Arbaz khan and Shurra khan marriage: ৫৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, দেখুন কত সুন্দরী নতুন বউ
বয়স ৫৬ হলে কি হবে? মনে এখনো বসন্ত। তাই তো ফের একবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা আরবাজ খান। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। মালাইকা এখন অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন করছেন। পুরনো ব্যথা ভুলে নতুন করে সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়লেন আরবাজ খান। 24 শে ডিসেম্বর রাতে আরবাজ এবং সুরা খানের নিকাহ সম্পন্ন হয়েছে। বিয়ের ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে লেগেছে। অনেকেই বলতে শুরু করেছেন, সৌন্দর্যের দিক থেকে প্রথম স্ত্রী মালাইকাকে দশ গোল দেবেন নতুন বউ সুরা খান।
বিয়ের ১৯ বছর পর মালাইকা এবং আরবাজের মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি অর্জুন কাপুরের প্রেমিকা। অন্যদিকে সালমানের ভাই আরবাজ জর্জিয়া আন্ধ্রিয়ামিকে ডেট করতে শুরু করেন। বেশ কিছুদিন চলেছিল সেই সম্পর্ক। তবে জর্জিয়া আর আরবাজের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই সালমান খানের ভাইয়ের জীবনে আসেন সুরা খান।
মেকআপ শিল্পী হিসেবে কাজ করেন সুরা। তিনি রবীনা ট্যান্ডন এবং তার মেয়ে রাশা থাদানীর মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। রবিবার দুই পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠানটি শেষ হয়। বিয়েতে প্যাস্টেল রংয়ের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানি পড়েছিলেন আরবাজ খান। অন্যদিকে একই রঙের লেহেঙ্গা পড়েছিলেন সুরা। বাবার বিয়েতে এসেছিলেন মালাইকা এবং আরবাজ খানের ছেলে আরহান খান। বাবা এবং নতুন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ খানের ভাই সোহেল খান ও তাঁর দুই পুত্র। বাবা সেলিম, দুই মা সালমা ও হেলেন, বোন আলভিরা ও ভগ্নিপতি অতুল উপস্থিত ছিলেন।
এছাড়া সালমান খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, বাবা সিদ্দিকী, ফারহা খান, সাজিদ খানরা। সাজিদ খান এদিন বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “তাঁদের পরিবারে এই নতুন সদস্য আসায় ‘খান’ পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ আমি ওদের শুভেচ্ছা জানাই।” অন্যদিকে রবীনা ট্যান্ডন আরবাজের সঙ্গে ছবির শুটিং সেট থেকে একটি নাচের ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘মুবারক!মুবারক!মুবারক! আমার প্রিয় সুরা ও আরবাজ খান। এসবকিছুই আশ্বর্যজনক। আভি তো পার্টি শুরু হুই হ্যায় মিসেস অ্যান্ড মিস্টার সুরা আরবাজ খান।’’ উল্লেখ্য বিয়ের এই অনুষ্ঠানটি আসলে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হয়েছিল।
বিয়ের ১৯ বছর পর মালাইকা এবং আরবাজের মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি অর্জুন কাপুরের প্রেমিকা। অন্যদিকে সালমানের ভাই আরবাজ জর্জিয়া আন্ধ্রিয়ামিকে ডেট করতে শুরু করেন। বেশ কিছুদিন চলেছিল সেই সম্পর্ক। তবে জর্জিয়া আর আরবাজের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই সালমান খানের ভাইয়ের জীবনে আসেন সুরা খান।
মেকআপ শিল্পী হিসেবে কাজ করেন সুরা। তিনি রবীনা ট্যান্ডন এবং তার মেয়ে রাশা থাদানীর মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। রবিবার দুই পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠানটি শেষ হয়। বিয়েতে প্যাস্টেল রংয়ের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানি পড়েছিলেন আরবাজ খান। অন্যদিকে একই রঙের লেহেঙ্গা পড়েছিলেন সুরা। বাবার বিয়েতে এসেছিলেন মালাইকা এবং আরবাজ খানের ছেলে আরহান খান। বাবা এবং নতুন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ খানের ভাই সোহেল খান ও তাঁর দুই পুত্র। বাবা সেলিম, দুই মা সালমা ও হেলেন, বোন আলভিরা ও ভগ্নিপতি অতুল উপস্থিত ছিলেন।
এছাড়া সালমান খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, বাবা সিদ্দিকী, ফারহা খান, সাজিদ খানরা। সাজিদ খান এদিন বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “তাঁদের পরিবারে এই নতুন সদস্য আসায় ‘খান’ পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ আমি ওদের শুভেচ্ছা জানাই।” অন্যদিকে রবীনা ট্যান্ডন আরবাজের সঙ্গে ছবির শুটিং সেট থেকে একটি নাচের ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘মুবারক!মুবারক!মুবারক! আমার প্রিয় সুরা ও আরবাজ খান। এসবকিছুই আশ্বর্যজনক। আভি তো পার্টি শুরু হুই হ্যায় মিসেস অ্যান্ড মিস্টার সুরা আরবাজ খান।’’ উল্লেখ্য বিয়ের এই অনুষ্ঠানটি আসলে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হয়েছিল।
No comments:
please do not enter any spam link in the comment box