Actress got rejected: ফ্লপ হয়েছে একের পর এক মেগা সিরিয়াল, চ্যানেলে বাতিলের খাতায় এই অভিনেত্রী

Actress got rejected: ফ্লপ হয়েছে একের পর এক মেগা সিরিয়াল, চ্যানেলে বাতিলের খাতায় এই অভিনেত্রী
তখন ছিল সুখের সময়। বছরে পর বছর ধরে চলতো একটি মেগা ধারাবাহিক। কিন্তু এখন সে সব বালাই নেই। কেউ মাত্র ৬ মাস কেউ বা মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সেই টার্গেট রেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি। এর অভাব দেখা দিলেই গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। 2023 সালে এমন ঘটনা বেশকিছু সিরিয়ালের ক্ষেত্রে ঘটেছে।

পুরনো মুখ সরিয়ে নতুনের আমদানি ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় নায়িকারা কামব্যাক করছেন। কিন্তু সেটা খুব বিরল। জি বাংলা হোক বা স্টার জলসা দুই চ্যানেলে একাধিক নবাগত তারকাদের দেখা যাচ্ছে। এমনকি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হচ্ছেন তাঁরা। তবে এরই মাঝে শোনা যাচ্ছে শেষ সিরিয়াল ফ্লপ হওয়ায় রিজেক্ট হয়েছেন বেশ কিছু তারকা।
Actress got rejected: ফ্লপ হয়েছে একের পর এক মেগা সিরিয়াল, চ্যানেলে বাতিলের খাতায় এই অভিনেত্রী

জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে একটি সিরিয়াল শেষ হলে পরবর্তী কাজের অভাব হয় না তেমনি ধারাবাহিক হিট না হলে ঠিক উল্টো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। টেলিপাড়ার সূত্রে খবর, স্টার জলসায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক। ইতিমধ্যেই নাকি কাস্টিং হয়ে গিয়েছে। আর সেখানেই বাদ পড়েছেন অনেক চেনা মুখ। জানা গিয়েছে, টেন্ট প্রোডাকশন হাউসের আসন্ন সিরিয়ালের জন্য নীল ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। 'কৃষ্ণকলি' খ্যাত নীলের শেষ অভিনয় বাংলা মিডিয়াম সিরিয়ালে। এই ধারাবাহিক কিছুদিন আগেই শেষ হয়েছে। তাই এত তাড়াতাড়ি তাঁকে আবারও ফেরাতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই জনপ্রিয় অভিনেতা হয়েও বাতিলের খাতায় চলে গিয়েছে তাঁর নাম।
Actress got rejected: ফ্লপ হয়েছে একের পর এক মেগা সিরিয়াল, চ্যানেলে বাতিলের খাতায় এই অভিনেত্রী

এই সিরিয়ালের নায়িকার চরিত্রে বেছে নেওয়া হয়েছিল শ্রাবণী ভূঁইয়াকে। কিন্তু লুক সেটের জন্য তাঁর আর ডাক পড়েনি। যার অর্থ নায়িকার চরিত্র থেকে অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে। কারণ শ্রাবনীর শেষ সিরিয়াল ফ্লপ করেছিল। এখন একটাই প্রশ্ন, কাদের দেখা যাবে জলসা নতুন মেগার নায়ক নায়িকার চরিত্রে? উত্তর জানতে কিছুদিন অপেক্ষা করতেই হবে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.