Katha serial hero Saheb Bhattacharya: প্রেমিকার মৃত্যুতে জড়িয়ে ছিল নাম, ‘কথা’ সিরিয়ালের নায়ক সাহেবের জীবন যেন সিনেমা

Katha serial hero Saheb Bhattacharya: প্রেমিকার মৃত্যুতে জড়িয়ে ছিল নাম, ‘কথা’ সিরিয়ালের নায়ক সাহেবের জীবন যেন সিনেমা
স্টার জলসায় গত বছরের শেষের দিকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক কথা। আর এই নতুন ধরনের গল্পে বহুদিন পর টিভির পর্দায় কাম ব্যাক করলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। যে অভিনেতাকে দেখলে প্রেমে পড়ে যায় মেয়েরা, সেই অভিনেতার বাস্তব জীবনের প্রেম কাহিনী ভীষণ করুন। রহস্যজনক মৃত্যু হয়েছিল প্রেমিকার। আর এই মৃত্যুতে নাম জড়িয়ে গিয়েছিল আরো এক টেলি অভিনেতার। ঠিক কি ঘটেছিল?
Katha serial hero Saheb Bhattacharya: প্রেমিকার মৃত্যুতে জড়িয়ে ছিল নাম, ‘কথা’ সিরিয়ালের নায়ক সাহেবের জীবন যেন সিনেমা

কথা’ সিরিয়ালের গল্প অনুযায়ী একজন গাছ প্রেমিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে একজন রান্না প্রেমিক ছেলের। সাহেব ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করছেন সুস্মিতা দে। এই সিরিয়ালে সাহেবের চরিত্রের নাম অগ্নিভ। কলেজ পড়ুয়া অগ্নিভ বড়লোকের ছেলে। কিভাবে এই সম্পর্ক গড়ে ওঠে সেটাই এই সিরিয়ালের অন্যতম বিষয়। বহুদিন বাদে সিরিয়ালে ফিরে এলেও ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সাহেবের অভিনয় জীবন শুরু হয়েছিল খুব ছোটবেলা থেকে। সংঘর্ষ, লাঠি ইত্যাদি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।
Katha serial hero Saheb Bhattacharya: প্রেমিকার মৃত্যুতে জড়িয়ে ছিল নাম, ‘কথা’ সিরিয়ালের নায়ক সাহেবের জীবন যেন সিনেমা

বড় হওয়ার পর ২০০৮ সালে 'বন্ধন' সিরিয়ালের হাত ধরে নতুন করে ক্যারিয়ার শুরু করেছিলেন সাহেব। সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার 'তাহার নাম রঞ্জনা' নামের একটি ধারাবাহিক কাজ করে। এখন সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ চুটিয়ে অভিনয় করছেন সাহেব। গত বছর ওয়েব সিরিজ 'শ্বেতকালী' তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। ক্যারিয়ারে তেমন বড় স্ট্রাগল করতে না হলেও ব্যক্তিগত জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজও সাহেবকে তাড়া করে বেড়ায়। ২০১৭ সালের মে মাসে দীর্ঘদিনের প্রেমিকা সোনিকা চৌহানকে একটি দুর্ঘটনায় হারিয়েছিলেন সাহেব। চার বছর ধরে সম্পর্ক ছিল তাঁদের। কলকাতার এক জনপ্রিয় মডেল ছিলেন সোনিকা। যে গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয় সেই গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রমকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরবর্তীকালে জামিনে তিনি মুক্তি পান।
Katha serial hero Saheb Bhattacharya: প্রেমিকার মৃত্যুতে জড়িয়ে ছিল নাম, ‘কথা’ সিরিয়ালের নায়ক সাহেবের জীবন যেন সিনেমা

সম্প্রতি সাহেবকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেন,” সোনিকার মৃত্যুর প্রায় ছয় বছর কেটে গেছে। সেই কেস এখনো বিচারাধীন। আমাদের দেশের নির্ভয়া কান্ডের বিচার হতে আট বছর লেগে গেছে। এখানে সবে ছয় বছর অতিক্রান্ত হয়েছে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই কথা টিআরপির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। সাহেব এবং সুস্মিতার জুটি ভালই পছন্দ হয়েছে সকলের। এই সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষও। গাছপাগল এবং রান্না পাগল এই প্রেমিক-প্রেমিকার জুটি শেষ পর্যন্ত মানুষের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.