Icche putul serial last day shooting: হয়ে গেল অন্তিম শ্যুটিং, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই ধারাবাহিক, জানানো হল শেষ সম্প্রচারের দিন

Icche putul serial last day shooting: হয়ে গেল অন্তিম শ্যুটিং, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই ধারাবাহিক, জানানো হল শেষ সম্প্রচারের দিন
স্টার জলসা হোক বা জি বাংলা যে কোন চ্যানেলের সিরিয়াল গুলি একটা সময় জনপ্রিয়তার অভাবে হারিয়ে যায়। পুরনোকে বিদায় জানিয়ে তার জায়গায় নতুন ধারাবাহিক আসে। জি বাংলার 'মিলি' ধারাবাহিকের টিআরপি দেখে অনেকেই মনে করেছিলেন ,এই সিরিয়ালটি হয়তো দ্রুত বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে জানানো হলো মিলি নয়। বরং বন্ধ হতে চলেছে আর একটি জনপ্রিয় ধারাবাহিক।

ছকে বাঁধা চেনা গল্প দিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিকটি। একজন নায়ক এবং দুইজন নায়িকা। আর তাদের মধ্যে ভালোবাসার দ্বন্দ্ব। এই গল্প নতুন কিছু নয়। তবে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয় টিআরপি বাড়াতে সাহায্য করেছিল। মেঘ এবং তার বাবার কথোপকথন দর্শকদের মন ছুঁয়েছিল। তার উপর উপরি পাওনা ছিল অসাধারণ সব রবীন্দ্র সংগীত। এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছেন, বন্ধ হতে চলেছে 'ইচ্ছে পুতুল' (Icche putul)।
Icche putul serial last day shooting: হয়ে গেল অন্তিম শ্যুটিং, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই ধারাবাহিক, জানানো হল শেষ সম্প্রচারের দিন

যাঁরা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন , তাঁরা জানেন সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে এসেছে মেঘ। বিষ্ণু সঙ্গে তাঁর নাম জড়িয়ে যে বদনাম রটানোর চেষ্টা হয়েছিল, তা মেঘ মেনে নিতে পারেননি। আর তাই আত্মহত্যার চেষ্টা করেছিল। বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে বাড়ি ফিরে এসেছে সে। সুস্থ হয়ে বাবা-মার পাশাপাশি নীলকে খুঁজেছিল মেঘ। একটা সময় দুজনের মধ্যে দূরত্ব মিটে যায় এবং আগের মত নীলের সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু যেহেতু বাবা এই সম্পর্ক মেনে নিতে নারাজ তাই নীলের সঙ্গে ফের দূরত্ব তৈরি করে মেঘ। যার ফলে নীলের মন ভেঙে যায়।

অন্যদিকে দেখানো হয়েছে, রূপকে শাস্তি দিতে এক বন্ধুর সঙ্গে মিলে প্ল্যান তৈরি করে গিনি। তার প্ল্যান মাফিক রূপ তার বন্ধুর বাড়িতে আসে এবং মদের নেশার ঘোরে সব সত্যি কথা বলে ফেলে। তার সেই কথা গিনি রেকর্ড করে নেয়। এবার সেই রেকর্ডিং পরবর্তী সময়ে সকলের সামনে নিয়ে আসবে সে এবং মেঘের উপর করা অন্যায়ের জন্য রূপ এবং ময়ূরীদের শাস্তি দেবে।
Icche putul serial last day shooting: হয়ে গেল অন্তিম শ্যুটিং, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই ধারাবাহিক, জানানো হল শেষ সম্প্রচারের দিন

গল্প যেদিকে এগোচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল ধারাবাহিকটি তার অন্তিম লগ্নের দিকে এগোচ্ছে। দর্শকদের সেই ধারণা সত্যি করে সম্প্রতি চ্যানেলের তরফে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি শেষ শুটিং হয়ে গিয়েছে। এই জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে সবার প্রিয় ধারাবাহিক 'ইচ্ছে পুতুল'। এ খবর শুনে স্বাভাবিকভাবেই 'ইচ্ছে পুতুল' ধারাবাহিকের দর্শকদের মন খারাপ। তবে ইচ্ছে পুতুলের পরিবর্তে কোন ধারাবাহিক সম্প্রচারিত হবে ওই জায়গায় তা এখনো জানানো হয়নি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.