Nachiketa Chakraborty losses temper: মঞ্চে দাঁড়িয়ে উদোম খিস্তি, প্রকাশ্যে মেজাজ হারালেন নচিকেতা, শুরু বিতর্ক
বর্তমান বাংলা সংগীত জগতের অন্যতম বড় তারকা নচিকেতা চক্রবর্তী। প্রায় তিন দশক ধরে বাংলা গানে রাজত্ব করছেন তিনি। আজও তাঁর গান সমান জনপ্রিয়। তবে এই শিল্পী ব্যক্তিগত জীবন হোক বা রাজনীতি মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন। মঞ্চে উঠে অকারণ গালাগালি দেওয়া তাঁর স্বভাব। একবার পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে নিজের স্বরূপ দেখালেন নচিকেতা চক্রবর্তী। যা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক।
শীতকাল এলেই জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের খড়দাহ এলাকার একটি ক্লাবে। প্রধান অতিথি হয়ে এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। নিজের ছন্দে অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই হল ছন্দপতন। গান গাইতে গাইতে মেজাজ হারিয়ে ফেললেন। একই সঙ্গে অশ্লীল ভাষায় কিছু কথা বললেন। ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, যেখানে অনুষ্ঠান করছিলেন সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে কিছু যুবক যুবতী ছবি তুলছিলেন। ব্যাপারটি গায়কের কাছে মোটেই পছন্দ হয়নি। প্রথমে তিনি সবাইকে ফোন বন্ধ করে গান শুনতে বলেন। কিন্তু গায়কের কথায় কেউ কর্ণপাত করেনি। যা দেখে ভীষণভাবে রেগে যান নচিকেতা। দর্শক আসনে বসে থাকা যুবক-যুবতীদের উদ্দেশ্যে নচিকেতা বিরক্তি সুরে বলেন, তোমরা একটু বসো তো। কেন আমার ছবি তুলছো? গান শোনো। একজন তো ছবি তুলছে তার কাছ থেকে নিয়ে নেবে। তোমরা কেন ছবি তুলছো? আমার অনুমতি নিয়েছিলে ছবি তোলার আগে? তোমরা দাঁড়িয়ে পড়লে পিছনে দর্শকরা কিভাবে দেখতে পাবে?
নচিকেতা এতগুলি কথা বলার পর যখন কেউ তাঁর কথায় কর্ণপাত করছেন না, তখন সেই যুবক-যুবতীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনকার ছেলে মেয়েরা পড়াশোনা করে না। সারাদিন হাতে একটা__ নিয়ে ঘুরে বেড়ায়। কারো কথা শোনে না। এইভাবে মুখের সামনে ক্যামেরা ধরে থাকলে কি করে গান গাওয়া যায়? এদের কিছু বলার নেই। এই বলার পর নিজের আসনে বসে ফের গান গাইতে শুরু করেন তিনি। এই ঘটনার পর নচিকেতা আর মাত্র হাতে গোনা কয়েকটি গান গেয়ে সেখান থেকে বেরিয়ে যান। আসনে বসে থাকা দর্শকরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যান। অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উঠে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে বলেন,” দয়া করে আপনারা কিছু মনে করবেন না। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। আমরা জানি আপনারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। বড় বড় গায়করা তাদের মর্জি মত কাজ করেন। আমরা হাতজোড় করে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
শীতকাল এলেই জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের খড়দাহ এলাকার একটি ক্লাবে। প্রধান অতিথি হয়ে এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। নিজের ছন্দে অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই হল ছন্দপতন। গান গাইতে গাইতে মেজাজ হারিয়ে ফেললেন। একই সঙ্গে অশ্লীল ভাষায় কিছু কথা বললেন। ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, যেখানে অনুষ্ঠান করছিলেন সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে কিছু যুবক যুবতী ছবি তুলছিলেন। ব্যাপারটি গায়কের কাছে মোটেই পছন্দ হয়নি। প্রথমে তিনি সবাইকে ফোন বন্ধ করে গান শুনতে বলেন। কিন্তু গায়কের কথায় কেউ কর্ণপাত করেনি। যা দেখে ভীষণভাবে রেগে যান নচিকেতা। দর্শক আসনে বসে থাকা যুবক-যুবতীদের উদ্দেশ্যে নচিকেতা বিরক্তি সুরে বলেন, তোমরা একটু বসো তো। কেন আমার ছবি তুলছো? গান শোনো। একজন তো ছবি তুলছে তার কাছ থেকে নিয়ে নেবে। তোমরা কেন ছবি তুলছো? আমার অনুমতি নিয়েছিলে ছবি তোলার আগে? তোমরা দাঁড়িয়ে পড়লে পিছনে দর্শকরা কিভাবে দেখতে পাবে?
নচিকেতা এতগুলি কথা বলার পর যখন কেউ তাঁর কথায় কর্ণপাত করছেন না, তখন সেই যুবক-যুবতীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনকার ছেলে মেয়েরা পড়াশোনা করে না। সারাদিন হাতে একটা__ নিয়ে ঘুরে বেড়ায়। কারো কথা শোনে না। এইভাবে মুখের সামনে ক্যামেরা ধরে থাকলে কি করে গান গাওয়া যায়? এদের কিছু বলার নেই। এই বলার পর নিজের আসনে বসে ফের গান গাইতে শুরু করেন তিনি। এই ঘটনার পর নচিকেতা আর মাত্র হাতে গোনা কয়েকটি গান গেয়ে সেখান থেকে বেরিয়ে যান। আসনে বসে থাকা দর্শকরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যান। অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উঠে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে বলেন,” দয়া করে আপনারা কিছু মনে করবেন না। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। আমরা জানি আপনারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। বড় বড় গায়করা তাদের মর্জি মত কাজ করেন। আমরা হাতজোড় করে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
No comments:
please do not enter any spam link in the comment box