Soumitrisha kundu interview: দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, আমার মতো স্টার…, সৌমিতৃষাকে ধুয়ে দিল নেটিজেনরা

Soumitrisha kundu interview: দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, আমার মতো স্টার…, সৌমিতৃষাকে ধুয়ে দিল নেটিজেনরা
মিঠাই থেকে সোজা দেবের নায়িকা। ছোট পর্দা কাঁপানোর পর এবার বড় পর্দায় পা রেখেছেন সৌমিতৃষা কুন্ডু। বড়দিনের আবহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘প্রধান’। মিঠাই রানির খোলস ছেড়ে এই ছবিতে রুমি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন প্রচুর অভিনেত্রী আছেন যারা ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেছিলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মানালি দে, শ্বেতা ভট্টাচার্যদের নাম। সেই তালিকায় নতুন সংযোজন সৌমিতৃষা। যদিও নেটিজেনদের একাংশের মতে সিনেমাতে পা রাখার আগেই অহংকার বেড়ে গিয়েছে তাঁর।
Soumitrisha kundu interview: দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, আমার মতো স্টার…, সৌমিতৃষাকে ধুয়ে দিল নেটিজেনরা

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, ছোট পর্দায় আমার মত কেউ সাফল্য পাবে কিনা সন্দেহ আছে। অভিনেত্রীর এই মন্তব্য কিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই তাঁকে অহংকারী বলে ডাকতে শুরু করেছে। কিন্তু কেন তিনি এমন কথা বলছেন? অভিনেত্রী কাছে প্রশ্ন রাখা হয় ছোট পর্দায় আপনি যে সাফল্য পেয়েছেন বড় পর্দায় নায়িকা হিসেবে তেমনটা যদি না হয়, তখন কি করবেন? উত্তরে তিনি জানান, ছোট পর্দায় আমার মতো কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে। প্রধান-এর শুটিং এর সময় ভারত লক্ষ্মী স্টুডিওতে গিয়েছিলাম। ওখানেই মিঠাই-এর সেট পড়েছিল। দারোয়ান জানালেন, আমার সঙ্গে দেখা করতে প্রত্যেকদিন কম করে ৫০ থেকে ৬০ জন অপেক্ষা করতেন।
Soumitrisha kundu interview: দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, আমার মতো স্টার…, সৌমিতৃষাকে ধুয়ে দিল নেটিজেনরা

সৌমিতৃষার সংযোজন, উপহার হিসেবে বাংলাদেশ থেকে সোনার হার পেয়েছি। আমার জন্মদিনের নদীয়ার বড়মার কাছে পুজো দেওয়া হতো। অসুস্থ হয়ে পড়লে অনেকে নামাজ পড়তেন, কেউ মন্দিরে আমার ছবি নিয়ে পুজো দিয়েছেন। এই খ্যাতি আর কখনো পাবো কিনা জানি না। তবে মিঠাই এর যাবতীয় স্টারডম ছেড়ে প্রধান ছবির রুমি হয়েছি। আগের খ্যাতি মাথায় নিয়ে চললে অহংকার চলে আসবে। যেকোনো কাজ আবার শূন্য থেকে শুরু করতে হবে। এরপর অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, প্রজাপতি ছবির পর ফের সিরিয়ালে কাম ব্যাক করেছেন শ্বেতা ভট্টাচার্য। এ নিয়ে তাঁর কি বক্তব্য? উত্তরে 'প্রধান' ছবির নায়িকা জানান, বড় পর্দায় কাজ করতে হলে ধৈর্য রাখতে হবে। অভিনয় জীবনটা ব্যবসার মতো লাভ লোকসান হবে। তাই বলে ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত হবে না। আমার আগামী দিনের ইচ্ছে বড় পর্দায় টিকে থাকার, আরও ভালো ভালো কাজ করা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.