Srabanti Chatterjee ex-boyfriends: চতুর্থ প্রেমিকও হাতছাড়া, শ্রাবন্তীকে ছেড়ে অন্য প্রেম খুঁজে নিলেন অভিরূপ, দেখুন ছবি

Srabanti Chatterjee ex-boyfriends: চতুর্থ প্রেমিকও হাতছাড়া, শ্রাবন্তীকে ছেড়ে অন্য প্রেম খুঁজে নিলেন অভিরূপ, দেখুন ছবি
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একের পর এক বিয়ে এবং নতুন ভাবে প্রেমে পড়া, তার জীবনের এক অভিন্ন সত্যি। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সাথে বিচ্ছেদের পর হঠাতই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdhury) সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর শোনা গিয়েছিল চারিদিকে। এখন বর্তমানে কার সাথে সম্পর্কের রয়েছেন অভিরূপ?
Srabanti Chatterjee ex-boyfriends: চতুর্থ প্রেমিকও হাতছাড়া, শ্রাবন্তীকে ছেড়ে অন্য প্রেম খুঁজে নিলেন অভিরূপ, দেখুন ছবি

অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের কথা শোনা গেলেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রাবন্তী এবং অভিরূপ দুজনেই। বেশ কিছুদিন অভিরূপ এবং শ্রাবন্তীকে একসঙ্গে দেখা গেলেও হঠাৎ করেই ক্যামেরার সামনে থেকে উধাও হয়ে গেলেন দুজনেই, ফলে মানুষ ধরে নিয়েছিল শ্রাবন্তী এবং অভিরূপের সম্পর্কের কথাটি সম্পূর্ণভাবে গুজব। আর যদি গুজব নাও হয় তাহলে সম্পর্কটি তৈরি হয়েছিল কিছুদিনের জন্য। বর্তমানে দুজনে বেছে নিয়েছেন আলাদা আলাদা রাস্তা। একদিকে শ্রাবন্তী যেমন কিছুদিন আগেই থাইল্যান্ডে ঘুরে এলেন নিজের পুত্র এবং হবু পুত্রবধূর সঙ্গে, তেমন অন্যদিকে অভিরূপ নাগ চৌধুরী তার বর্তমান প্রেমিকা শেলি চৌধুরীর সঙ্গে প্রকাশ্যে প্রেম জাহির করতে পিছুপা হচ্ছেন না। তবে একে অপরের সঙ্গে সম্পর্কে না থাকলেও অভিরূপের সঙ্গে কিন্তু এখনো বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে শ্রাবন্তীর। অন্তত এমনটাই শোনা গেল অভিনেত্রীর মুখে।
Srabanti Chatterjee ex-boyfriends: চতুর্থ প্রেমিকও হাতছাড়া, শ্রাবন্তীকে ছেড়ে অন্য প্রেম খুঁজে নিলেন অভিরূপ, দেখুন ছবি

অভিরূপকে নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তী বলেন,” আমরা একই আবাসনে থাকি। ভীষণ ভালো বন্ধু আমরা। আমাদের মধ্যে কোন বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু আমি। গতবছর আমার বাড়ির পুজোতেও অভিরূপকে নিমন্ত্রণ করা হয়েছিল।” তবে শ্রাবন্তী মুখে যাই বলুন না কেন মাস ছয়েক হলো একে অপরকে আনফলো করে দিয়েছেন অভিরূপ এবং শ্রাবন্তী। প্রসঙ্গত, শ্রাবন্তী এখন সিঙ্গেল হলেও তিনি কিন্তু আইনিভাবে এখনো তৃতীয় স্বামী রোশনের স্ত্রী। ২০২১ সালে রোশনের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করে প্রতিমাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছিলেন অভিনেত্রী, যা দিতে অস্বীকার করেন রোশন। সেই মামলা আজও বর্তমান। তবে আইনিভাবে রোশনের স্ত্রী হলেও শ্রাবন্তীর সারা শরীরে কোথাও নেই বৈবাহিক চিহ্নের ছিটে ফোটাও।
Srabanti Chatterjee ex-boyfriends: চতুর্থ প্রেমিকও হাতছাড়া, শ্রাবন্তীকে ছেড়ে অন্য প্রেম খুঁজে নিলেন অভিরূপ, দেখুন ছবি

থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে এসে আপাতত তিনি ভীষণ ব্যস্ত 'দেবী চৌধুরানী' সিনেমার শুটিং নিয়ে। সিনেমায় প্রথমে বধু বেশে, ফের শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়া এক অসহায় নারীর বেশে, সর্বশেষ দেবী চৌধুরানীর সাজে আমরা দেখতে পাব অভিনেত্রীকে। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন শ্রাবন্তী।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.