হিন্দির পাশাপাশি নানা আঞ্চলিক ভাষায় প্রতিনিয়ত একাধিক সিরিয়াল তৈরি হচ্ছে। বন্ধ হচ্ছে। আবার তৈরি হচ্ছে। কোনওটি খুব হিট হয়, কোনওটি আবার চূড়ান্ত ফ্লপ। বাড়ির মহিলাদের কাছে সিরিয়ালের জনপ্রিয়তা সবথেকে বেশি। বিশেষ করে সারা দেশে হিন্দি সিরিয়াল সবথেকে বেশি চলে। কিন্তু জানেন কি ? দেশের সবথেকে জঘন্য সিরিয়াল কোনটি ? না, বাংলায় নয়। হিন্দি ভাষাতেই তৈরি হয়েছিল সেই সিরিয়াল। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে সেই সিরিয়ালের নাম।
সম্প্রতি IMDB রিপোর্ট অনুযায়ী সবথেকে জঘন্য সিরিয়ালের নাম জানা গিয়েছে। The Internet Movie Database বা সংক্ষেপে IMDB সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজের গুণমান বিচার করে রেটিং দেয়। সেখানে সবথেকে কম রেটিং পেয়েছে ৯০-এর দশকে সম্প্রচারিত ‘Hello Friend’ নামের একটি সিরিয়াল। এটি এখনও পর্যন্ত ভারতে সবথেকে জঘন্য সিরিয়াল। রেটিংয়ের দিক থেকে সবার নীচে অবস্থান করছে কমেডি ঘরানার এই সিরিয়াল।
৯০-এর দশকে জাতীয় টেলিভিশনে নানা সাবজেক্টের সিরিয়াল সম্প্রচারিত হত। সেখানে পারিবারিক গল্প যেমন ছিল, তেমনি ছিল দেশপ্রেম। শাশুড়ি-বউমার ঝগড়া বা পারিবারিক কলহ, পরকীয়া ইত্যাদি বিষয় নিয়ে সিরিয়াল ৯০-এর দশকের শেষ থেকে শুরু হল। তার আগে দূরদর্শন-এ সিরিয়ালের বিষয় বস্তু ছিল মূলত সাহিত্যিক ধর্মী। ‘হ্যালো ফ্রেন্ডস’ সম্প্রচারিত হত স্টার প্লাস-এ। এই সিরিয়ালের বিষয়বস্তু ছিল সম্পূর্ণ আলাদা। মূলত কমেডি ধরণের। কিন্তু তাও সিরিয়ালটি দর্শকদের পচ্ছন্দ হয়নি। কারণ, এটি একটি ইংলিশ সিরিজের হুবহু কপি ছিল। ৯০-এর দশকে আমেরিকায় ‘ফ্রেন্ডস’ নামের একটি সিরিজ দারুণ হিট করেছিল। সেই জনপ্রিয়তা দেখে পরিচালক অজিত পাল এর রিমেক বানানোর সিদ্ধান্ত নেন। ১৯৯৯ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। কিন্তু মাত্র ২৬ এপিসোড দেখানোর পর ধারাবাহিকটি বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা।
হিন্দির এই সিরিয়াল আসল ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের প্রত্যেকটি সিন হুবহু কপি করে বানানো হয়েছিল। যা ভালোভাবে নেননি ভারতের দর্শকরা। তাই যেখানে আসল সিরিয়ালটি চার বছর পর্যন্ত চলেছিল, সেখানে ‘হ্যালো ফ্রেন্ডস’ এর মেয়াদ ছিল মাত্র ২৬টা এপিসোড। এই সিরিয়ালটিকে আইএমডিবির বিচারে ভারতের সবথেকে ‘জঘন্য সিরিয়াল’ (worst serial) বলে ধরা হয়। যার রেটিং মাত্র ১। তবে ‘হ্যালো ফ্রেন্ডস’ একা শুধু নয়, এই তালিকাতে আরও বেশ কিছু ভারতীয় সিরিয়ালের নাম রয়েছে। যেমন শ্বশুরাল সিমর কা ১.১, কিউ কি সাস ভি কাভি বহু থি ১.৬, বিগ বস ওটিটি ২, কুন্ডলী ভাগ্য ২.১, সাথ নিভানা সাথিয়া ২.২, কাহিনী ঘর ঘর কি ২.২, ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে ২.৩।
