Parambrata Chatterjee and Piya Chakraborty reception: বন্ধুর বউ চুরি করে বিয়ে, ঘটা করে রিসেপশন, দেখুন পরম-পিয়ার বউভাতের ছবি

Parambrata Chatterjee and Piya Chakraborty reception: বন্ধুর বউ চুরি করে বিয়ে, ঘটা করে রিসেপশন, দেখুন পরম-পিয়ার বউভাতের ছবি
গত ২৭ নভেম্বর রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। একরকম সকলের নজর বাঁচিয়ে ঘরোয়া ভাবে হয়েছিল এই আইনি বিয়ে। তখন সীমিত কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। এই বিয়ে নিয়ে হাজারো কটাক্ষের মাঝে বাড়িতেই এবার পার্টির আয়োজন করলেন পরমব্রত এবং পিয়া। বিয়ের এক মাসের মাথায় ঘরোয়া পাটিতে কারা কারা উপস্থিত ছিলেন? জানুন।
Parambrata Chatterjee and Piya Chakraborty reception: বন্ধুর বউ চুরি করে বিয়ে, ঘটা করে রিসেপশন, দেখুন পরম-পিয়ার বউভাতের ছবি

বিয়ের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন পরমব্রত এবং পিয়া। একাধিক মিম এবং আক্রমণের মাঝে নতুন সংসার শুরু করেন তাঁরা। প্রথমে কোন কথা না বললেও পরবর্তীকালে কটাক্ষের জবাব দিয়েছিলেন দুজনেই।
Parambrata Chatterjee and Piya Chakraborty reception: বন্ধুর বউ চুরি করে বিয়ে, ঘটা করে রিসেপশন, দেখুন পরম-পিয়ার বউভাতের ছবি

বিয়ের পর সংবাদ মাধ্যমে পরমব্রত বলেছিলেন, আপাতত পুরো বিষয়টি ঘরোয়াভাবে সম্পন্ন হল। পরে একটি পার্টি দেওয়ার ইচ্ছা আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি জানতেন এই বিয়ে নিয়ে কটাক্ষের মুখে পড়তে হবে। তাই সে সব শেষ না হওয়া পর্যন্ত কোন অনুষ্ঠানের দিকে এগোবেন না। অবশেষে এক মাসের মাথায় রিসেপশনের আয়োজন করলেন তাঁরা। আর সেই অনুষ্ঠানে বাংলা সিনেমা জগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন।
Parambrata Chatterjee and Piya Chakraborty reception: বন্ধুর বউ চুরি করে বিয়ে, ঘটা করে রিসেপশন, দেখুন পরম-পিয়ার বউভাতের ছবি

এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, সস্ত্রীক সৃজিত মুখোপাধ্যায়, ইশা সাহা, রুদ্রনীল ভট্টাচার্য, লহমা ভট্টাচার্য, অরিন্দম শীল, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা, মুনমুন সেন, অরিন্দম শীল, মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত , শান্তি লাল মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সন্দীপ্তা সেন এবং তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়, শ্রীকান্ত মেহেতা, মহেন্দ্র সোনি, নিশিপাল রানে, সপরিবারে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং বিক্রম চট্টোপাধ্যায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.