New serial Mangalmayee Ma Shitala: রামপ্রসাদের পর টিভিতে আসছে মঙ্গলময়ী মা শীতলা, প্রধান চরিত্রে কে? রইল তাঁর পরিচয়
স্টার জলসা, জি বাংলা, সান বাংলা ইত্যাদি চ্যানেলে নানা স্বাদের নানা গল্পের নতুন নতুন ধারাবাহিক আমরা দেখতে পাই। তবে এখন পুরনো কাঠামোকে ভেঙে চুরমার করে নতুন নতুন গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিরিয়াল। বিশেষ করে ধর্মীয় ভক্তিমূলক কাহিনীর উপর তৈরি হচ্ছে অসংখ্য ধারাবাহিক। এবার আসছে ‘মঙ্গলময়ী মা শীতলা’। মা শীতলার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন? দেখুন।
ধর্মীয় ভক্তিমূলক সিরিয়ালে সাংসারিক কুটকাচালি থাকে না। বর্তমানে বিভিন্ন সাবজেক্ট এর উপর সিরিয়াল তৈরি হচ্ছে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় ভক্তিমূলক কাহিনী। এইসব সিরিয়ালের টিআরপি সব সময় বেশি থাকে। এর আগে আমরা টিভিতে দুর্গা থেকে রানী রাসমণি, বামা ক্ষ্যাপা থাকে রামপ্রসাদ- এরকম একাধিক ভক্তিমূলক বাংলা ধারাবাহিক দেখতে পেয়েছি। তেমনই একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে সান বাংলায়। সিরিয়ালটি প্রযোজনা দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। মা শীতলার কাহিনী নির্ভর। এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে ‘মঙ্গলময়ী মা শীতলা’।
দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় দেবী মা শীতলা। প্রধানত বসন্তকালে এই দেবীর পূজা হয়। বসন্ত রোগ নিরাময়ের আশায় দেবীর পূজা করেন বাঙালিরা। এতদিন নানা ধরনের ভক্তিমূলক সিরিয়াল দেখা গেলে মা শীতলার কাহিনী এই প্রথম ছোট পর্দায়। সিরিয়াল শিশু মা শীতলার ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী চক্রবর্তী। মহাদেবের ভূমিকায় অভিনয় করবেন সৌগত বন্দ্যোপাধ্যায়। জ্বরাসুরের ভূমিকায় গৌরব মন্ডল। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন সোমা চক্রবর্তী এবং সায়ক চক্রবর্তী। ধারাবাহিকটির পরিচালনা করবেন শুভেন্দু চক্রবর্তী।
মা শীতলার ভূমিকায় অভিনয় করবেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ সুদীপ্তা। এর আগে ইষ্টিকুটুম ধারাবাহিকে বাহমনীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। মঙ্গলময়ী মা শীতলার নাম ঘোষণা হলেও কবে থেকে সম্প্রচারিত হবে তা জানানো হয়নি।
ধর্মীয় ভক্তিমূলক সিরিয়ালে সাংসারিক কুটকাচালি থাকে না। বর্তমানে বিভিন্ন সাবজেক্ট এর উপর সিরিয়াল তৈরি হচ্ছে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় ভক্তিমূলক কাহিনী। এইসব সিরিয়ালের টিআরপি সব সময় বেশি থাকে। এর আগে আমরা টিভিতে দুর্গা থেকে রানী রাসমণি, বামা ক্ষ্যাপা থাকে রামপ্রসাদ- এরকম একাধিক ভক্তিমূলক বাংলা ধারাবাহিক দেখতে পেয়েছি। তেমনই একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে সান বাংলায়। সিরিয়ালটি প্রযোজনা দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। মা শীতলার কাহিনী নির্ভর। এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে ‘মঙ্গলময়ী মা শীতলা’।
দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় দেবী মা শীতলা। প্রধানত বসন্তকালে এই দেবীর পূজা হয়। বসন্ত রোগ নিরাময়ের আশায় দেবীর পূজা করেন বাঙালিরা। এতদিন নানা ধরনের ভক্তিমূলক সিরিয়াল দেখা গেলে মা শীতলার কাহিনী এই প্রথম ছোট পর্দায়। সিরিয়াল শিশু মা শীতলার ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী চক্রবর্তী। মহাদেবের ভূমিকায় অভিনয় করবেন সৌগত বন্দ্যোপাধ্যায়। জ্বরাসুরের ভূমিকায় গৌরব মন্ডল। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করবেন সোমা চক্রবর্তী এবং সায়ক চক্রবর্তী। ধারাবাহিকটির পরিচালনা করবেন শুভেন্দু চক্রবর্তী।
মা শীতলার ভূমিকায় অভিনয় করবেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ সুদীপ্তা। এর আগে ইষ্টিকুটুম ধারাবাহিকে বাহমনীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। মঙ্গলময়ী মা শীতলার নাম ঘোষণা হলেও কবে থেকে সম্প্রচারিত হবে তা জানানো হয়নি।
No comments:
please do not enter any spam link in the comment box