Bollywood actor Emraan Hashmi’s son: ক্যান্সারে খোয়া গিয়েছে একটি কিডনি, ইমরানের সেই ছোট ছেলে এখন কেমন আছে?

Bollywood actor Emraan Hashmi’s son: ক্যান্সারে খোয়া গিয়েছে একটি কিডনি, ইমরানের সেই ছোট ছেলে এখন কেমন আছে?
বলিউডে তিনি কিসার বয় তকমা পেয়েছিলেন। নিজের লেখা বইয়ের নাম দিয়েছেন 'The Kiss Of Life- how a super hero and my son defeated cancer' । কিন্তু এই কিস অন্য। জীবনের চুম্বন। যার স্বাদ তিনি পেয়েছেন। ইমরান হাশমি। সিনেমার পর্দায় একাধিক নারীকে চুম্বন করে বদনাম কুড়িয়ে ছিলেন। কিন্তু জীবন তাঁকে এক কঠিন পরীক্ষায় ফেলেছিল, যা থেকে উতরে গিয়ে জীবনের অনন্য চুম্বন পেয়েছেন তিনি। একমাত্র ছেলে আয়ান কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল মাত্র চার বছর বয়সে। ছোট্ট আয়ানকে নিয়ে শুরু হয় বাবা ইমরানের সংঘর্ষ। যে মানুষটা পর্দায় অন্য অনুভূতি তৈরি করতেন, সেই মানুষটাই ব্যক্তি জীবনে ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন। আসলে এটাই প্রতিটি পিতা-মাতার ধর্ম।

ছেলে আয়ানকে প্রাণের থেকে বেশি ভালোবাসেন ইমরান। বলতে গেলে চোখে হারান। ছেলেও তাই। বাবা ছাড়া কিছুই চেনে না। সেই ছেলের যখন ক্যান্সার ধরা পড়েছিল, তখন সারা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল অভিনেতার। বিশেষ করে মারণ রোগের কবলে পড়ে যন্ত্রণায় যখন কুঁকড়ে যেত ছেলে, তখন বাবা হয়ে সেটা দেখা কত বড় শাস্তি , সেই নরক যন্ত্রণা একমাত্র ইমরান খান ভোগ করেছেন। শুরু হয় লড়াই। একের পর এক কেমোথেরাপি দিয়ে শিশু শরীরটিকে কাহিল করে তুলেছিল।

সব লড়াইয়ের একদিন শেষ আছে। অন্ধকার শেষে আলো আসে। তেমনি ক্যান্সারের বিরুদ্ধে এই যুদ্ধ একদিন শেষ হয়। এখন সম্পূর্ণ সুস্থ আয়ান। ক্যান্সারকে জয় করেছে সে। তবে দিতে হয়েছে একটি বিশেষ মূল্য। একটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছে। ছেলের ক্যান্সার নিয়ে এই লড়াই একটি বই আকারে প্রকাশ করেছেন অভিনেতা ইমরান খান। বছর খানেক আগে ১৩ই জানুয়ারি ক্যান্সার থেকে রেহাই পেয়েছিলেন ইমরানের ছেলে। তাই এই বছর ১৩ জানুয়ারি ইমরান তাঁর বই প্রকাশ করেছেন। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে লিখেছেন, আমার ছেলের উপর আমি ভরসা করি। আমার ছেলেই আমার বন্ধু। আমার একমাত্র সুপার হিরো- আমার আয়ান।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.