Kanchan Mallick first wife: কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন ? জেনে নিন অভিনেত্রীর প্রকৃত পরিচয়

Kanchan Mallick first wife: কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন ? জেনে নিন অভিনেত্রীর প্রকৃত পরিচয়
সিনেমার অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ চিরকাল। কোন তারকা কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কার বিয়ে হতে চলেছে বা কে বিবাহ বন্ধন থেকে নিজেকে মুক্ত করলেন। এই সমস্ত খবর সবসময় শিরোনামে থাকে। কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি ব্যানার্জি সম্পর্কের মধ্যে শ্রীময়ী চট্টরাজ যখন ঢুকে পড়েছিলেন তখন শুরু হয়েছিল নতুন বিতর্ক। কাঞ্চন শ্রীময়ী এবং পিংকির ত্রিকোণ প্রেমের কথা বলতে গেলে কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের কথা উঠে আসবেই।
Kanchan Mallick first wife: কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন ? জেনে নিন অভিনেত্রীর প্রকৃত পরিচয়

সাধারণ মানুষ কাঞ্চন মল্লিকের স্ত্রী কথা বলতে গেলে পিংকি ব্যানার্জীর কথা বলেন। কিন্তু অনেকেই জানেন না কাঞ্চন মল্লিক প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতাকে। সাড়ে সাত বছর সংসার করার পর অজ্ঞাত কারণে তাঁদের সংসার ভেঙে যায়। বর্তমানে বাবা-মা ও একটি বিড়াল ছানাকে নিয়ে দিন কাটাচ্ছেন অনিন্দিতা। তবে আর বিয়ের সম্পর্কে যেতে রাজি হন তিনি। এই অনিন্দিতা বাংলা টেলিভিশনের একজন অভিনেত্রী।
Kanchan Mallick first wife: কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন ? জেনে নিন অভিনেত্রীর প্রকৃত পরিচয়

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনিন্দিতা বলেছেন, সাড়ে সাত বছরের দাম্পত্য জীবন ছিল। বহুদিন আগে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন আর এই নিয়ে নতুন করে কিছু বলতে চায় না। ওর জীবনে কি হচ্ছে তা দেখার জন্য ওর পরিবার আছে। এটা সম্পূর্ণভাবে ওদের বিষয় এই নিয়ে আমি কোন মন্তব্য করার কেউ নই। তবে ওর কাছ থেকে যদি তখন টাকা নিতাম, তাহলে ওর অবস্থা যে কি হতো সেটা আর বলছি না।
Kanchan Mallick first wife: কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন ? জেনে নিন অভিনেত্রীর প্রকৃত পরিচয়

ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে দেওয়ার পর এখন আর নতুন করে কোন আফসোস আছে কিনা জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানান, যে কাজটা আমার সময় মত করার কথা ছিল তা আমি করিনি। ভুলটা পুরোপুরি আমার বিজ্ঞাপন বা ধারাবাহিকে কাজ করতে গিয়ে অনেকবার সিনেমায় কাজের সুযোগ হারিয়েছি। আমি তবে খুব কৌশিক গাঙ্গুলীর সিনেমায় যদি অভিনয় করার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই করব।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.