Bollywood actor Mukesh Rishi: ভালো অভিনয়েও ফিরল না কপাল, অসম্মানে বলিউড ছেড়ে দক্ষিণে পাড়ি 'ভিলেন' মুকেশ ঋষির
‘মেরা নাম হ্যায় বুল্লা, কাম করতা হু পুরা খুল্লা’। এই সংলাপের জন্য রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন বলিউডের ‘ভিলেন’ মুকেশ ঋষি। একটা সময় বলিউডের রীতিমতো রাজত্ব করেছেন। কিন্তু এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম, অর্থ দুই রোজগার করছেন মুকেশ ঋষি। বহুদিন বাদে সম্প্রতি তাঁকে রোহিত শেট্টির সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দেখা গিয়েছে। অনেকদিন পর বলিউডের কোন প্রজেক্টে কাজ করলেন এই অভিনেতা।
দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তবে যে চরিত্রটির জন্য আজও মানুষের মনে তিনি জায়গা করে রয়েছেন, সেটি হল 'সারফরোস' সিনেমার ইন্সপেক্টর সেলিমের চরিত্র। মুকেশ ঋষি আশা করেছিলেন, ‘সারফারোস’ সিনেমার পর তাঁর কাছে অনেক ভালো ভালো চরিত্রের অফার আসবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। যেসব চরিত্র তিনি পাচ্ছিলেন তা মনের মত নয়। অন্যদিকে, তখন দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা খুলে গিয়েছিল মুকেশ ঋষির জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুকেশ ঋষি জানিয়েছেন, আমির খান তাঁকে 'লাগান' সিনেমার দেবার চরিত্র অফার করেছিলেন। কিন্তু কিছু কারণে তিনি সেই ছবির অংশ হতে পারেননি। কারণ এমন কিছু সঙ্গে আপোষ করতে হতো যা করতে অভিনেতার বিবেকে আটকে ছিল। মুকেশ ঋষি যদিও বিশ্বাস করেন, তিনি আপোষ করেননি বলে কোন আফসোস নেই। মুকেশ ঋষি জানান, ‘সারফারোশ’ সিনেমার পর আমি এবং অন্য সবার মনে হয়েছিল বলিউডের অনেকেই আমার কাছে আসবেন। কিন্তু তা হয়নি। উল্টে দক্ষিণ থেকে ফোন পেলাম। আমি মনে করি, ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য চেহারা এবং ফিটনেস ভীষণ গুরুত্বপূর্ণ আর সে দুটোই আমার কাছে ছিল। তাই দক্ষিণে মন দিলাম।
মুকেশ ঋষি জানান, আমিরের সঙ্গে 'সরফারোশ'-এ কাজ করার সময় অভিনেতা তাঁকে 'লগান'-এ দেবার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরে এতে অভিনয় করেন অভিনেতা প্রদীপ সিং রাওয়াত।মুকেশ ঋষির কথায়, তিনি 'লগান'-এর কিছু বিশেষ দৃশ্যে অংশ নিয়েছিলেন এবং আমিরের বাড়িতেও যেতেন। কিন্তু, যখন তিনি জানতে পারলেন যে আমির একবারে পুরো ছবিটি তৈরি করার কথা ভাবছেন এবং পুরো কাস্টকে কয়েক মাস ধরে নিজের অবস্থানে রাখার পরিকল্পনা করছেন, তখন মুকেশ ঋষি চিন্তিত হয়ে পড়েন। অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তাঁর দক্ষিণী চলচ্চিত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই দক্ষিণের কয়েকটি ছবির শ্যুটিং করছেন তিনি। এমতাবস্থায় শ্যুটিং ছেড়ে কয়েক মাস 'লগান'-এর সঙ্গে জুটি বেঁধে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।মুকেশ ঋষি জানান, আমির খানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আমির তাঁর সিদ্ধান্তকে সম্মানও করেছিলেন। এভাবেই 'লগান' ছেড়ে মুকেশ ঋষির জায়গায় ঢুকলেন প্রদীপ সিং রাওয়াত।
দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তবে যে চরিত্রটির জন্য আজও মানুষের মনে তিনি জায়গা করে রয়েছেন, সেটি হল 'সারফরোস' সিনেমার ইন্সপেক্টর সেলিমের চরিত্র। মুকেশ ঋষি আশা করেছিলেন, ‘সারফারোস’ সিনেমার পর তাঁর কাছে অনেক ভালো ভালো চরিত্রের অফার আসবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। যেসব চরিত্র তিনি পাচ্ছিলেন তা মনের মত নয়। অন্যদিকে, তখন দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা খুলে গিয়েছিল মুকেশ ঋষির জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুকেশ ঋষি জানিয়েছেন, আমির খান তাঁকে 'লাগান' সিনেমার দেবার চরিত্র অফার করেছিলেন। কিন্তু কিছু কারণে তিনি সেই ছবির অংশ হতে পারেননি। কারণ এমন কিছু সঙ্গে আপোষ করতে হতো যা করতে অভিনেতার বিবেকে আটকে ছিল। মুকেশ ঋষি যদিও বিশ্বাস করেন, তিনি আপোষ করেননি বলে কোন আফসোস নেই। মুকেশ ঋষি জানান, ‘সারফারোশ’ সিনেমার পর আমি এবং অন্য সবার মনে হয়েছিল বলিউডের অনেকেই আমার কাছে আসবেন। কিন্তু তা হয়নি। উল্টে দক্ষিণ থেকে ফোন পেলাম। আমি মনে করি, ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য চেহারা এবং ফিটনেস ভীষণ গুরুত্বপূর্ণ আর সে দুটোই আমার কাছে ছিল। তাই দক্ষিণে মন দিলাম।
মুকেশ ঋষি জানান, আমিরের সঙ্গে 'সরফারোশ'-এ কাজ করার সময় অভিনেতা তাঁকে 'লগান'-এ দেবার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরে এতে অভিনয় করেন অভিনেতা প্রদীপ সিং রাওয়াত।মুকেশ ঋষির কথায়, তিনি 'লগান'-এর কিছু বিশেষ দৃশ্যে অংশ নিয়েছিলেন এবং আমিরের বাড়িতেও যেতেন। কিন্তু, যখন তিনি জানতে পারলেন যে আমির একবারে পুরো ছবিটি তৈরি করার কথা ভাবছেন এবং পুরো কাস্টকে কয়েক মাস ধরে নিজের অবস্থানে রাখার পরিকল্পনা করছেন, তখন মুকেশ ঋষি চিন্তিত হয়ে পড়েন। অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তাঁর দক্ষিণী চলচ্চিত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই দক্ষিণের কয়েকটি ছবির শ্যুটিং করছেন তিনি। এমতাবস্থায় শ্যুটিং ছেড়ে কয়েক মাস 'লগান'-এর সঙ্গে জুটি বেঁধে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।মুকেশ ঋষি জানান, আমির খানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আমির তাঁর সিদ্ধান্তকে সম্মানও করেছিলেন। এভাবেই 'লগান' ছেড়ে মুকেশ ঋষির জায়গায় ঢুকলেন প্রদীপ সিং রাওয়াত।
No comments:
please do not enter any spam link in the comment box