখ বুঝে সহ্য করে নেয়। অন্য ধর্ম হলে এতক্ষণে মেরে লাল করে দিত।
এই একই শো থেকে দর্শকাসনে বসা এক তরুণ মোবাইলে ভিডিয়ো তুললে চটে গিয়ে নচিকেতা বলেছিলেন, ‘ছবি-টবি তুলো না। গান শুনতে এসেছ, গান শোনো, ফটোগ্রাফার তুমি? এখনকার বাচ্চাদের কোনও কাজ নেই। সারাক্ষণ হাতে **** (লেখার অযোগ্য) নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না করে পড়াশোনা, না শোনে কথা, কিছুই করে না। কত অ্যারোগেন্ট! আমাকে এখন ওর সামনে দাঁড়িয়ে গান গাইতে হবে। ও ছবি তুলেই যাবে।’
খড়র্দহের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য গুলি করেন নচিকেতা। আর সেখানেই রামের জন্মভূমি অযোধ্যা নিয়ে এমন মন্তব্য করলেন যা শুনে অনেকেই খচে লাল। স্টেজে নচিকেতা 'কোথায় জন্মেছে রাম' শীর্ষক একটি গান শোনান। আর তারপরেই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের গলা তুলে বলেন, এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ন্যাকামো চলে আমাদের দেশে। এসব কিছুই ধর্মের ব্যাপার নয়। পুরোটাই আসলে রাজনৈতিক খেলা।
এখানেই থেমে থাকেননি গায়ক। সঙ্গে আরো বলেন, রামের জন্মভূমি কি সেটা জানতে সবার আগে দশরথকে প্ল্যানচেট করে ডাকা হোক। তিনিই ভাল বলতে পারবেন রাম কোথায় জন্মেছিলেন। আর না হলে কখনো অযোধ্যা, কখনো ধর্মতলায় রাম জন্মাতে থাকবেন ঘন্টায় ঘণ্টায়। নচিকেতার এই কথাগুলির ভিডিও ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। একজন লিখেছেন, এই লোকটা মুখ খুললেই বাজে কথা বলে। কেন যে লোক পয়সা দিয়ে এর গান শোনে? অন্য আরেকজন লিখেছেন, হিন্দুদের গালিগালাজ করলে সবাই মুখ বুঝে সহ্য করে নেয়। অন্য ধর্ম হলে এতক্ষণে মেরে লাল করে দিত।
এই একই শো থেকে দর্শকাসনে বসা এক তরুণ মোবাইলে ভিডিয়ো তুললে চটে গিয়ে নচিকেতা বলেছিলেন, ‘ছবি-টবি তুলো না। গান শুনতে এসেছ, গান শোনো, ফটোগ্রাফার তুমি? এখনকার বাচ্চাদের কোনও কাজ নেই। সারাক্ষণ হাতে **** (লেখার অযোগ্য) নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না করে পড়াশোনা, না শোনে কথা, কিছুই করে না। কত অ্যারোগেন্ট! আমাকে এখন ওর সামনে দাঁড়িয়ে গান গাইতে হবে। ও ছবি তুলেই যাবে।’
No comments:
please do not enter any spam link in the comment box