সম্প্রতি IMDB রিপোর্ট অনুযায়ী সবথেকে জঘন্য সিরিয়ালের নাম জানা গিয়েছে। The Internet Movie Database বা সংক্ষেপে IMDB সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজের গুণমান বিচার করে রেটিং দেয়। সেখানে সবথেকে কম রেটিং পেয়েছে ৯০-এর দশকে সম্প্রচারিত ‘Hello Friend’ নামের একটি সিরিয়াল। এটি এখনও পর্যন্ত ভারতে সবথেকে জঘন্য সিরিয়াল। রেটিংয়ের দিক থেকে সবার নীচে অবস্থান করছে কমেডি ঘরানার এই সিরিয়াল।
৯০-এর দশকে জাতীয় টেলিভিশনে নানা সাবজেক্টের সিরিয়াল সম্প্রচারিত হত। সেখানে পারিবারিক গল্প যেমন ছিল, তেমনি ছিল দেশপ্রেম। শাশুড়ি-বউমার ঝগড়া বা পারিবারিক কলহ, পরকীয়া ইত্যাদি বিষয় নিয়ে সিরিয়াল ৯০-এর দশকের শেষ থেকে শুরু হল। তার আগে দূরদর্শন-এ সিরিয়ালের বিষয় বস্তু ছিল মূলত সাহিত্যিক ধর্মী। ‘হ্যালো ফ্রেন্ডস’ সম্প্রচারিত হত স্টার প্লাস-এ। এই সিরিয়ালের বিষয়বস্তু ছিল সম্পূর্ণ আলাদা। মূলত কমেডি ধরণের। কিন্তু তাও সিরিয়ালটি দর্শকদের পচ্ছন্দ হয়নি। কারণ, এটি একটি ইংলিশ সিরিজের হুবহু কপি ছিল। ৯০-এর দশকে আমেরিকায় ‘ফ্রেন্ডস’ নামের একটি সিরিজ দারুণ হিট করেছিল। সেই জনপ্রিয়তা দেখে পরিচালক অজিত পাল এর রিমেক বানানোর সিদ্ধান্ত নেন। ১৯৯৯ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। কিন্তু মাত্র ২৬ এপিসোড দেখানোর পর ধারাবাহিকটি বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা।
হিন্দির এই সিরিয়াল আসল ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের প্রত্যেকটি সিন হুবহু কপি করে বানানো হয়েছিল। যা ভালোভাবে নেননি ভারতের দর্শকরা। তাই যেখানে আসল সিরিয়ালটি চার বছর পর্যন্ত চলেছিল, সেখানে ‘হ্যালো ফ্রেন্ডস’ এর মেয়াদ ছিল মাত্র ২৬টা এপিসোড। এই সিরিয়ালটিকে আইএমডিবির বিচারে ভারতের সবথেকে ‘জঘন্য সিরিয়াল’ (worst serial) বলে ধরা হয়। যার রেটিং মাত্র ১। তবে ‘হ্যালো ফ্রেন্ডস’ একা শুধু নয়, এই তালিকাতে আরও বেশ কিছু ভারতীয় সিরিয়ালের নাম রয়েছে। যেমন শ্বশুরাল সিমর কা ১.১, কিউ কি সাস ভি কাভি বহু থি ১.৬, বিগ বস ওটিটি ২, কুন্ডলী ভাগ্য ২.১, সাথ নিভানা সাথিয়া ২.২, কাহিনী ঘর ঘর কি ২.২, ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে ২.৩।
No comments:
please do not enter any spam link in the comment box