Zee Bangla Iche Putul serial: অন্তিম পর্বে ধামাকা মোড়, শেষ হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়াল, ফাঁস হল শেষ পর্বের ট্যুইস্ট
নতুন বছরে স্টার জলসা এবং জি বাংলায় আসতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। আর নতুন জিনিস এলে পুরোনোদের জায়গা ছেড়ে দিতে হয়। এটাই রীতি। তাই শেষ হওয়ার পথে একাধিক ধারাবাহিক। আবার অনেক ক্ষেত্রে দর্শকদের কাছে সিরিয়ালের গল্প একঘেয়ে হয়ে গেলে সেগুলো বন্ধ করে দেয় চ্যানেল। এবার শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'ইচ্ছে পুতুল'। কবে দেখানো হবে অন্তিম পর্ব?
এই সিরিয়ালে দেখানো হচ্ছে, বেশ কয়েক মাস ধরে গল্পের নায়ক নায়িকা অর্থাৎ মেঘ এবং নীল একে অপরের থেকে দূরে রয়েছে। কিছুতেই তাঁদের মধ্যে দূরত্ব কমছে না। উল্টে বরং বেড়েই চলেছে। গল্পে ভিলেন ময়ূরী একের পর এক চাল দিয়ে নায়ক নায়িকাদের আলাদা করে দিচ্ছে। মাঝে মাঝে ধরা পড়ে গেলেও সে কিছুতেই নিজেকে বদলাচ্ছে না। বরং তার চক্রান্ত বেড়েই চলেছে। আর ময়ূরীকে সঙ্গ দিচ্ছে রূপ। দুজনে মিলে চাইছে যে কোন ভাবে হোক মেঘের যেন সর্বনাশ হয়।
গল্প এখন মোটামুটি এইভাবে এগোলে ও দর্শকদের মনে যেন কোনভাবেই আর জায়গা করতে পারছে না ইচ্ছে পুতুল। তবুও দর্শকদের ভালোবাসায় সন্ধে ছটার স্লটে রমরম করে চলছে এই ধারাবাহিক। এক সময় ইচ্ছে পুতুল টক্কর দিত অনুরাগের ছোঁয়াকে। কিন্তু দাদাগিরি সম্প্রচারিত হওয়ার পর সপ্তাহে ছয় দিনের বদলে ৫ দিন করে দেখানো হয় এই ধারাবাহিক। পরে অবশ্য ইচ্ছে পুতুল তার পুরনো জায়গা ফিরে পেয়েছিল। আগে প্রতিদিন রাত সাড়ে নটার স্লটে ইচ্ছে পুতুল সম্প্রচারিত হত। পরে সেটি সন্ধে ছটায় নিয়ে আসা হয়। তখনো টিআরপি ধরে রাখতে পেরেছিল এই ধারাবাহিক। কিন্তু কিছুদিন যাবত ধারাবাহিকটি ক্রমশ পিছিয়ে পড়তে লেগেছে। গত সপ্তাহ থেকে 'তোমাদের রানী' এই ধারাবাহিকের কাছে হেরে যেতে হয়েছে ইচ্ছে পুতুলকে। তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল?
মাছ দুয়েক আগে ইচ্ছে পুতুল বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা যায় খবরটি ভুয়ো। কিন্তু এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে অন্তিম সময় উপস্থিত। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক শুরু হবে। আর তাই ইচ্ছে পুতুলকে জায়গা ছেড়ে দিতে হবে। তবে ঠিক কোন পথে ধারাবাহিকটি শেষ হবে তা জানা না গেলেও দর্শকরা মনে করছে, দীর্ঘ বিচ্ছেদের পর মেঘ এবং নীল নতুন করে সংসার করবে। ময়ূরী জেলে যাবে। জিষ্ণুর সঙ্গে নতুন করে ঘর বাঁধবে গিনি। সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়ে সকলে নতুন করে সংসার শুরু করবে। আর এভাবেই শেষ হবে ইচ্ছে পুতুলের গল্প।
এই সিরিয়ালে দেখানো হচ্ছে, বেশ কয়েক মাস ধরে গল্পের নায়ক নায়িকা অর্থাৎ মেঘ এবং নীল একে অপরের থেকে দূরে রয়েছে। কিছুতেই তাঁদের মধ্যে দূরত্ব কমছে না। উল্টে বরং বেড়েই চলেছে। গল্পে ভিলেন ময়ূরী একের পর এক চাল দিয়ে নায়ক নায়িকাদের আলাদা করে দিচ্ছে। মাঝে মাঝে ধরা পড়ে গেলেও সে কিছুতেই নিজেকে বদলাচ্ছে না। বরং তার চক্রান্ত বেড়েই চলেছে। আর ময়ূরীকে সঙ্গ দিচ্ছে রূপ। দুজনে মিলে চাইছে যে কোন ভাবে হোক মেঘের যেন সর্বনাশ হয়।
গল্প এখন মোটামুটি এইভাবে এগোলে ও দর্শকদের মনে যেন কোনভাবেই আর জায়গা করতে পারছে না ইচ্ছে পুতুল। তবুও দর্শকদের ভালোবাসায় সন্ধে ছটার স্লটে রমরম করে চলছে এই ধারাবাহিক। এক সময় ইচ্ছে পুতুল টক্কর দিত অনুরাগের ছোঁয়াকে। কিন্তু দাদাগিরি সম্প্রচারিত হওয়ার পর সপ্তাহে ছয় দিনের বদলে ৫ দিন করে দেখানো হয় এই ধারাবাহিক। পরে অবশ্য ইচ্ছে পুতুল তার পুরনো জায়গা ফিরে পেয়েছিল। আগে প্রতিদিন রাত সাড়ে নটার স্লটে ইচ্ছে পুতুল সম্প্রচারিত হত। পরে সেটি সন্ধে ছটায় নিয়ে আসা হয়। তখনো টিআরপি ধরে রাখতে পেরেছিল এই ধারাবাহিক। কিন্তু কিছুদিন যাবত ধারাবাহিকটি ক্রমশ পিছিয়ে পড়তে লেগেছে। গত সপ্তাহ থেকে 'তোমাদের রানী' এই ধারাবাহিকের কাছে হেরে যেতে হয়েছে ইচ্ছে পুতুলকে। তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল?
মাছ দুয়েক আগে ইচ্ছে পুতুল বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা যায় খবরটি ভুয়ো। কিন্তু এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে অন্তিম সময় উপস্থিত। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক শুরু হবে। আর তাই ইচ্ছে পুতুলকে জায়গা ছেড়ে দিতে হবে। তবে ঠিক কোন পথে ধারাবাহিকটি শেষ হবে তা জানা না গেলেও দর্শকরা মনে করছে, দীর্ঘ বিচ্ছেদের পর মেঘ এবং নীল নতুন করে সংসার করবে। ময়ূরী জেলে যাবে। জিষ্ণুর সঙ্গে নতুন করে ঘর বাঁধবে গিনি। সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়ে সকলে নতুন করে সংসার শুরু করবে। আর এভাবেই শেষ হবে ইচ্ছে পুতুলের গল্প।
No comments:
please do not enter any spam link in the comment box