How was Suchitra Sen in her last days: শেষ বয়সে সুচিত্রা সেনকে কেমন দেখতে ছিল ? জানালেন তাঁর বাড়ির মানুষ

How was Suchitra Sen in her last days: শেষ বয়সে সুচিত্রা সেনকে কেমন দেখতে ছিল ? জানালেন তাঁর বাড়ির মানুষ
বাংলাদেশের পাবনায় ১৯৩১ সালে জন্ম হয়েছিল। ছোটবেলায় বাড়ি সকলের কাছে তিনি ছিলেন আদরের কৃষ্ণা। স্কুলে যখন ভর্তি হলেন তখন সেই কৃষ্ণা হয়ে গিয়েছিলেন রমা আর সিনেমায় যখন পা রাখলেন তখন রমা হয়ে উঠলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। বাংলা সিনেমার ডিভা। আজ তার মৃত্যুদিন। ২০১৪ সালের ১৭ই জানুয়ারি তিনি চলে গিয়েছিলেন। মৃত্যুর আগে বহু বছর নিজেকে অন্তরালে রেখেছিলেন। যত তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন ততই সাধারণ মানুষের মধ্যে এই গোপনচারীকে নিয়ে আগ্রহ বেড়েছে। শেষ বার প্রকাশ্যে এসেছিলেন ১৯৯৫ সালে। ভোটার কার্ডের ছবি তুলতে। তারপর সেই শেষ। এক রহস্য ঘেরা মায়াজাল নিজের চারিদিকে আবৃত করে রেখেছিলেন।

তবুও মৃত্যুর এত বছর পরে সাধারণ মানুষের জানতে ইচ্ছা করে, শেষ বয়সে কেমন দেখতে ছিলেন বাংলার গ্রেটা গার্বো? সুচিত্রা সেনের বোনঝি লগ্না ধর খুব কাছ থেকে মাসিকে দেখেছিলেন তিনি। শেষ বয়সে কেমন দেখতে ছিলেন সুচিত্রা সেন? তাঁর কথায়, ‘নিজে খুব একটা রান্না করতেন না। আমার মনে আছে একবার ডিমের ডালনা রান্না করে খাইয়েছিলেন। খেতে ভালই হয়েছিল সেটা। আসলে মাসির রান্না ঘরে যাওয়ার প্রয়োজন পড়তো না। বাবুর্চি থাকত’। তিনি আরও জানান, ‘বাইরে খুব একটা খাওয়ানো পছন্দ করতেন না সুচিত্রা সেন। বাড়িতেই আয়োজন করতেন সবকিছু। একেবারেই বের হতেন না’। লগ্নার চোখে শেষ বয়সে তাঁর মাসি ছিলেন পরমা সুন্দরী। তাঁর কথায়, ‘মাসির চেহারা খারাপ হয়েছিল এ কথা বলা যায় না। সাদা চুলে ও মাসি ততটাই সুন্দরী ছিলেন। সেই গ্রেসটা কিন্তু ছিল’।

১৯৭৮ সালে ‘ফরিয়াদ’ ছিল শেষ সিনেমা। শেষ ছবি চলেনি। কারণ সুচিত্রা সেনকে সেখানে অনেকটাই বয়স্ক লেগেছে। এরপর আর অভিনয় না করার সিদ্ধান্ত নেয় না। শুধু অভিনয় নয়। নিজেকে পুরোপুরি অন্তরালে নিয়ে চলে গিয়েছিলে তিনি। এই সিদ্ধান্ত এতটাই দৃঢ় ছিল যে, ২০০৫ সালে দাদা সাহেব ফালকে নিতেও অস্বীকার করেছিলেন। হঠাৎ করে কেন নিজেকে অন্তরালে নিয়ে গেলেন ? এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? সে ব্যাপারে বোনঝি জানান, ‘দারুন সিদ্ধান্ত ছিল এটা। পরিবারের মানুষ হিসেবে আমরা একে সমর্থন করেছিলাম। তবে জানিনা ঠিক কোন কারনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কোন তারকা এই সিদ্ধান্ত নিতে পারেন না। যেটা মাসি পেরেছিলেন। তাইতো মানুষ আজও তাঁকে সেই জায়গাতেই রেখে দিয়েছে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.