সিনেমা জগতে কেউ নাকি কখনো বন্ধু হতে পারে না। এই ধ্রুব সত্যটি মিথ্যা প্রমাণিত করেছেন সুপারস্টার দেব এবং সোহম চক্রবর্তী। দুজনেই টলি পাড়ার নামী অভিনেতা। কিন্তু কোনদিনই কখনও রেষারেষি ছিল না। আজও নেই। বরং বেশ ভালো বন্ধু তাঁরা। একসঙ্গে কাজ করার পাশাপাশি একে অপরের সিনেমার প্রচার পর্যন্ত করে থাকে থাকেন। সদ্য মুক্তি পেয়েছে দুজনের ছবি প্রধান। এই ছবিতে দেব এবং সোহম পুলিশ ইন্সপেক্টর এর ভূমিকায় অভিনয় করেছেন।
ছবি প্রচারের একটি সাক্ষাৎকারে সোহম বলেন, ইন্ডাস্ট্রিতে অন্য সবার সাথে ফরমাল সম্পর্ক হলেও তাঁর এবং দেবের বন্ধুত্ব তেমন নয়। বরং ছোটবেলার বন্ধুর মতই দেবের সঙ্গে মেশেন। দেব তাঁর বাড়িতে এসেও আড্ডা দিয়ে থাকেন। জানিয়েছেন সোহম।
দেব এবং সোহমের বন্ধুত্ব যখন এতটাই গভীর, তখন বিয়ে করা নিয়ে বন্ধুকে কি পরামর্শ দিয়েছেন সহ অভিনেতা? নিজে প্রায় ১০ বছর ধরে সংসার করছেন। অন্যদিকে, দেব বিয়ের পিঁড়িতে না বসলেও বহু বছর ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন। উত্তরের সোহম জানান, দেব তো বিয়ে না করেই বিবাহিত। তিনি নাকি আরো বেশি কষ্টে আছেন। এমনকি তিনি নাকি অভিনেতাকে এটাও বলেন, সোহম বিয়ে করার পর পরাধীন হয়েছেন । আর তিনি বিয়ে না করেই এখন স্বাধীনতা হারিয়েছেন। জবাবের সোহম দেবকে বলেছেন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়ে নেওয়ায় ভালো।
সোহমের দাম্পত্য জীবনের কথা বলা হলে, দীর্ঘদিনের বান্ধবী তনয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। দেখতে দেখতে একসঙ্গে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন তাঁরা। বিনোদন ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকেন, সেখানে স্ত্রীয়ের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা।
ছবি প্রচারের একটি সাক্ষাৎকারে সোহম বলেন, ইন্ডাস্ট্রিতে অন্য সবার সাথে ফরমাল সম্পর্ক হলেও তাঁর এবং দেবের বন্ধুত্ব তেমন নয়। বরং ছোটবেলার বন্ধুর মতই দেবের সঙ্গে মেশেন। দেব তাঁর বাড়িতে এসেও আড্ডা দিয়ে থাকেন। জানিয়েছেন সোহম।
দেব এবং সোহমের বন্ধুত্ব যখন এতটাই গভীর, তখন বিয়ে করা নিয়ে বন্ধুকে কি পরামর্শ দিয়েছেন সহ অভিনেতা? নিজে প্রায় ১০ বছর ধরে সংসার করছেন। অন্যদিকে, দেব বিয়ের পিঁড়িতে না বসলেও বহু বছর ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন। উত্তরের সোহম জানান, দেব তো বিয়ে না করেই বিবাহিত। তিনি নাকি আরো বেশি কষ্টে আছেন। এমনকি তিনি নাকি অভিনেতাকে এটাও বলেন, সোহম বিয়ে করার পর পরাধীন হয়েছেন । আর তিনি বিয়ে না করেই এখন স্বাধীনতা হারিয়েছেন। জবাবের সোহম দেবকে বলেছেন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়ে নেওয়ায় ভালো।
সোহমের দাম্পত্য জীবনের কথা বলা হলে, দীর্ঘদিনের বান্ধবী তনয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। দেখতে দেখতে একসঙ্গে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন তাঁরা। বিনোদন ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকেন, সেখানে স্ত্রীয়ের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা।
No comments:
please do not enter any spam link in the comment box