Jamal kudu song meaning: সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ‘জামাল কুদু’, অ্যানিম্যাল সিনেমার এই গানের বাংলা মানে কি

Jamal kudu song meaning: সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ‘জামাল কুদু’, অ্যানিম্যাল সিনেমার এই গানের বাংলা মানে কি
বর্ষ শেষে বলিউডের তরফে ধামাকা ছবি 'অ্যানিমাল' (Animal) নিয়ে রীতিমতো সরগরম সারা দেশ। রণবীর কাপুর এবং ববি দেওলের এই সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো চর্চায়। বিশেষ করে ভিলেনের চরিত্রে ববি দেওয়লের অভিনয় দারুন প্রশংসা পাচ্ছে। তার থেকেও বেশি এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং 'জামাল কুদু' (Jamal kudu) এই গানটি। সাধারণ থেকে সেলিব্রেটি সকলেই এখন জামাল কুদুর তালে পা মেলাচ্ছেন। তবে ট্রেন্ডিং এই গানের মানে খুব কম মানুষই জানেন। গানটি কোথা থেকে এসেছে? এই গানের প্রকৃত মানে কি? আদপে এটা কি ভারতীয় নাকি বিদেশী গান? অবশেষে জানা গেল গানের উৎস এবং মানে।

'জামাল কুদু' আসলে ভারতীয় গান নয়। এটি ইরানের লোকগান। প্রায় ৫০ বছর আগে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রথম এই গানটি গাওয়া হয়েছিল। তারপর ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে। পরে পারস্য সংস্কৃতির অঙ্গ হয়ে উঠে এই গান। পারস্যের কয়রা গ্রুপের মাধ্যমে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বেড়ে যায়। মাত্র কয়েক বছরের মধ্যে এই গানের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে ইরানের যে কোন বিয়ের অনুষ্ঠানে এই গানটি গাওয়া রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। ঠিক যেমন ভাবে ছবিতে আব্রার তৃতীয় বিয়ের অনুষ্ঠানের দিন গানটি গাওয়া হয়েছিল। 'জামাল জমলো কুদু' ইরানের কবি বিজান সামান্দারের লেখা থেকে নেওয়া হয়েছে। সিনেমাতে গানের সুর দিয়েছেন হর্ষবর্ধন রামেশ্বর।
Jamal kudu song meaning: সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ‘জামাল কুদু’, অ্যানিম্যাল সিনেমার এই গানের বাংলা মানে কি

‘জামাল জামালেক জামলো জামাল কুদু’, গানের এই লাইনটিই সবথেকে বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাতে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, “ও আমার প্রিয়, আমার ভালোবাসা, আমার মিষ্টি ভালোবাসা।” গানের পুরো মানে কি? দেখে নিন।

READ MORE: বুম্বাদাকে রক্ষা করতে সদা প্রস্তুত, প্রসেনজিতের বডিগার্ডের মাইনে শুনলে চমকে উঠবেন  

জামাল কুদু গানের মানে

ও আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না তুমি।

তুমি নিজের জীবনের নতুন শুরু করতে চলেছ, আমি যেন পাগল হয়ে উঠেছি আরও

ও আমার প্রিয়, আমার ভালোবাসা, আমার মিষ্টি ভালোবাসা

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.