Ranbir Kapoor in Animal: কীভাবে হয়েছিল অ্যানিম্যাল-এর নগ্ন দৃশ্যের শ্যুটিং, জানালেন অভিনেত্রী নিজেই

Ranbir Kapoor in Animal: কীভাবে হয়েছিল অ্যানিম্যাল-এর নগ্ন দৃশ্যের শ্যুটিং, জানালেন অভিনেত্রী নিজেই
যত সময় যাচ্ছে তত নতুন নতুন রেকর্ড তৈরি করছে সন্দীপ রেড্ডি বাঙ্গার 'অ্যানিমেল'। বিশেষজ্ঞদের ধারণা, এই সিনেমাটি পাঠান, জওয়ান এবং গদর ২ যাবতীয় রেকর্ড ভেঙে দেবে। অ্যানিমেল আবার নতুন করে অভিনেতা রণবীর কাপুরকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবে সিনেমাটি নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম হলো অভিনেত্রী তৃপ্তি দিমরি অভিনীত চরিত্রটি। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়ে অবশেষে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী তৃপ্তি।

Animal সিনেমাতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তৃপ্তি। ইনস্টাগ্রামে অনুগামীদের সংখ্যা একলাফে ৬ লাখ থেকে ২০ লক্ষে পৌঁছে গিয়েছে। এই সিনেমা এনে দিয়েছে সাফল্য ।তবে সেই সঙ্গে নিয়ে এসেছে বিতর্ক। নগ্ন হয়ে একটি দৃশ্যে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনেতার জুতোই জিভ ছোঁয়ানো নিয়ে সংলাপ বিতর্ক আরও বাড়িয়েছে। তবে প্রতিটি বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
Ranbir Kapoor in Animal: কীভাবে হয়েছিল অ্যানিম্যাল-এর নগ্ন দৃশ্যের শ্যুটিং, জানালেন অভিনেত্রী নিজেই

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তৃপ্তি বলেন, অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত আমার নিজের। কেউ আমাকে বাধ্য করেনি। এই কাজটি করে আমি শিহরিত হই। এটাই প্রধান কারণ অভিনয়ে আসার। প্রতিবার এক একটি চরিত্রের জন্য নিজেকে গড়ে তুলি সেটা আমার ক্ষতে মলম লাগায়। তৃপ্তি আরও জানান, যখন আমি অভিনয় শিখেছিলাম তখন আমার শিক্ষাগুরু আমাকে জানিয়ে দিয়েছিলেন, চরিত্র নিয়ে বাছ বিচার করবে না। একজন অভিনেতার উচিত সব ধরনের চরিত্র ফুটিয়ে তোলা। একজন মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো দিকে থাকে। একজন অভিনেতার উচিত সেই ভালো এবং খারাপ দিকটি চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা।

বুলবুল খ্যাত অভিনেত্রী জানান, এমন একজন মানুষ যে নিজের স্ত্রী বাবা-মা বা সন্তানকে খুন করতে চায়। আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে আমি তেমন লোক দেখলে মেরে ফেলবো। কিন্তু এই চরিত্রটির বিভিন্ন দিক রয়েছে। সেটা মনে রাখতে হবে আমাদের। সিনেমায় আমার চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
Ranbir Kapoor in Animal: কীভাবে হয়েছিল অ্যানিম্যাল-এর নগ্ন দৃশ্যের শ্যুটিং, জানালেন অভিনেত্রী নিজেই

অ্যানিমেল সিনেমাতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নগ্ন দৃশ্যটি যখন শুট করা হয় তখন সেখানে মোট পাঁচজন ছিলাম। রণবীর বারবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার কোন সমস্যা হচ্ছে কিনা। পরিচালক বারবার আমাকে বলেছিলেন, যদি আমার কোন সমস্যা হয় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাকে জানায়। যতই দেরি হোক অসুবিধা নেই কিন্তু কোন সমস্যা নিয়ে দৃশ্যটি যেন আমি না করি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.