Sa re ga ma pa fame singer: একসঙ্গে রাত কাটিয়ে বেঁকে বসেছেন বিয়েতে! গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গায়িকার

Sa re ga ma pa fame singer: একসঙ্গে রাত কাটিয়ে বেঁকে বসেছেন বিয়েতে! গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গায়িকার
জি বাংলার সা রে গা মা পা মঞ্চ থেকে একাধিক গায়িকার উত্থান হয়েছে। তাদের মধ্যে অন্যতম গৌরব সরকার। দিদি নাম্বার ওয়ান বা দাদাগিরি সর্বত্র গৌরবের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিয়ে ভেঙে যাওয়ার জন্য খবরে উঠে এসেছিলেন তিনি। এবার ফের শিরোনামে গৌরব। তবে এবার কারণ অন্য। শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা গৌরবের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করেছেন।

সম্প্রতি সংগীত জগতে শ্রেয়শী চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রেয়সী অভিযোগ করেছেন, গত কয়েক মাস ধরে গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসার পর হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেন গৌরব। সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন গায়িকা। পরে অবশ্য সেটি মুছে দেন। কিন্তু পোস্টটির স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
Sa re ga ma pa fame singer: একসঙ্গে রাত কাটিয়ে বেঁকে বসেছেন বিয়েতে! গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গায়িকার

শ্রেয়শী আরো লিখেছেন, বিগত কয়েক মাস ধরে আমাদের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ২৪শে জানুয়ারি আমাদের বিয়ের কথা ছিল। আর চলতি বছরের এনগেজমেন্ট হওয়ার সিদ্ধান্ত হয়। সবকিছু ঠিকঠাক ছিল বলেই আমার মা একসঙ্গে দুজনকে দার্জিলিঙে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু বুঝতে পারিনি এই বেড়াতে যাওয়াই আমার জীবনের কাল হয়ে যাবে। গায়িকা আরো বলেন, ঘুরে এসে হঠাৎ একদিন গৌরবের মনে হলো আমি ওর জন্য পারফেক্ট নই। আমরা ভবিষ্যতের একসঙ্গে ভালো থাকতে পারবো না। অথচ ঘুরতে যাওয়ার সময় এই কথা একবারও মনে হয়নি। আমাকে বিয়ে করতে পারবে না বলে সরাসরি জানিয়ে দেয়। এই ট্রিপটা আসলে একটা ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করেছে ও।

পিতৃহারা গায়িকা বলেন, “অনেকেই আমাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। আমার যা ক্ষতি হবার হয়ে গেছে কিন্তু সেলিব্রিটি বলে এইভাবে ও যে কোনও মেয়ের ক্ষতি করতে পারে না। আমার মা আর আমি এখন দিশেহারা হয়ে গেছি। ঘুরতে গিয়ে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে, তখন ওর মনে হয়নি যে আমার সঙ্গে থাকতে পারবেনা। বিয়ের কথা চূড়ান্ত করার জন্য যখন ওর বাবা মাকে আসতে বলা হয় তখনই ওর মনে হয় এই সম্পর্ক আর রাখতে পারবে না ও।” এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা তরফ থেকে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পোস্টটা তো ডিলিট হয়ে গেছে। সেই পোস্ট নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। আমার কাছে এটা ভিত্তিহীন। এই বিষয়টার মধ্যে ঢুকে আমি জল ঘোলা করতে চাই না। আমার কাছে এটা আলোচনা করার মত কোনও বিষয় নয়। আমার কাছের সবাই আমাকে চেনেন। আমি অপেক্ষা করছিলাম কোনও বড় কিছু ঘটলে আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানাতাম। আমার সঙ্গে ওর পরিচয় ছিল ঠিকই কিন্তু ওখানে অনেক কিছুই লেখা আছে যা মিথ্যা।”

READ MORE: “মুখের উপর পা তুলে দেয়!” নতুন প্রজন্মের নায়ক-নায়িকাদের ধুয়ে দিলেন শংকর চক্রবর্তী  

গায়কের কথায়, “আমার সঙ্গে ওর সম্পর্ক ছিল না। বিয়ের কথা তো দূর। আমার পরিবারের কেউ ওকে দেখেনি। বর্তমানে ওর সঙ্গে আমার কোনও রকম সম্পর্ক নেই। স্বাগতা সিনহার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে প্রশ্ন করলে গৌরব বলেন, ওটা অনেক আগের ব্যাপার। ওই ঘটনার সঙ্গে এটার কোনও রকম যোগাযোগ নেই।”

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.