বর্তমান সময়ে বিয়ে ভাঙা যেন জলভাত ব্যাপার। সামান্য মনোমালিন্য হলেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অনেকে। সিনেমা জগত এর বাইরে নয়। চলতি বছরে বেশ কিছু তারকা যেমন সংসার পেতেছেন, তেমনি বেশ কিছু জুটির সম্পর্ক ভেঙে গিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই হয়েছে। স্তম্ভিত হয়েছে সাধারণ মানুষ। বছরের শেষ দিনে ফিরে দেখব কোন কোন তারকা জুটির বিচ্ছেদ হয়েছে।
Jeetu Kamal and Nabanita Das: চলতি বছরে সবথেকে আলোচিত জুটি ছিল জিতু কামাল এবং নবনীতা দাস। তাঁদের ভক্তরা মনে করতেন, এঁরা বোধহয় একে অপরের জন্য পৃথিবীতে এসেছেন। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের চার বছরের মাথায় হঠাৎ ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা করেন নবনীতা। এই নিয়ে অনেক জলঘোলা হয়। প্রথমে সবার ধারণা হয়েছিল, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জিতু। কিন্তু তা নয়, পরকীয়া করছেন নবনীতা। এক ব্যবসায়ীর পুত্রের সঙ্গে প্রেম করছেন তিনি। যা থেকে এই বিচ্ছেদ।
Sohini Sarkar And Rajanoy Bishnu: এই বছরের মাঝামাঝি সময়ে রনজয় বিষ্ণু এবং সোহিনী সরকারের সম্পর্কের ভাঙ্গনের কথা শোনা যায়। প্রথমদিকে কেউ কোন কথা না বললেও পড়ে চলতি বছর তাদের সম্পর্কে ভাঙ্গনের কথা স্বীকার করে নেন দুজনেই। রণজয় এই মুহূর্তে সিঙ্গেল থাকলেও সোহিনীর নাম জড়িয়েছে অন্যতম সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সঙ্গে।
Shovon Ganguly and Swastika Dutta: ইমন চক্রবর্তীর সঙ্গে শোভন গাঙ্গুলীর প্রেমের কথা সকলেরই জানা। কিছু মাস পর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন হঠাৎ করেই স্বস্তিকা দত্তের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন শোভন। কিন্তু কিছু মাস চলার পরে এই সম্পর্কটিও ভেঙে যায় এবং চলতি বছরের শেষের দিকে সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শোভন।
Souptik Chakraborty and Ranita Das: ধন্যি মেয়ে সিরিয়ালের সেটে প্রথম আলাপ হয় অভিনেতা সৌপ্তিক ভট্টাচার্য এবং রনিতা দাসের। বহুবছরের প্রেম এই জুটির। মুম্বাইতে একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন তারা। এতকিছুর পরেও সম্পর্ক বিয়ে অবদি টিকলো না। তার আগেই হয়ে যায় ছন্দপতন। সম্পর্কের ভাঙ্গন অনেক আগে ধরলেও এই বছর বিচ্ছেদের কথা প্রথম সবার সামনে উঠে আসে।
Pori Moni and Shariful Razz: ২০২৩ সালে যদি কোন সম্পর্ক নিয়ে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয় তাহলে পরিমনি এবং শরিফুল রাজের সম্পর্ক নিয়ে। শরিফুল হলেন পরিমনির চতুর্থ স্বামী। একটি ছেলেও রয়েছে তাদের। কিন্তু হঠাৎই বাংলাদেশে দুই নায়িকার গোপন ভিডিও নায়কের সমাজ মাধ্যমে ফাঁস হওয়ার পরেই পরীমনি রাজকে ডিভোর্স দিয়ে দেয়। আপাতত একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে একাই রয়েছেন নায়িকা।
Jeetu Kamal and Nabanita Das: চলতি বছরে সবথেকে আলোচিত জুটি ছিল জিতু কামাল এবং নবনীতা দাস। তাঁদের ভক্তরা মনে করতেন, এঁরা বোধহয় একে অপরের জন্য পৃথিবীতে এসেছেন। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের চার বছরের মাথায় হঠাৎ ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা করেন নবনীতা। এই নিয়ে অনেক জলঘোলা হয়। প্রথমে সবার ধারণা হয়েছিল, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জিতু। কিন্তু তা নয়, পরকীয়া করছেন নবনীতা। এক ব্যবসায়ীর পুত্রের সঙ্গে প্রেম করছেন তিনি। যা থেকে এই বিচ্ছেদ।
Sohini Sarkar And Rajanoy Bishnu: এই বছরের মাঝামাঝি সময়ে রনজয় বিষ্ণু এবং সোহিনী সরকারের সম্পর্কের ভাঙ্গনের কথা শোনা যায়। প্রথমদিকে কেউ কোন কথা না বললেও পড়ে চলতি বছর তাদের সম্পর্কে ভাঙ্গনের কথা স্বীকার করে নেন দুজনেই। রণজয় এই মুহূর্তে সিঙ্গেল থাকলেও সোহিনীর নাম জড়িয়েছে অন্যতম সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সঙ্গে।
Shovon Ganguly and Swastika Dutta: ইমন চক্রবর্তীর সঙ্গে শোভন গাঙ্গুলীর প্রেমের কথা সকলেরই জানা। কিছু মাস পর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন হঠাৎ করেই স্বস্তিকা দত্তের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন শোভন। কিন্তু কিছু মাস চলার পরে এই সম্পর্কটিও ভেঙে যায় এবং চলতি বছরের শেষের দিকে সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শোভন।
Souptik Chakraborty and Ranita Das: ধন্যি মেয়ে সিরিয়ালের সেটে প্রথম আলাপ হয় অভিনেতা সৌপ্তিক ভট্টাচার্য এবং রনিতা দাসের। বহুবছরের প্রেম এই জুটির। মুম্বাইতে একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন তারা। এতকিছুর পরেও সম্পর্ক বিয়ে অবদি টিকলো না। তার আগেই হয়ে যায় ছন্দপতন। সম্পর্কের ভাঙ্গন অনেক আগে ধরলেও এই বছর বিচ্ছেদের কথা প্রথম সবার সামনে উঠে আসে।
Pori Moni and Shariful Razz: ২০২৩ সালে যদি কোন সম্পর্ক নিয়ে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয় তাহলে পরিমনি এবং শরিফুল রাজের সম্পর্ক নিয়ে। শরিফুল হলেন পরিমনির চতুর্থ স্বামী। একটি ছেলেও রয়েছে তাদের। কিন্তু হঠাৎই বাংলাদেশে দুই নায়িকার গোপন ভিডিও নায়কের সমাজ মাধ্যমে ফাঁস হওয়ার পরেই পরীমনি রাজকে ডিভোর্স দিয়ে দেয়। আপাতত একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে একাই রয়েছেন নায়িকা।
No comments:
please do not enter any spam link in the comment box