জি বাংলার সুদীপা রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় নানা কারণে বিখ্যাত। আবার কখনো কখনো কুখ্যাত। কখনো বেফাঁস মন্তব্য করার জন্য, আবার কখনো শাড়ির ব্যবসা অনলাইনে করার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করার পরও নিন্দা মন্দ হয়েছিল সুদীপাকে নিয়ে। তবে সে সবকে কোনদিনই তেমন পাত্তা দেয়নি তিনি। সুদীপা বেঁচে আছেন নিজের শর্তে। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে নিজের মনের কথা উজাড় করে চিঠির আকারে লিখে দিলেন তিনি। কি লিখেছেন?
বিয়ের পর দুটো ছিল ঘর ভাঙ্গানি তকমা
'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে সুদীপা এবং অগ্নিদেব কাছাকাছি এসেছিলেন। পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি তখন বিবাহিত ছিলেন। সুদীপার সঙ্গে পরিচয় হওয়ার পর প্রথম বিয়ের বাঁধন আলগা হতে শুরু করে। আর এর জন্য সুদীপাকে শুনতে হয়েছে ঘর ভাঙানি কটুক্তি।
আট বছর লিভ ইনের পর রেজিস্ট্রি করে বিয়ে
অগ্নিদেব চ্যাটার্জি কে বিয়ে করে কপালে জুটে ছিল শুধুই কটুক্তি। যদিও অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তান আকাশের সঙ্গে সুদীপার ভাব আছে ভালো। ২০১০ সাল থেকে লিভ ইন শুরু করেছিলেন সুদীপা এবং অগ্নিদেব। প্রায় আট বছর সহবাসের পর অবশেষে ২০১৭ সালে রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা। আজ স্বামী অগ্নিদেব এবং একমাত্র ছেলে আদিদেবকে নিয়ে ভীষণ খুশি অভিনেত্রী। অগ্নিদেবের প্রথম সন্তান তো বটেই, পরিবারের সকলের সঙ্গেই মিলেমিশে থাকেন তিনি। দাদা আকাশ তো ভাই অন্ত প্রাণ। অন্যদিকে আদিদেবও বাবার থেকে বেশি দাদাকেই ভালোবাসে। শ্বশুর বাড়ির সকলকে নিয়ে সুখী ঘরণী সুদীপা। অগ্নিদেবকে পেয়ে তিনি কতটা সুখী, তা সম্প্রতি প্রকাশ পেল অভিনেত্রীর পোস্ট করা একটি লেখা দেখে।
স্বামীর উদ্দেশ্যে সুদীপা লিখেছেন খোলা চিঠি
স্বামী অগ্নিদেবের জন্মদিন উপলক্ষে নিজের মন উজাড় করে একটি খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী। সুদীপা লিখেছেন, “আমার ভীষণ গুণী বরকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা। আমি ভীষণ সৌভাগ্যবতী যে একজনের মধ্যে স্বামী এবং প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছি আমি। আমার সঙ্গে এভাবে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমায় ভীষণ ভালোবাসি।” অগ্নিদেবকে পারফেকশনিস্ট বর আখ্যা দিয়ে সুদীপা লেখেন, “অগ্নিদেবই শিখিয়েছে আমার কেমন হওয়া উচিত। ওই আমায় শিখিয়েছে আমার কী ধরনের পোশাক পরা উচিত। ওই আমায় শিখিয়েছে আমার ব্যবহার কেমন হওয়া উচিত। শিখিয়েছে কীভাবে শোবো, খাবো, প্রার্থনা করব। এক কথায় ও হলো পারফেকশনিস্ট।”
No comments:
please do not enter any spam link in the comment box