Sandipta-Soumya marriage photo gallery: রাজকীয়ভাবে বিয়ে হল সন্দীপ্তা সেনের, মালাবদল থেকে সিঁদুরদান রইল ছবির গ্যালারি
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখার্জির গলায় মালা পড়ালেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। একই দিনে রেজিস্ট্রি করে এবং বৈদিক ধর্ম মতে যাবতীয় আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন অভিনেত্রী। রাজকীয়ভাবে হয়েছে বিয়ে। বিয়ের পর বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে এসেছে বর কনের বিভিন্ন মুহূর্তের ছবি।
বিয়ের আসরে সন্দীপ্তা বসেছিলেন ফুসিয়া রংয়ের বেনারসি পড়ে। বিয়ে এবং রিসেপশন একই দিনে ছিল। দুধে আলতা রংয়ের বেনারসি তার সঙ্গে মানানসই সোনার গয়না, কপালে চন্দনের সাজ, হালকা মেকআপ ও ঠোঁটে হাসি নিয়ে রাজরানীর মত বিয়ের আসরে বসে ছিলেন সন্দীপ্তা। টায়রা টিকলিতে বিয়ের সাজে সাবেকিয়া না বজায় রেখেছিলেন তিনি। তাঁদের অনুষ্ঠানের আসর বসে ছিল পিসি চন্দ্র গার্ডেনসে।
সন্দীপ্তার বর সৌম্য এদিন বউয়ের সঙ্গে মানিয়ে হালকা গোলাপি রঙের শেরওয়ানি ও সাদা ধুতি পড়েছিলেন। মাথায় ছিল টোপর আর গলায় বরমালা। প্রখ্যাত মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর টিমের তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সম্পাদিত হয়। বর কনে একে অপরের কপালে সিঁদুর ছুঁয়ে দিয়েছিলেন।
তবে এই বিয়েতে কন্যাদান হয় না। বাকি সব নিয়ম-নীতি নিষ্ঠা ভরে পালিত হয়েছে। বিয়ের এক ঘন্টা পরেই ছিল রিসেপশন। হাতে শাখা পলা, গা ভর্তি গয়না, কপালে চন্দন, টাইরা টিকলি , নাকের নথ- নববধূ সন্দীপ্তার থেকে চোখ ফেরানো দায়।
এই বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে বিনোদন দুনিয়ার একাধিক তারকা উপস্থিত ছিলেন। তবে সকাল থেকেই চলছিল বৃষ্টি। তাই পি সি চন্দ্র গার্ডেনসে খোলা আকাশের নিচে যাবতীয় বিয়ের অনুষ্ঠান পালনে পরিকল্পনা থাকলেও সে মুহূর্তে সবকিছু বাতিল হয়ে যায়। তবে প্রাকৃতিক দুর্যোগ বিয়ের আয়োজনে খামতি হতে দেয়নি।
বিয়ের মেনু ছিল নজর কাড়া। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল থেকে শুরু করে সাদা ভাত, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, মাটন কসা, চিকেন রেজালা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাপড়, রসগোল্লা, মাখা সন্দেশ, আইসক্রিম মোট কথা অতিথিদের খাওয়ানোতে কোন কার্পণ্য করেননি সৌম্য ও সন্দীপ্তা।
বিয়ের আসরে সন্দীপ্তা বসেছিলেন ফুসিয়া রংয়ের বেনারসি পড়ে। বিয়ে এবং রিসেপশন একই দিনে ছিল। দুধে আলতা রংয়ের বেনারসি তার সঙ্গে মানানসই সোনার গয়না, কপালে চন্দনের সাজ, হালকা মেকআপ ও ঠোঁটে হাসি নিয়ে রাজরানীর মত বিয়ের আসরে বসে ছিলেন সন্দীপ্তা। টায়রা টিকলিতে বিয়ের সাজে সাবেকিয়া না বজায় রেখেছিলেন তিনি। তাঁদের অনুষ্ঠানের আসর বসে ছিল পিসি চন্দ্র গার্ডেনসে।
সন্দীপ্তার বর সৌম্য এদিন বউয়ের সঙ্গে মানিয়ে হালকা গোলাপি রঙের শেরওয়ানি ও সাদা ধুতি পড়েছিলেন। মাথায় ছিল টোপর আর গলায় বরমালা। প্রখ্যাত মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর টিমের তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সম্পাদিত হয়। বর কনে একে অপরের কপালে সিঁদুর ছুঁয়ে দিয়েছিলেন।
তবে এই বিয়েতে কন্যাদান হয় না। বাকি সব নিয়ম-নীতি নিষ্ঠা ভরে পালিত হয়েছে। বিয়ের এক ঘন্টা পরেই ছিল রিসেপশন। হাতে শাখা পলা, গা ভর্তি গয়না, কপালে চন্দন, টাইরা টিকলি , নাকের নথ- নববধূ সন্দীপ্তার থেকে চোখ ফেরানো দায়।
এই বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে বিনোদন দুনিয়ার একাধিক তারকা উপস্থিত ছিলেন। তবে সকাল থেকেই চলছিল বৃষ্টি। তাই পি সি চন্দ্র গার্ডেনসে খোলা আকাশের নিচে যাবতীয় বিয়ের অনুষ্ঠান পালনে পরিকল্পনা থাকলেও সে মুহূর্তে সবকিছু বাতিল হয়ে যায়। তবে প্রাকৃতিক দুর্যোগ বিয়ের আয়োজনে খামতি হতে দেয়নি।
বিয়ের মেনু ছিল নজর কাড়া। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল থেকে শুরু করে সাদা ভাত, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, মাটন কসা, চিকেন রেজালা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাপড়, রসগোল্লা, মাখা সন্দেশ, আইসক্রিম মোট কথা অতিথিদের খাওয়ানোতে কোন কার্পণ্য করেননি সৌম্য ও সন্দীপ্তা।
No comments:
please do not enter any spam link in the comment box