শাহরুখ খানের ছোট পুত্র আব্রাম খানকে কে না চেনে। খুব ছোট থেকে রীতিমতো সেলিব্রেটি সে। বাবা-মায়ের চোখের মনি। বাবা শাহরুখ খান ও মা গৌরী খান এতটুকু কাজ ছাড়া করতে পারে না তাঁকে। বয়স হয়েছে ১১ বছর। শুধু বাবা-মা নয়, তার দিদি সুহানা ও দাদা আরিয়ান খান ও প্রতিমুহূর্তে আগলে রাখে। খান পরিবারের নয়নের মণি আব্রাম এখন ধীরু ভাই আম্বানি স্কুলের ছাত্র। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয়ে বেজায় আগ্রহ তার।
দিনটা ছিল ২০১৩ সালের ২৭ মে। ওই দিন শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান হঠাৎ করে ঘোষণা করেন, তাঁদের কোল আলো করে আগমন হয়েছে পরিবারের নতুন সদস্যের। যার নাম ইব্রাহিম ও রাম মিলিয়ে রাখা হয় আব্রাম। একই সঙ্গে জানানো হয়, সারোগেসির মধ্য দিয়ে জন্ম শাহরুখ খানের ছোট ছেলের। বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তখন বেশ বড়। এরকম একটি সময়ে কেন হঠাৎ সন্তান নিতে গেলেন বলিউডের কিং খান? উঠে সেই প্রশ্ন। আর এই প্রশ্নে চারদিক উত্তাল হয়ে ওঠে। প্রশ্ন ওঠে আব্রামের পিতৃপরিচয় নিয়ে। তখন সোশ্যাল মিডিয়ার এত বাড়াবাড়ি না থাকলে রটে ছিল একটি ভয়ঙ্কর রটনা। রটেছিল ছোট্ট আব্রাম আসলে শাহরুখ খানের ছেলে নয়। একই রকম চোখ, একই রকম হাসি। দাদা আরিয়ান খান আসলে তার দাদা নয়! বাবা। শোনা গিয়েছিল, একটি রোমানিয়ান মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে 'লাভ চাইল্ড' আব্রাহামের জন্ম হয়েছে। তখন আরিয়ানের বয়স ১৫ বছর।
এই নিয়ে গুঞ্জন যখন চরমে তখন মুখ খুলতে বাধ্য হন শাহরুখ খান। তিনি বলেছিলেন, আমি ও আমার স্ত্রী গৌরী মিলে ঠিক করে আমরা একটা সন্তান নেব। অনেকেই বলে বেড়ান আব্রাহাম আমাদের সন্তান নয়, ও আরিয়ানের সন্তান। আরিয়ান নাকি রোমানিয়াতে গাড়ি চালানোর সময় ওর মধ্যে আদিম প্রবৃত্তি জেগে ওঠে আর তার ফলেই…। তিনি আরো বলেন, সবাইকে বলে রাখা ভালো ওর ইউরোপিয়ান লাইসেন্সই নেই। এই নতুন পৃথিবীতে ভার্চুয়াল রিয়েলিটি আর রিয়েলিটি ভার্চুয়ালে পরিণত হচ্ছে। এই ঘটনা আদপে যে একটা রটনা তা স্পষ্টভাবে জানিয়ে দেন কিং খান। যদিও এই গুঞ্জন সহজে থামেনি। বেশ কয়েক বছর ধরে চলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখন তা অনেকটাই ফিকে।
দিনটা ছিল ২০১৩ সালের ২৭ মে। ওই দিন শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান হঠাৎ করে ঘোষণা করেন, তাঁদের কোল আলো করে আগমন হয়েছে পরিবারের নতুন সদস্যের। যার নাম ইব্রাহিম ও রাম মিলিয়ে রাখা হয় আব্রাম। একই সঙ্গে জানানো হয়, সারোগেসির মধ্য দিয়ে জন্ম শাহরুখ খানের ছোট ছেলের। বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তখন বেশ বড়। এরকম একটি সময়ে কেন হঠাৎ সন্তান নিতে গেলেন বলিউডের কিং খান? উঠে সেই প্রশ্ন। আর এই প্রশ্নে চারদিক উত্তাল হয়ে ওঠে। প্রশ্ন ওঠে আব্রামের পিতৃপরিচয় নিয়ে। তখন সোশ্যাল মিডিয়ার এত বাড়াবাড়ি না থাকলে রটে ছিল একটি ভয়ঙ্কর রটনা। রটেছিল ছোট্ট আব্রাম আসলে শাহরুখ খানের ছেলে নয়। একই রকম চোখ, একই রকম হাসি। দাদা আরিয়ান খান আসলে তার দাদা নয়! বাবা। শোনা গিয়েছিল, একটি রোমানিয়ান মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে 'লাভ চাইল্ড' আব্রাহামের জন্ম হয়েছে। তখন আরিয়ানের বয়স ১৫ বছর।
এই নিয়ে গুঞ্জন যখন চরমে তখন মুখ খুলতে বাধ্য হন শাহরুখ খান। তিনি বলেছিলেন, আমি ও আমার স্ত্রী গৌরী মিলে ঠিক করে আমরা একটা সন্তান নেব। অনেকেই বলে বেড়ান আব্রাহাম আমাদের সন্তান নয়, ও আরিয়ানের সন্তান। আরিয়ান নাকি রোমানিয়াতে গাড়ি চালানোর সময় ওর মধ্যে আদিম প্রবৃত্তি জেগে ওঠে আর তার ফলেই…। তিনি আরো বলেন, সবাইকে বলে রাখা ভালো ওর ইউরোপিয়ান লাইসেন্সই নেই। এই নতুন পৃথিবীতে ভার্চুয়াল রিয়েলিটি আর রিয়েলিটি ভার্চুয়ালে পরিণত হচ্ছে। এই ঘটনা আদপে যে একটা রটনা তা স্পষ্টভাবে জানিয়ে দেন কিং খান। যদিও এই গুঞ্জন সহজে থামেনি। বেশ কয়েক বছর ধরে চলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখন তা অনেকটাই ফিকে।
No comments:
please do not enter any spam link in the comment box